নীল আকাশ
লিখেছেন লিখেছেন সিমানা ২১ মার্চ, ২০১৪, ০৭:০৫:৩৭ সন্ধ্যা
নীলের মাঝে সুখ খুঁজে নেয়
বিশাল আকাশ
সব ধরণের গ্রহদের সেথা
নিত্য নিবাস।
সকাল বেলার আলোর উদয়
ঐ আকাশে
সব সৃষ্টির নিত্য নতুন
স্বপ্ন ভাসে।
পাখিরা তো উড়তে থাকে
আকাশ পানে
নতুন করে বাঁচতে শেখার
স্বপ্ন বোনে।
আকাশ দেখেই সময় জ্ঞানের
আবিষ্কার
দিন ও রাতের সঠিক আকার
পরিষ্কার।
গোধুলী বেলায় আকাশ থাকে
লালিমা সাজে
সন্ধা আসবে দিনের শেষে
নতুন কাজে।
রাত্রি এসে আকাশকে দেয়
চাঁদ ও তারা
এসব পেয়ে আকাশ হাসে
প্রাণ কাড়া।
মাঝে মাঝে নীল আকাশের মুখটা
হয় কালো
কাঁদতে থাকে বৃষ্টি হয়ে দেয়না
কোন আলো।
আকাশ শেখায় মহান হতে
নিত্যদিনই
প্রভুর আদেশ মানতে শেখায়
প্রতিক্ষনই।
আসুননা তাই মহান হয়ে
চলতে শিখি
সৃষ্টি হয়ে স্রষ্টার আদেশ
মানতে শিখি।।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলতে শিখি
সৃষ্টি হয়ে স্রষ্টার আদেশ
মানতে শিখি।।
পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
(আপনার আগের পোস্টেরমতো) বেসুরো একটা সুর তুলে পড়লাম পুরো"নীল আকাশ"টা। সত্যিই মনে একটা আনন্দ পেয়েছি। আপনাকে ব্লগে স্বাগতম। নিয়মিত লিখুন।
এগিয়ে চলুন...
মন্তব্য করতে লগইন করুন