নতুন মামলায় সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যুদন্ড

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৬ মে, ২০১৫, ০৩:০৭:৪৩ দুপুর

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে নতুন মামলায় মৃত্যুদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। গুপ্তচরবৃত্তি এবং কারাভঙ্গ করে আসামিদের বের করে আনতে সহযোগিতার অভিযোগে শনিবার তাকে এ সাজা দেওয়া হয়। মিশরে বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলায় উসকানির দায়ে এরই মধ্যে একটি মামলায় মুরসিকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মিশরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির এ নেতাকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকে মিশর শাসন করছেন সেনাশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি (কুকুরের বাচ্চা)।

মুরসির পতনের পর থেকে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে স্বৈরশাসক সিসির সরকার।

বিষয়: আন্তর্জাতিক

১১৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320352
১৬ মে ২০১৫ দুপুর ০৩:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নব্য ফেরাউনের কবলে মিশরবাসী..
বিশ্ববাসী কি চেয়ে চেয়ে দেখবে?
আমাদের করণীয় কি কিছুই নেই?
আল্লাহ তুমি আমাদের সহায় হও..
১৬ মে ২০১৫ বিকাল ০৪:১২
261442
মাজহারুল ইসলাম লিখেছেন : বিশ্ববাসী প্রায় সবাই এখন কুকুর সিসির পক্ষে। আর আমাদের করণী এখন কিছুই নাই আমরা শুধু আল্লাহর কাছে মজলুম ভাইদের জন্য দোয়া করতে পারি।
320356
১৬ মে ২০১৫ দুপুর ০৩:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই আদালত!!! নিজেই কি জানে কি করছে!
১৬ মে ২০১৫ বিকাল ০৪:১৩
261443
মাজহারুল ইসলাম লিখেছেন : এই আদালত আর শেখ হাসিনার আদালত সম্পূর্ণ এক। এই আদালতের বিচারকেরা হাসিনা এবং সিসির আদেশ ছাড়া চলতে পারে না।
320366
১৬ মে ২০১৫ বিকাল ০৪:০৭
হতভাগা লিখেছেন : মিশরে কি এখন ''আরব খরা '' বইছে ?
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১২
261462
মাজহারুল ইসলাম লিখেছেন : আমার মনে হয় হাসিনার নেওয়া বাংলাদেশের মুসলিম হত্যার নিতে কোন ভাবে সিসি জেনে গেছে তাই দেখে এখন সিসি মিশরেও এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
320377
১৬ মে ২০১৫ বিকাল ০৫:০১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এইগুলো মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রিয় বান্দাদের জন্য পরীক্ষা। কোন শক্তি ইকামতে দ্বীনের কাজ বন্ধ করতে পারবেনা, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবেই... ধন্যবাদ আপনাকে
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
261463
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাই আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ সব সময় পরিক্ষা করে থাকেন।

জাজাকাল্লাহ
320382
১৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৫
egypt12 লিখেছেন : আল্লাহ দয়া কর Praying
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
261464
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
320389
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
কুয়েত থেকে লিখেছেন : মুরসি বিজয়ী সৈনিক,বিজয়ী সেনা হিসেবেই বের হবেন এবং মুসলিম উম্মাহর নেতৃত্ব দিবেন ইন্সা আল্লাহ।
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
261465
মাজহারুল ইসলাম লিখেছেন : ইন-শা-আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File