"খাঁটি মিথ্যাবাদী"
লিখেছেন লিখেছেন Medha ১৮ জানুয়ারি, ২০১৪, ০২:১৩:৪৬ রাত
দিনের শেষে জাফর একটা খাঁটি মিথ্যাবাদী।
লিখেছে, বাংলাদেশকে কেউ তলাবিহীন ঝুড়ি বলে না। আগের কথা বাদই দিলাম।
গত সপ্তাহের ভেতরেই ফরেন পলিসি ইয়াহু সাইট সহ বিভিন্ন জায়গায় 'বাসকেট কেস' শব্দটা সহ কয়েকটা লেখা পড়েছি বাংলাদেশ নিয়ে।
এসব লেখা জাফরও দেখার কথা। কিন্তু দেশের মানুষ আর কয়জন দেখে? তাই জাফর তার মিথ্যাচার চালিয়ে যায় নির্বিকার।
দিনের শেষে জাফর একটা ধান্দাবাজ।
সে জানে টাইম মেশিনে চড়ে বাহাত্তরে ফেরত যাওয়া দুনিয়াতে সম্ভব না।
বাহাত্তুরে মুজিবীয় আমল কি জানলে, কেউ যেতেও চাইবে না। কিন্তু সেই অলীক স্বপ্নের ট্যাবলেট মুক্তিযুদ্ধের মিষ্টির ভেতর ঢুকিয়ে দিয়ে জাফর এখন
তা সবাইকে গেলাতে চায়।
দিনশেষে জাফর একটা ভন্ড।
একাত্তরের কথা বলে গলা ফাটায়, আর নিজে একাত্তর সালে তারা গুনে।
এনজিও সুশীল সমাজের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে প্রকাশ্যে, আর নিজে এনজিও চালায় সুশীলগিরি করে। বিদেশীদের বিরুদ্ধে লেখে, আর নিজের মেয়েকে বিদেশীদের বিছানায় পাঠায়।
তবে তার এই লেখাটার পর
উম্মতেরা একটু নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে।
মাঝখানে জাফর কাযযাবে খুল্লমখুল্লা আওয়ামী চাটুগিরি শুরু
করেছিলো। জাফরকানা উম্মতের দল পর্যন্ত কোন এক্সকিউজ না পেয়ে চুপ করে ছিলো।
এখন জাফর কাযযাব তাদেরকে একটা লাইফলাইন দিসে।
সুতরাং উম্মতের দল আবার গুহা থেকে বেরিয়ে আসতেসে।
ছুপা শাহবাগিরাও নিরপেক্ষতার মুখোশটা নিয়া আবার সামনে আসতেসে।
আইসা বলতেসে, দেখসো! ষাড় কোন দলের কেনা মাল না। তিনি তৃতীয় শক্তির কথা বলতেসেন।
জাফর কাযযাব কে অভিনন্দন জানাই, বুদ্ধিটা ভালো।
যারা বড়শি দিয়ে মাছ ধরেন তারা জানেন, বেকুবের মতো একনাগাড়ে টানতে থাকলে মাছ
ফসকে যাবে। সুতরাং কখনো টানের উপর রাখতে হয়, আবার সময়ে কখনো ঢিলের উপর রাখতে হয়...
বাংলাদেশের কমবয়সী পোলা মাইয়াকে জাফর কাযযাবে মৎস্য বানায়া ভালোই খেলতেসে।
আর এই ফিলটার ও মাপকাঠি বেচা মিথ্যাবাদির পেছনে সবাই
দৌড়াইতেসে।
বাইদাওয়ে, দিল্লীতে আম আদমী পার্টি হইসে তাই জাফর কাযযাব
উজ্জীবিত হইসে। হাহাহাহা।
ফিলটার ষাড়ের প্রতি আহবান রইলো, চেতনা আদমী পার্টি বানিয়ে বাকশালের বি-টিম হিসেবে আবির্ভূত হওয়ার।
ভাজ খুলো আনন্দ দেখাও হে জাফর কাযযাব/ করো প্রেমের তরজমা।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন