ক্রিকেট তুমি বাংলাদেশকে ‌'নতুন পাকিস্তান' বানালে....

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২৭ মার্চ, ২০১৫, ১২:২৭:৩১ রাত

যাক বাবা... এক ক্রিকেট খেলাই এপার বাংলা আর ওপার বাংলার মাঝখানে বিশাল এক দেয়াল তৈরি করে দিলো!!

দুই বাংলা তত্তের ফেরিওয়ালা বড় টিপওয়ালারাও এখন তোপের মুখে। উট পাখির মত অবস্থা!!!

অন্তত এ জন্য ক্রিকেটকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। এক্ষেত্রে পাকিস্তানি আলীম দারই ধন্যবাদটা বেশি পাওয়ার যোগ্য!! তার বিতর্কিত সিদ্ধান্তটা না হলে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

ভারতের চোট্টামি-ভন্ডামী-আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলার মানুষ প্রতিবাদের ঝড় তুলেছে, তাতে আমি মুগ্ধ। সেটা ক্রিকেটে শুরু হলেও এখন আর ক্রিকেটেই সীমাবদ্ধ নেই।

ওপার বাংলার জনপ্রিয় শিল্পী রুপম। তিনি তো সামাজিক মাধ্যমে এমন ঝড় দেখে বাংলাদেশকে ‘নতুন পাকিস্তান’ বলে মন্তব্য করে ফেলেছেন!!

শুধু 'নতুন পাকিস্তান' নয়, বলেছেন- ‘বাংলাদেশিরা ছোটলোক, তারা মানুষ হয়ে উঠেনি, এইসব ছোট লোকদের আর কখনোই আমি মানুষের মর্যাদা দিবো না। কবিতার ভাষায়, রেখেছো ‘ছোট লোক’ করে, মানুষ করোনি…’।



চুরি ধরা পড়ার পর ভদ্দর সেজে থাকা লোক যা বলে আরকি..... মালাউনের বাচ্চা বলতে গিয়েও আটকে গেলাম, নামের সাথে দেখি ইসলাম শব্দটাও আছে!!!

নাস্তিক অভিজিৎ রায়ের নাস্তিক স্ত্রীর নামের সাথেও আহমেদ লাগানো আছে!!

তবে আমি কিন্তু এমন মন্তব্যে যারপরনাই খুশি!!!

কারন আমিও চাই বাংলাদেশটা তাদের চোখে ‘নতুন পাকিস্তান’ হিসেবেই আবির্ভূত হোক।

আমি চাই পাকিস্তান সীমান্তের মত বাংলাদেশ সীমান্তেও একটা গুলির বিপরীতে দশটা গুলি চলুক, একটা লাশের বিপরীতে একটা কিংবা তার অধিক লাশ পড়ুক, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পাক।

গোলামীর জিঞ্জির থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক।

বাংলাদেশ তাদের চোখে এরকম একটি ‘নতুন পাকিস্তান’ হিসেবে আবির্ভূত হোক, সেটা কেবল আমারই নয়, এদেশের প্রতিটি মানুষেরই চাওয়া।।

তখন আর কলকাতার পাতি নায়করা কখনো ‘দুই বাংলা এক করে দাও’ বলার সাহসটুকুও করবেনা!!

দুই বাংলা এক করার অলীক স্বপ্ন দেখেন তারা....!!! আরে বেটা মিয়া বংশের সাথে সম্বন্ধের প্রস্তাব পাঠানোর আগে নিজের বাড়িতে একটা সেনিটারি ল্যাট্রিন(টয়লেট) বসা। খোলা মাঠে হাগতে বসে ঘুমের ঘোরে এমন স্বপ্ন দেখা বন্ধ কর।

আর বাংলাদেশের মঙ্গল প্রদীপের ঠিকাদাররাও এবার একটু চুপ যান। নয়তো জেগে ওঠা জনগন মঙ্গল প্রদীপ যায়গা মতো চালান করে দেবে!!

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311549
২৯ মার্চ ২০১৫ রাত ০১:৩০
মন্টি পাগলা লিখেছেন : খুব সুন্দর কথা বলেছেন ভাই। ধন্যবাদ।
312223
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৩
আহমেদ ফিরোজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই, যা লিখেছি. ব্লগের লেখা হয়নি, হয়েছে ফেসবুকের লেখা। আমার কাছে মনে হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File