বিদায়

লিখেছেন লিখেছেন তৃতীয় চোখ ২৭ অক্টোবর, ২০১৪, ১০:০৯:৪৬ রাত

একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার কোন রাজনৈতিক, জাতিগত কিংবা ভৌগোলিক পরিচয় থাকে না । পরিচয় তার একটাই, ক্ষণজন্মা এই মানুষটি আমাদের ছেড়ে চিরতরে চলে যাচ্ছে, সে এতদিন আমাদের মাঝেই ছিল, আমাদের সাথেই ছিল, সে আমাদেরই দলভুক্ত, সে মানুষ অন্য , কোন গ্রহের প্রাণি নয়, পৃথিবীর আলো বাতাসেই সে এতদিন বেচে ছিল কিন্তু আজ সে অন্য কোথাও চলে যাচ্ছে, তার ঠিকানা আজ ভিন্ন । তার এই বিদায় লগ্নে প্রতিটি বিবেকবান মানুষের উচিত তার প্রতি সম্মান প্রর্দশন করা, তাই হোক সে যতই অপরাধী । মানুষ মাত্রইতো অপরাধ করে, কিন্তু তাই বলে কি আমরা সে অপরাধী মানুষটি যখন আমাদের ছেড়ে চিরতরে চলে যাচ্ছে তখন তাকে অপমান করব ? না না এটা কোন সভ্য মানুষ করতে পারেনা । যারা এ সব করে তারা চরম অসভ্য, বিবেকের বিন্দুমাত্র তাদের ভিতরে নেই ।

সম্প্রতি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত অধ্যাপক গোলাম আযম মৃত্যু বরণ করেছেন । আর এ খবর শুনে কিছু বিবেকহীন মানুষ উল্লাস শুরু করেছে, চারি দিকে বাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করছে । হায়রে মানুষ ! আজ কোথায় তোদের মানবতা !! তোর বাবার বয়স্ক একজন মানুষকে তুই অবলীলায় গালি দিচ্ছিস ! মৃত মানুষটাকে নিয়ে তোরা উপহাস করছিস !! একবার চিন্তা করে দেখতো সেই মহান স্রষ্টা যদি তোকে আজ তার সন্তান করে জন্ম দিত তাহলে তোর কেমন লাগতো !!! কি করতিস তখন যখন তোর মৃত বাবাকে সবাই গালি দিত !! ধিক্কার তোদের প্রতি , ধিক ধিক । শুধু তোদের জন্য এই দুয়াই করি যেন প্রকৃতি তোদেরকে এ রকম পরিণতি না দেয় ।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File