তোমরা যারা পয়ত্রিশ বছর বয়সের আগে বিয়ে করতে চাও।
লিখেছেন লিখেছেন Medha ০৯ মে, ২০১৪, ০৯:০৮:০৯ সকাল
তোমরা যারা পয়ত্রিশ বছর বয়সের আগে বিয়ে করতে চাও।
লেখকঃ ষাঁড় জাফর ইকবালের প্রেতাত্মা। মহাকাশফেরত ড্রোনাচার্য।
সেদিন আমি বইমেলায় গেলাম। তারুণ্যের উৎসবে মনটা জুড়িয়ে গেলো। বাসায় ফিরে ফেসবুকে ঢুকলাম। পোলাপানের বেক্রুম বেক্রুম চিৎকারে মনটা বিষিয়ে গেলো। আমি রাজনীতি ভালো বুঝিনা। পরিবার বিষয়টাতে রাজনীতি অনেক বেশি। এখন তোমাদের ভালোবাসবার বয়স। আনন্দ করবার, ভাবালু হওয়ার সময়। এখন তোমরা কেন বেক্রুম চিৎকার করো এটাও আমি বুঝিনা।
এ বয়সে তোমরা শাহবাগে যাবে। আনন্দ করবে। আজ আমি তীব্র আনন্দ অনুভব করছি এটা দেখে যে, দেশের প্রথিতযশা একজন রাজনীতিবিদ ও মন্ত্রী হাসানুল ইনু বিষয়টা উপলদ্ধি করেছেন, কথা বলেছেন। নতুন করে আবার আমি স্বপ্ন দেখার শক্তি পাচ্ছি। আমি প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি।
তোমরা যারা জানোনা, বামপন্থী অনেক নেতাকর্মীরা তাদের সংগ্রামের স্বার্থে সারাজীবন বিয়ে করেনা। কিন্তু তাই বলে কি তাদের ভালোবাসা আর আনন্দ থেমে থাকে? কখনো নয়। তোমাদেরকে চারপাশের এসব থেকেই শিক্ষা নিতে হবে। তোমরা আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে সাদাসিধে ভাবে আমি কি বলতে চাইছি। মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী গনতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি এই তরুণ প্রজন্মের মাঝে বিয়ে নিয়ে কোন চিল্লাফাল্লা দেখতে চাইনা।
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা ভাই্ এটা কী আসলে তার লেখা??
মন্তব্য করতে লগইন করুন