রেকর্ডে

লিখেছেন লিখেছেন Medha ২৩ মার্চ, ২০১৪, ০২:০৭:৪৭ রাত

আমাদের দেশে রেকর্ডের জয় জয়কার।

মুসা ইব্রাহিম করলেন পাহাড় জয়, মাননীয় প্রধানমন্ত্রী করলেন সমুদ্র

জয়, রবি ঢাক ঢোল পিটিয়ে করলেন পতাকা জয় (যদিও সেই পতাকা জয় এখন পাকিস্তানের পকেটে

http://www.guinnessworldrecords.com/world-records/2000/largest-human-na tional-flag)

এখন আবার চলছে ৫০ কোটি টাকা ব্যয়ে জাতীয় সঙ্গীত জয়ের চেষ্টা। রেকড হবে; আবার পাকিস্তানের মতো পিছিয়ে পরা কোন দেশ হয়ত সে রেকর্ড ভাঙবে।

লাভ কি এই রেকর্ডে? এই রেকর্ডের ফলে কাল যে রিক্সা চালাতো সে কি ট্যাক্সি চালাবে?

কাল যে পথে ঘুমাতো সে কি ঘুমানোর ঘর পাবে? মসজিদ থেকে বের হওয়ার পথে ভিক্ষার

থালা নিয়ে যে মানুষ গুলোকে ২/১ টি টাকার জন্য বসে থাকতে দেখি তারা কি এই রেকর্ডের ফলে ভিক্ষা দেয়ার জন্য ভিক্ষুক তালাশ

করবে? .........

বিঃদ্রঃ এই রেকর্ডের ১০০% লাভ অকর্মা প্রোডাকশন ম্যনেজারদের।

রেকর্ডের দরকার নাই। এমন কিছু কর যাতে দেশের আম জনতা তৃপ্তির ঢেকুর তুলতে পারে।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196460
২৩ মার্চ ২০১৪ রাত ০৩:৫১
মাটিরলাঠি লিখেছেন : রেকর্ড না করলে রেকর্ড বাজাইবো কেমনে?
196463
২৩ মার্চ ২০১৪ রাত ০৪:০৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : আমদের মুসলিমরা গুহার ভিতর থেকেই করেছে বিশ্বজয়।
196469
২৩ মার্চ ২০১৪ সকাল ০৫:২১
শেখের পোলা লিখেছেন : কূঁজো বলে কি চিৎ হয়ে শোয়ার সখ পুরণ হবে না? কিযে বলেন৷ টাকা দেবে গৌরী সেন৷ অসুবিধা কি? রাস্তায় যারা ভীক্ষা করে ওরা পারলে এমপি হোক৷ আর ভীক্ষা করা লাগবেনা৷
196477
২৩ মার্চ ২০১৪ সকাল ০৮:১১
দ্য স্লেভ লিখেছেন : বার বার সেই একই কথা বলতে হচ্ছে। জুতায় গু মাখিয়ে পেটালে সব রোগ ঠিক হয়ে যাবে
196503
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : মাটিরলাঠি লিখেছেন : রেকর্ড না করলে রেকর্ড বাজাইবো কেমনে?
197013
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৫
Medha লিখেছেন : টাকা দেবে গৌরী সেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File