অন্তরালে অন্ধকার
লিখেছেন লিখেছেন সিমানা ২৩ মার্চ, ২০১৪, ১১:২৮:৫৬ সকাল
পর্ব- ১
-এই ঘরে কোন মানুষ আছে বলেতো মনে হয়না সাদিয়া ।
-আরে নাহ! এই ঘরেই আছে।
-তুমি এতো শিওর হয়ে বলছো কী করে?
-হুম, তুমি খেয়াল করোনি সব ঘরে লাইট জ্বলছে, শুধুমাত্র এটা ছাড়া, আর আমাদেরকে যা বলা হয়েছে তাতে এই ঘরের দরোজাটাতে নিশ্চয়ই তালা দেয়া আছে।
-হয়তো তাই, চলো বাড়ির ভেতরে……
থেমে যায় নাবিলা, সাদিয়া ওকে চিমটি কেটে দিয়েছে, তাড়াতাড়ি করতে গিয়ে জোরেই লেগেছে। হাত সরিয়ে নেয় নাবিলা,
-ইশ! কী হলো? ব্যাথা লাগলো তো!
ফিসফিসিয়ে সাদিয়া,
-আন্টি আসছেন, চুপ থাকো।
সাদিয়ার মুখমন্ডল জুড়ে প্রশস্ত হাসির ফুয়ারা,
-আন্টি কেমন আছেন?
পৌরসভা মেওরের স্ত্রী ওদের এই আন্টি, দাড়িয়ে যান,
-ওহ সাদিয়া? চিনতেই পারিনি, বাইরে দাড়িয়ে কেন এসো ভেতরে এসো।
-না আন্টি, আজ যাবনা, অনেকদিন পর বাড়িতে এসেছিতো একটু ঘুরছিলাম, ঢাকা আর মফস্বলের আবহাওয়ার কতো পার্থক্য। আপনি ভেতরে যান, আপনাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে।
-না কী আর ক্লান্ত! প্রতিদিনইতো এমন… কবে এসেছো?
-গতকাল, আব্বু আম্মুও এসেছেন, আপনি আসবেন আমাদের বাড়িতে।
-ও কে তো চিনলামনা সাদিয়া, কে ও? কথাটা বলে নাবিলার দিকে তাকালেন।
- ও, আন্টি ওতো নাবিলা আমার ফুফাতো বোন, মরিয়ম ফুফুর মেয়ে।
-তাই! ওমা কতো বড় হয়ে গেছো, খুব ছোটবেলায় তোমাকে দেখেছিলাম, কী করছো মা?
-পড়াশুনার পাশাপাশি সাংবাদিকতা।
ভ্রু কুঁচকে যায় ওদের আন্টির,
-অ। কিসে পড়, তুমিও কী ঢাকায় থাকো?
-না চিটাগাং, আমি ইভিনিং শিফটে এম বি এ করছি।
- আচ্ছা আমি তাহলে যাই তোমরা সময় করে দুজনই এসো কিন্তু।
দ্রুত বেগে ভেতরে প্রবেশ করেন তিনি।
সাদিয়া নাবিলার দিকে তাকায়,
-মনে পড়ে আন্টির কথা? নুরজাহান আন্টি। বিয়ে করে যখন নতুন এ বাড়িতে আসেন তখন ওনাকে আমরা বউ আন্টি বলতাম।
-হুম, মনে পড়ে উনি খুব সাজগোজ করতেন আমি মনে হয় তখন ফাইভে পড়তাম আর তুমি ফোরে তাইনা? আর ওনার একজন সৎ ছেলে আছে তাইনা, মুনির? ও তখন এইটে পড়তো।
হেসে দেয় সাদিয়া,
-তোমার দেখি সব মনে আছে।
নাবিলাও হাসে, খুব ছোটবেলার কথা কী যে মনে থাকবেনা? আরও মনে আছে আন্টি অনেক সুন্দরী ছিলেন। কিন্তু এখন সে সৌন্দর্যের এতোটুকুও নেই।
দীর্ঘশ্বাস ফেলে সাদিয়া,
-ঠিকই বলেছো, আসলে বিয়ের পর থেকে ওনাকে শুধু কষ্টই করতে দেখেছি……… আচ্ছা চলো যাই এখানে এতোক্ষণ দাড়ানো ঠিক হবেনা।
-চলো তবে সবটা কিন্তু ঠিক ঠিক জানা দরকার।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন