আমাদের মত যুবক দেরউদ্দেশে একটি হাদীস।
লিখেছেন লিখেছেন কাল্পনিক ছেলে আরিফ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩৭:১৪ সকাল
বর্তমানে বেসিরভাগ যুব সমাজ বিভিন্ন অসামাজিক, মাদক দ্রব্য়ের প্রতি আসক্ত। এসম্পর্কে দেখুন নিচের হাদীসটি >
হযরত আব্দুল্লহ ইবনে মাস্উদ (রাঃ) রাসূল (সঃ) থেকে বর্ণনা করেছনঃ কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও (স্ব-স্থান হতে) নড়তে দেওয়া হবে না।
(১) তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে।
(২) যৌবন সময়টা কিভাবে ব্যয় করেছে।
(৩) ধন-সম্পদ কিভাবে উপার্জন করেছে।
(৪) তাকোন্ পথে ব্যয় করেছে। এবং
(৫) সে দীনের যতটুকু জ্ঞানার্জন করেছে সে অনুজায়ী আমল করেছে কিনা।----( তিরমিযী)
এখানে কিন্ত একবার জীবন আবার যৌবন বলা হয়ছে। জীবনে মধ্যে কি যৌবন থাকে না। এখানে যৌবনকালের মূল্যটা খুবি গুরুত্বপূর্ণ এটাই বুঝানো হয়ছে।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন