তোমরা যারা পয়ত্রিশ বছর বয়সের আগে বিয়ে করতে চাও।

লিখেছেন লিখেছেন Medha ০৯ মে, ২০১৪, ০৯:০৮:০৯ সকাল



তোমরা যারা পয়ত্রিশ বছর বয়সের আগে বিয়ে করতে চাও।

লেখকঃ ষাঁড় জাফর ইকবালের প্রেতাত্মা। মহাকাশফেরত ড্রোনাচার্য।

সেদিন আমি বইমেলায় গেলাম। তারুণ্যের উৎসবে মনটা জুড়িয়ে গেলো। বাসায় ফিরে ফেসবুকে ঢুকলাম। পোলাপানের বেক্রুম বেক্রুম চিৎকারে মনটা বিষিয়ে গেলো। আমি রাজনীতি ভালো বুঝিনা। পরিবার বিষয়টাতে রাজনীতি অনেক বেশি। এখন তোমাদের ভালোবাসবার বয়স। আনন্দ করবার, ভাবালু হওয়ার সময়। এখন তোমরা কেন বেক্রুম চিৎকার করো এটাও আমি বুঝিনা।

এ বয়সে তোমরা শাহবাগে যাবে। আনন্দ করবে। আজ আমি তীব্র আনন্দ অনুভব করছি এটা দেখে যে, দেশের প্রথিতযশা একজন রাজনীতিবিদ ও মন্ত্রী হাসানুল ইনু বিষয়টা উপলদ্ধি করেছেন, কথা বলেছেন। নতুন করে আবার আমি স্বপ্ন দেখার শক্তি পাচ্ছি। আমি প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি।

তোমরা যারা জানোনা, বামপন্থী অনেক নেতাকর্মীরা তাদের সংগ্রামের স্বার্থে সারাজীবন বিয়ে করেনা। কিন্তু তাই বলে কি তাদের ভালোবাসা আর আনন্দ থেমে থাকে? কখনো নয়। তোমাদেরকে চারপাশের এসব থেকেই শিক্ষা নিতে হবে। তোমরা আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে সাদাসিধে ভাবে আমি কি বলতে চাইছি। মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী গনতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি এই তরুণ প্রজন্মের মাঝে বিয়ে নিয়ে কোন চিল্লাফাল্লা দেখতে চাইনা।

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219347
০৯ মে ২০১৪ সকাল ০৯:১৫
নীল জল লিখেছেন : ড্রোনাচার্য বলতে কি বোঝাচ্ছেন?
219352
০৯ মে ২০১৪ সকাল ১০:০৯
হতভাগা লিখেছেন : টেপ মারা ছবিটা কি আপনার ?
219362
০৯ মে ২০১৪ সকাল ১০:৪৮
219376
০৯ মে ২০১৪ সকাল ১১:০০
ভিশু লিখেছেন : অ্য পার্ফেক্ট এজেন্ট অব শাইতান!
219401
০৯ মে ২০১৪ সকাল ১১:৫৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : মজা পেলাম, এমনটা হয়তো তিনি লিখতে পারেন!
আচ্ছা ভাই্ এটা কী আসলে তার লেখা??
০৯ জুন ২০১৪ দুপুর ১২:৪০
179411
Medha লিখেছেন : হয়তোবা একদিন এরকমই লিখবে....
223760
২০ মে ২০১৪ দুপুর ০৩:১৪
Medha লিখেছেন : ড্রোনাচার্য বিষয়টা হল, ড্রোন যেমন পাইলট কন্ট্রল রুমে বসে নিয়ন্ত্রন করে, আমাদের এই স্যার ও তেমনি কন্ট্রল রুমে বসে সব ইবলিসদের নিয়ন্ত্রন করে.....
০৮ জুন ২০১৪ রাত ০২:৫৫
178878
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : তো,এতকিছু দেখেও মুমিনের আল্যা কি করে? ঘাষ খায়??
232143
০৮ জুন ২০১৪ রাত ০২:৫৫
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : তো,এতকিছু দেখেও মুমিনের আল্যা কি করে? ঘাষ খায়??
০৯ জুন ২০১৪ দুপুর ১২:৩৯
179410
Medha লিখেছেন : সেটাই তে কথা, ঋসিদের ভগবানও তো মনে হয় বসে বসে ঘাস খায়...
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১৫
179430
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আসলেই, এই দুটাই ঘাষ খায়। মুদ্রার এপিঠ আর ওপিঠ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File