রক্তে রঞ্জিত শাপলা চত্বর যা কখন ভুলার নয়।

লিখেছেন লিখেছেন কাল্পনিক ছেলে আরিফ ০৫ মে, ২০১৪, ০৭:০৪:০৭ সকাল

আজ সেই এমন এক দিন যেদিন মানুষ আল্লাহ এবং রাসলের অপমান সইতে না পেরে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর জয়ধনি দিয়ে মানুষ বেরিয়ে পরেছিল ঢাকা অভিমুখিতে যাদেরকে বাস-গাড়ী বন্দ করেও ঠেকানো যায়নি।

কিছুক্ষণ পরেই আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করে ছিল ঢাকার আকাস বাতাস। এর কিছুক্ষণ পরেই দেখলাম চারদিক থেকে রক্ত পিচাসিদের গুলি আর টিয়ার গ্যাস নিক্ষেপ শুরু হল। এরপর আমরা দেখলাম আমাদের ভাইদের শহীদ হয় যাওয়ার দৃশ্য তারা একের পর এক শহীদ হচ্ছে তবুও পিছনে পিরছেনা প্রত্যেকেই শহীদ হওয়ার তামান্না নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। অবশেষে সন্ধ্যা দিকে ক্লান্ত, খুদার্ত, খত-বিক্ষত অবস্থায় মতিঝিলের শাপলা চত্তরে মিলিত হল। যেহেতু দূরবর্তী ডিস্টিকের লোকেরাও এই আন্দলনে অংশ নিয়েছিল তাই তাদের থাকার মত তেমন কোন জায়গা নেই বিদায় তারা এখানি রাত্তরটা থেকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলো। আর সেই রাত্রেই তাদের উপর নেমে আসল জালেমদের নরকিয় তান্ডব

এ দৃশ্য ভুলার নয় এ দৃশ্য যারা দেখেনি তাদের কাছে এখন বর্ণনা করলে মনে হবে তাকে কোন এক গল্প শুনানো হচ্চে।

দুআ করি "হে আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে শাহাদাতের সর্ব উচ্চ মর্যাদা দান কর আর এই জুলুমবাজ জালিমদেরকে দুনিয়া থেকে চিরতরে খতম করে দাও।"

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217612
০৫ মে ২০১৪ সকাল ০৯:২৩
সুশীল লিখেছেন : ুলেই গেছে সবাই
217616
০৫ মে ২০১৪ সকাল ০৯:৫৭
সাঈদ আহাম্মদ লিখেছেন : সেই বিভিষিকাময় রাত কখনো ভুলার নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File