টুডে ব্লগে এর ব্লগার/ পাঠক/সম্প্রক্ত সবার কাছে দো'য় প্রার্থী
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৭ অক্টোবর, ২০১৪, ০৯:৪৪:৩৫ রাত
বন্ধুত্ব শব্দটির যে এতো বেদনা তা আগে বোঝিনি বোঝার চেষ্টাও করিনি কিন্তু কিছুদিন যাবত বোঝতে পারছি দুইটা অক্ষরের একটি শব্দ বন্ধু আসলে কি? ও আসল কথা ভুলে গেছি? টুডে ব্লগের সম্মানিত ব্লগার জনাব ব্লগার ইশতিয়াক আহমেদ সাহেব মোটর সাইকেল একসিডেন্টে আহত. . .
.
.এই ইশতিয়াক সাহেবকে নিয়েই লেখা ছেলেটার সাথে ব্লগেই পরিচয় ব্লগ থেকে ফেইসবুকে তাও অনেকটা কাকতালীয় ভাবে আসতে আসতে মনের গহীনে যায়গা করে নেয় ইশতিয়াক ওর এক্সিডেন্টের খবর শুনে মাথা ঠিক রাখতে পারলাম না কারণ ইশতিয়াক আমাকে সরসরি কিছু বলেনি বলেছে আমার আরেক জানটুস (নিয়ামুল হোসাইন জুমেল) জুমেল'ই প্রথমে আমাকে ইশতিয়াকের আহতের খবর দেয় জুমেলের সাথেও কাকতালীয়ভাবেই পরিচয়. এখন এই দুজন আমার একটি ইন্দ্রিয় যা দিয়ে বন্ধুত্ব জিনিষটা কি তা গভীরভাবে উপলদ্ধি করি।এছাড়াও আরো আছে মিহাদ ভাই আজাদ ভাই জুয়েল ভাই সহ অনেক ভাই বন্ধু।
. তাদের কাছ থেকে কোনদিন ব্যাথা পেলে হার্ট এটাক করবো
.
. ধন্যবাদ মার্কজুকারবার্গ আর টুডে ব্লগের প্রতিষ্ঠাতাকে. .
.
.আজ বন্ধুত্বের অর্থটা বোঝতে পেরেছি.
সবাই ইশতিয়াকের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে সুস্থ করে তুলেন আমিন ছুম্মা আমিন
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনে খুব খারাপ লাগল। ওনার আপডেট জানাবেন।
আল্লাহতায়লা উনাকে সুস্থ রাখুন।
মন্তব্য করতে লগইন করুন