জাতির কাছে কিছু প্রশ্ন???

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১২ এপ্রিল, ২০১৫, ০১:৪১:০০ দুপুর

এই জাতি বিশ্বাস করেছে।

গতকাল ইতিহাসের নীকৃষ্ট(?) এক ব্যাক্তিকে ফাঁসি দিয়েছে সরকার।।

আচ্ছা মিডিয়া একটা একজন নীকৃষ্ট(!) ব্যাক্তির সব অপকর্ম তুলে ধরেছে।

যারা ১৭ বছর বয়সী কামারুজ্জামানের ধারা ধর্ষিত হয়েছিলো মিডিয়া তাদের কিছু সংখ্যকের মুখ মিডিয়াতে দেখায়নি কেন??

"কামারুজ্জামান মোল্লা এক মাসে ১৫০+নারীকে ধর্ষণ করছে।

"এই এক মাসেই তিনি ৩০০+ মানুষকে নির্মম ভাবে খুন করেছে।।

এই জাতি ভালোভাবেই মেনে নিয়েছে।।

১৭ বছর বয়সী একটা ছেলে নির্মম খুনি এবং (?) খুনীদের সর্দার ছিলো।।

.

তাহলে কি ১৭ বছর বয়সী কিশোর সারাদিন খুন আর ধর্ষণেই মেতে থাকতো???

.

খুন ধর্ষণের হিসাব করলে দেখা যায় ১৭ বছর বয়সী কামারুজ্জামান খাওয়ার সময়টাও পেতোনা :-O :-O

.

সারাদিন না খেয়ে ধর্ষণ খুন করার এত্ত এনার্জি কোথা থেকে পেতো???

৭১ সালে খুন করা যার পেশা নেশা ছিলো যে একজন চেইন রেপিষ্ট(?) চেইন কিলার(?) ছিলো।।

৭১ পরবর্তীতিতে সেই চেইন রেপিষ্ট(?) কিলার(!) একদম ভালো হয়ে গেলো?

হে জাতি তোমরা কি কখনো এই প্রশ্ন গুলোয উত্তর দিতে পারবে???

যে জেগে ঘুমায় তাকে জাগানো যায়না। আমরাও সেই জাতি। জেগে ঘুমাই।

আপন ভাইকে কেউ মেরে ফেলুক। যতক্ষণ' না কেউ নিজের পশ্চাদে বাঁশ না দিচ্ছে। আমরা জেগে উঠিনা :/ :/

ভাগ্যিস সরকার আমাদের মতো একটা জাতি পেয়েছে। :/

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314478
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
লাল সবুজ লিখেছেন : আল্লাহ উনাকে শহিদ মর্যাদা দান করুন।
১৩ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৭
255479
নূর আল আমিন লিখেছেন : ছুম্মা আমিন
314553
১২ এপ্রিল ২০১৫ রাত ১০:২৫
সজল আহমেদ লিখেছেন : কামারুজ্জামান হয়ত তখন ইসলামী দল বলে জামাত ইসলামী করেছিল কিন্তু কামারুজ্জামান ১৫০+ মেয়েকে ধর্ষন এবং কাউকে খুন করেছে এটা একেবারেই ডাহা মিথ্যা কথা।এ ইতিহাস বর্তমানের ইতিহাস হতে পারে ৭১ কিংবা তাঁর আগের ইতিহাস নয় ,এ ইতিহাস হয়ত ৯৬ সালের পরে তৈরী করা ইতিহাস ।
১৩ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৮
255480
নূর আল আমিন লিখেছেন : ইতিহাস সব পাতিহাস ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File