মনুষত্বটা কি আমরা একেবারেই খুইয়ে বসেছি!
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১২ এপ্রিল, ২০১৫, ০১:১১:০৩ দুপুর
সত্যিকারের অপরাধি তার অপরাধের শাস্তি পাবে এটা সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি অপরিহার্য বিষয়। তবে অপরাধির প্রতি ঘৃনাপূর্ণ অথবা প্রতিহিংসামুলক অচরন কোনভাবেই কাম্য নয়। পাপকে ঘৃনা কর, পাপিকে নয়। এটা ইসলামেরই শিক্ষা। এই প্রবচনটা বহুল প্রসিদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটা মানুষের মৃত্যুতে আমরা মানুষ হয়ে যেভাবে আনন্দ উল্লাস আর মিষ্টি বিতরন করছি, যে ভাবে আনন্দ মিছিলে খুশির নৃত্য করছি, তাতে আমার মনে একটা প্রশ্নই বড় হয়ে উঠছে- আমরা কি মানুষ? মৃতের জন্য তো উল্লাস করে কুকুর শিয়াল আর শকুন শকুনির দল। আমরা মানব সন্তান হয়ে এমন উল্লসিত হই কেমন করে! অপরাধির শাস্তি বিধান যেমন মানবতার জন্যই অপরিহার্য, অপরাধির শাস্তির জন্য ব্যাথিত হওয়াওতো মানবিকতা। শাস্তি নির্ধারণের সময় বিচারকের চোঁখ দিয়ে অশ্রু ঝরবে এটাই তো ইসলামের ন্যায় এবং সুবিচার!
কিন্তু আমাদের মুসলমানিত্ব তো অনেক দুর, আমাদের মনুষত্বটাই কি আমরা খুইয়ে বসেছি?
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন