নিজ বৌ'কে ইভটিজিং অতঃপর গণ ধোলাই হইতে রক্ষা Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২০ জুলাই, ২০১৫, ০৬:৫৮:০১ সন্ধ্যা

-আস্সালামু আলাইকুম

ম্যাডাম,

.

-আপনে কি জানেন না,

কোনো বেগানা মাইয়ারে

সেলাম দেওয়া ঠিক না

.

-নিন ম্যাডাম তাজা

ফুল আপনি একা বসে

আছেন ভেবে এনেছি,

এখন পাশে একটু বসতে

পারি

.

-ঐ মিয়া ফাইজলামী

করার আর মানুষ পান

না,

.

-ফাজলামো আবার কি,

সত্যিই বলছি ঝিড়ি

ঝিড়ি বাতাসে,

ছায়াঘেরা পাৰ্কে ঐ

সুন্দর ফুলদের মতোই,

লাগছে আপনাকে

.

-ঐ মিয়া বেশী

বাড়াবাড়ি হইয়া

যাইতাছে কিন্তু??

.

-ইয়ে মানে এই

অসাধারণ একটি দিনে,

এত্ত সুন্দর একটি

মুহুৰ্তে, যা বলছি

কম'ই বলছি, আপনি

তার চেয়েও অনেক

সুন্দর

.

-আমি সুন্দর না

বান্দর, বোরকার

ভিত্ৰে কি দেখা যায়,

এত্ত বেহায়া ক্যান,

আপনে, যাইবেন নাকি

চিক্কুর দিমু,

.

-ইয়ে আপনি পেত্নী

হলেও, আমি,

ভালোবাসি, প্লিজ

লাভ মি, অর বিলিভ

মি,

.

-এত্ত ইংরেজি ফটর

ফটর কইরেন না

বুঝিনা। আমি গরীবের

অশিক্ষিত বৌ, এহন

যাইবেন নাকি

.

-আপনের মুখে দেখছি

রসের অস্তিত্বও

নাই, এভাবে কেউ কথা

বলে??

.

-জন্মের সময় মধুর

বদলে চিরতার পানি

খাইছিলাম, এজন্য

আমি এমন, এতে

আপনের কোনো

সমস্যা?

-

"ঈদের দিন, আমাদের,

সিলেটর একটি পাৰ্কে

হৃদয়পালিত। বৌ'য়ের

সাথে একটু উক্তক্ত

করার অভিনয়

করছিলাম, এসব দেখে,

অপরিচিত এক বয়স্ক

এক ব্যাক্তি এসেই,

.

-কিতা বা কিতা

অইছে তোমার ঘরো

কিতা মা বইন নাই না

কিতা? অও ফুড়ির

ফিছে লাখছো খ্যানে??

.

-ছাছা মা বইন তো

আছে, ঘরো যে বৌ

নাই,?

.

চাচার সাথে এমন

তৰ্ক করতে করতে

পুরো ইভটিজার হয়ে

যাচ্ছিলাম যখন আর

কিছু লোক জড়ো

হওয়ার আগেই, শিরীন

চাচা'কে বললো,!

.

-ছাছা, মনে খিছু

খরবায়,না আম্ৰা

জামাই, বৌ, তাইন

আফনার লগে আমার

লাখান এখটু মসকারী

খরছিলা::

.

"চাচা আমাদের দিকে

এক নজর চেয়ে যেনো

স্পীকার হয়ে গেলো,

তার কিচ্ছু না চলে

গেলো!!!

.

ভাগ্যিস, শিরীন লোক

ডাকেনাই, তাইলে সেই

দিন আমার কপালে

গণধোলাই ফরজ হইয়া

যাইতো

ফ্ৰম ফেইসবুক স্ট্যাটাস ;-)

বিষয়: বিবিধ

১৬৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330875
২০ জুলাই ২০১৫ রাত ১০:৩৮
মহিউদ্দিন মাহী লিখেছেন : ভালো লাগলো।
330903
২১ জুলাই ২০১৫ রাত ০২:২০
330907
২১ জুলাই ২০১৫ রাত ০২:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ
330919
২১ জুলাই ২০১৫ রাত ০৩:০৫
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : চাচা এইডা ক্যান মিস্ কইরলো,আমি হইলেতো বাংলালিংক রেটে স্টার্ট কইরা দিতাম!
আমাদের বৌ নাই বইলা, নিজের বৌ কে নিয়ে আমাগো লগে মজা করছ?!!!
330938
২১ জুলাই ২০১৫ সকাল ০৯:৩১
হতভাগা লিখেছেন : পুরনো খাইছলত বিয়ে করলেও যায় না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File