মুসলমানদের একমাত্র শত্র“ কমুনিষ্ট সম্পর্কে মুসলমানরা কতটুকু জানে?

লিখেছেন লিখেছেন Medha ২০ মে, ২০১৪, ১১:২৫:৪৫ রাত

১....এই দলের সদস্যপদ তাদের জন্য যারা মৌখিকভাবে এবং আন্তরিকভাবে নিজেদেরকে নাস্তিক মনে করে।-রুশ কমুনিষ্ট পার্টির গঠনতন্ত্র।

২.ধর্ম জনগণের পক্ষে সুরা বিশেষ।-লেনিন।

৩.মানুষের জীবনে ধর্ম হচ্ছে আফিম।-কার্ল মার্কস।

৪.পরকালের সমস্যার চাইতে ইহকালের সমস্যা বেশী গুরুত্বপূর্ণ।-বদরুদ্দীন উমর।

৫.পরকালের চাইতে পৃথিবীতে আগে স্বর্গ সৃষ্টিরপ্রয়োজন।-লেনিন।

৬.জনগণের আফিম স্বরূপ ধর্মের বিরুদ্ধে সংগ্রামপরিচালনা সাংস্কৃতিক বিপ্লবের কর্তব্যসমূহের মধ্যে এক বিশিষ্ট স্থান দখল করে আছে। এই সংগ্রাম চালাতে হবে অবিরাম ওসুসংগবদ্ধভাবে।’’-১৯২৮ সালের ৬ষ্ঠ বিশ্ব কংগ্রেসের অধিবেশনে সিদ্ধান্ত।

৭.ধর্মরূপী প্রেতের কবল থেকে বিবেক বুদ্ধিরমুক্তি সাধনের জন্যই চেষ্টা করতে হবে।-লেনিন।

৮.ধর্ম আধ্যাত্মিক নিপীড়নের একটি রূপ।-লেনিন।

৯.নাস্তিক্যবাদের প্রচারের জন্য সকলপ্রকার মালমশলা ব্যবহার করতে হবে, যাতে ধর্মের ঘুম থেকে মানুষকে জাগিয়ে তোলা যায়।-লেনিন।

১০.ধর্মের বিরুদ্ধে অনমনীয় এবং সংঘবদ্ধ সংগ্রামঅবশ্যই প্রয়োজনীয়। আমারা চাই রাষ্ট্রের সঙ্গে ধর্মের পূর্ণ বিচ্ছেদ, যাতে বিশুদ্ধ কমুনিজমের আদর্শের লড়াই জোরদার করা যায়।-লেনিন।

১১.ধর্মীয় বদ্ধ ধারণাগুলোর বিরুদ্ধে লড়তে হবে অস্ত্র দিয়ে, প্রকাশনা দিয়ে ও মুখের কথা দিয়ে।

১২.একটি বিকৃত ও বানোয়াট হাদিস: ‘‘জনগণের পক্ষে সবচেয়ে প্রয়োজনীয় মানুষটিই শ্রেষ্ঠতম মানুষ।’’-প্রচারণা:জিয়াউদ্দীন বাবাখান।(রাশিয়ান কমুনিষ্ট)।

মূল হাদিসটি হলো:‘‘তোমাদের মধ্যে তাহারাই শ্রেষ্ঠ যাহাদের নৈতিক চরিত্র উত্তম।’’(আল বোখারী)।

১৩.প্রমাণ করতে হবে, ধর্মীয় অনুভূতিমুক্ত সমাজতান্ত্রিক মানুষ ধর্মানুসারীদের থেকে শ্রেয়:।-দৈনিক প্রাভদা। (যে কারণে ক্ষমতার জোরে তারা ধর্মীয় নেতৃবর্গ এবং ধর্মীয় দলকে মিথ্যে দিয়ে সার্বক্ষণিকভাবে কলুষিতকরে।)

১৪.নাস্তিক পিতা-মাতাকে অবশ্যই তাদেরসন্তানদেরকে ধর্মীয় নেশা থেকে মুক্ত রাখতে হবে।-দৈনিক কাজাকস্তানা,১৯৭৯।

১৫.ধর্ম মানুষের বিবেক আর ইচ্ছা শক্তিকে কলুষিতকরে।- সোভিয়েট কালচার,১৯৭৫।

তথ্যের জন্য কৃতজ্ঞতা স্বীকার মোহাম্মদ আজিজুলইসলাম।

ধর্ম সম্পর্কে এমন বহু বক্তব্য আছে কমুনিষ্টদের। তার মধ্যে সামান্যকয়েকটি উদ্ধৃত হলো।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223979
২০ মে ২০১৪ রাত ১১:৪২
সত্যবাদী ব্লগার লিখেছেন : কথিত ধর্মের কোন স্থান নেই ইসলামেও ।। ধর্ম শব্দটাই কোরানে নাই ।।
২১ মে ২০১৪ রাত ০১:২৮
171293
Medha লিখেছেন : ইসলামকে ধর্ম নয়, স্রেফ একটা দর্শন ভাবুন। আর ধর্ম দ্বারা এই দর্শনকে বিশ্বাস.....
224008
২১ মে ২০১৪ রাত ০১:২৮
Medha লিখেছেন : ইসলামকে ধর্ম নয়, স্রেফ একটা দর্শন ভাবুন। আর ধর্ম দ্বারা এই দর্শনকে বিশ্বাস.....
224017
২১ মে ২০১৪ রাত ০৩:১৫
নিশা৩ লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ। একটা বই এর মধ্যে বই কথাটা থাকতেও পারে নাও পারে। ধর্ম,রিলিজিয়ন, বা দ্বীন শব্দটি জীবন ব্যবস্থার সমার্থক।
২৪ মে ২০১৪ দুপুর ০১:২২
172500
Medha লিখেছেন : Right, Thanks.......
224020
২১ মে ২০১৪ রাত ০৩:৩২
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ দুপুর ০১:২২
172501
Medha লিখেছেন : স্বাগতম.......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File