আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৬ মার্চ, ২০১৫, ১০:১৪:৩৮ রাত
"বাড়ি পালিয়ে বের হওয়া লাগে কারণ আমার পিচ্চি ভাতিজীটা শার্ট টেনে ধরে আব্বু আব্বু কান্না শুরু করে শুরু করে।।।
.
"খেতে বসলে কিশোরী বোনটা খাবারে ভাগ বসায় ছোটকালে ভাগ দিতাম না। এখন একটু ইচ্ছা করে বলি আরেক লোকমা খা।।
.
"যে চা ষ্টলে নিয়মিত চা বাকি খেতাম। এখন ইচ্ছা থাকলেও বাকী খাইনা। চা বিক্রেতা টাকা রাখতে না চাইলেও এখন চায়ের বিল জোর করে দিয়ে দেই।।।
.
কেন এখন এমন করি???
.
পিচ্চি ভাতিজিটা ওর বাবার চেয়ে আমাকে বেশী ভালোবাসে। তাই আমার প্রতি ওর ভালোবাসাটা কমাতেই পালিয়ে বের হই"
.
"কিশোরী বোনকে এখন এক লোকমা বেশী খাওয়াই যেনো আমি মরার পর আমার প্রতি ওর কোন প্রকার অভিযোগ না থাকে"
.
"ওহ চা বিক্রেতা কি ভাবে বোঝাবো। এখন শত অভাবে থাকলেও আর বাকি খাওয়া উচিত না যদি মরে যাই কে দেবে তার পাওনা টাকা???
.
তাদের কিভাবে বোঝাবো এ দেশে বর্তমানে একটা কুকুরেরও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই।।।
.
আর আমরা তো হচ্ছি সামাজিক জীব মানুষ। আমাদের মেরে একটার পর একটা ইস্যু তৈরী করে ক্ষমতায় থাকা যায়।।।
.
হে নবাগত প্রজন্ম শুনো। এ দেশে সবই আছে কিন্তু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই :'( :'(
.
.হে রাজনৈতিক মোড়লেরা আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই!!
বিষয়: রাজনীতি
৯৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন