আমি জাফর ইকবাল স্যারকে বলছি....

লিখেছেন লিখেছেন Medha ২২ জানুয়ারি, ২০১৪, ০৮:২০:০২ রাত

তোমরা যারা আল্লাহু আকবার

বলে মিছিল করঃ

গতকাল আমি গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলাম।হঠৎ দূরে দেখলাম একদল তরুন মিছিল নিয়ে আসছে।

সামনে খুব সুন্দর একটা ব্যানার।

উজ্জল লাল-সবুজ রং দিয়ে খুব সুন্দর কিছু একটা লিখা।হাতে বিভিন্ন রং-বেরঙ্গের বেলুন- ফেস্টুন।

মনে পড়ে গেল আমার সেই কথা ''যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার'' মিছিলটি একসময় কাছে আসল।

স্লোগান শুনতে পেলাম।একজন বলে উঠল ''নারায়ে তাকবির'' তখন সবাই বলে উঠল ''আল্লাহু আকবার'' শুনেই আমার শরীরের লোম খাড়া হয়ে গেল, রক্ত শীতল হয়ে গেল আর মন কেদে উঠল কারন এরাই তো সাম্প্রদায়িক। এরাই তো জঙ্গি। এরাই তো মৌলবাদী এরাই তো ৭১ এর

পরাজিত শক্তি। চিন্তা করলাম যে বয়সে তাদের প্রেয়সীর সাথে হাত ধরে ঘুরে বেড়ানোর কথা, বন্ধুদের সাথে আরশি নগরে গিয়ে সীসা টেনে একটু উন্মাদনায় মেতে উঠার কথা, জয় বাংলার সাথে মৌলবাদী জামাত-শিবির-হেফাজতিদের জবাই করার স্লোগান তুলার কথা, অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভেলিত হয়ে আমার প্রিয় উৎসব কালিপুজায় গিয়ে সিধুর পরে বান্ধবী অথবা ছাত্রীদের সাথে একটু নাচ-গানে মত্ত হওয়ার কথা কিন্তু তারা তা না করে একটি সাম্প্রদায়িক স্লোগান ''নারায়ে তাকবির আল্লাহু আকবার'' বলে মিছিল করছে।

কি সাংঘাতিক ! ভাবতেই কষ্ট লাগছে, ১৪০০ বছর আগের

একটি বিদেশী স্লোগান এখনো এখানে দেয়া হচ্ছে!

মাঝে মাঝে চিন্তা করি এই জন্যই

কী আমি ৭১ এ যুদ্ধ না করে পালিয়ে গিয়ে কলকাতার হোটেলে থেকে পরে মুক্তিযুদ্ধা সেজে এই দেশে এসে ৭১ এর চেতনায় উজ্জীবিত হয়ে কলম ধরেছিলাম।

ছি প্রজন্ম! ছি!

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165919
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
প্রিন্সিপাল লিখেছেন : জাফ রইক বাল ষাড় নিজের স্বাধীনতার পক্ষের বলে প্রচার করলেও, তার ভূমিকা কি ছিল?
স্বাধীনতার পক্ষে?
নাকি বিপক্ষে?
নাকি সে সময়ও পক্ষের বলে পকেট ভর্তি করেছেন যেমন বর্তমানে করে যাচ্ছেন।
165926
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
ইক্লিপ্স লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File