কিসের টান???
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৬ মে, ২০১৫, ০১:০২:২০ দুপুর
"আরে শিরীন কি
হয়েছে বলবে তো?
পাগল ছাড়া কেউ
এভাবে কাঁদে নাকি??
আবারো কাঁদছো আজ
ঘুরতে যাইনি বলে?।
আরে কি হয়েছে?
বলবা তো??
.
এতক্ষণ শিরীনের দুই
কাধে ধরে কাঁন্নার
কারণ জিজ্ঞেস
করছিলাম!!
.
।।কাঁন্না থামিয়ে।
আমার কাধে মাথা
রেখে, ভেজা ভেজা
কণ্ঠে শিরীন বললো
আপনার কারণেই আজ
এ,রকম হয়েছে"
- -আসার আগ থেকে
শুধু কেঁদেই যাচ্ছো। কি
হয়ছে সেটা বলবা
তো???
-সাইফুল ভাইয়ার
স্ত্রী উনাদের বাড়ির
রাজমিস্ত্রীর সাথে
পালিয়ে গেছে???
"এই কথা বলার সাথে
সাথে মনে পড়ে গেলো
সে দিনের শিরীনের
কথা, সে দিন
বারান্দায় বসে শিরীন
আমার মুখে ভাতের
লোকমা তুলে
দিচ্ছিলো।।
মধ্যে কোন বাড়ি না
থাকায়। সাইফুলের
বাড়ির নির্মান কাজ
ভালো ভাবেই দেখা
যায়। রাজমিস্ত্রী
আর সাইফুলের বৌ'য়ের
লিলা দেখে। বললাম
শিরীন দেখো সমাজ-টা
কিভাবে দুষিত
হয়েছে।!!
শিরীন আমাকে
বলছিলো
-সাইফুল ভাইকে
বিষয়-টা জানালে
ভালো হতো!!!
ভাত খেয়ে শিরীন হাত
ধুয়ে শিরীনের আচলে
হাত মোছার পর
বললাম!
-বাদ দাও। যার ব্যাপার
সে কি বাড়িতে নাই
চব্বিশ ঘন্টা তো
মিস্ত্রীদের সাথেই
খুটি নাটি কাজ করে!!!
-তবুও আপনি বললে
হয়তো সাইফুল ভাই
কথাটা আমলে নিবে!!!
উফ,,,, ভাবা যায়না!!
দুইটা সন্তানের মা!
কিসের টানে এত্ত
সুখের সংসার ফেলে
ইস্স কষ্ট হচ্ছে,,,
-শিরীনের আচল টেনে
চোখ মুছে দিয়ে বললাম
চলো সাইফুলের
বাড়িতে যাই। দেখি
ছোট্ট বাচ্চা গুলো কি
অবস্থা।।।
-গিয়ে দেখলাম।
নিঃস্পাপ দুইটা শিশুর
অসহায় মুখ।
নির্বোধের মতো চেয়ে
আছে সাইফুল।
নিস্তদ্ধ পুরো বাড়ি।
শিরীন ছোট্ট
বাচ্চাটাকে কুলে
নিতেই ঘুমিয়ে গেলো।।
বিষয়: সাহিত্য
১০৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন