"বুদ্ধিমানের কাজ"

লিখেছেন লিখেছেন Medha ১৭ জানুয়ারি, ২০১৪, ০৭:০২:১৬ সন্ধ্যা

ধীরে ধীরে ভারতের নগ্ন হস্তক্ষেপের বিরোধীতা করার শক্তি ও সাহস হারিয়ে ফেলছে বাংলাদেশের মানুষ।

দৃশ্যতঃ কলুষিত রাজনীতিই সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী করছে। ফলে তারা জাতীয় ইস্যু নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট

না করে নিজেদের রুজি রোজগার এর দিএক মনোযোগ দিয়েছে। আর যারা রাজনীতি করছে, তাদের কাছে জাতীয় ইস্যুর চেয়ে রাজনৈতিক ইস্যু বড় হয়ে যাওয়ার কারনে সাধারন মানুষকে জাতীয় ইস্যুতে একত্রিত করতে ব্যর্থ হচ্ছে, অপরদিকে সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রীর মত ভারতীয় সেলিব্রেটির পদতলে ঠাই পাওয়ার

আকাংখা প্রিয় নতুন প্রজন্মের একটি অংশও পরোক্ষভাবে রাজনৈতিক দেউলিয়াত্বের কাছে বন্দী হয়ে জাতীয় চেতনাবোধকে টুটি চেপে হত্যা করেছে।

খালেদা এবং রওশন এরশাদের সাথে শরনের বৈঠকের সাথে ইনকিলাব অফিসের উপর হস্তক্ষেপ মূলত বাংলাদেশে ভারতীয় হস্তক্ষেপকে আরো প্রকাশ্য করে তুলছে। এবং এটাও

মনে করে দিচ্ছে ভারত নামক রাষ্ট্রের বিরোধিতা করে কেউ ই বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেনা। বিশ্বের দরবারে ভারত

একটি শক্তি হিসেবে মাথা দাড়ানোর স্বপ্নকে কখনই যে বাধার সম্মুখীন করতে রাজী নয় তার সবচেয়ে ভালো উদাহরন সাম্প্রতিক বাংলাদেশের ঘটনাবলী।

ইনকিলাব নামক সংবাদপত্রিকাটির এখন বুঝার সময় এসেছে যে শুধু জামায়াত বিরোধিতা করলেই চলবেনা এখন থেকে ভারতের বিপক্ষে যায় এমন কিছু করা যাবেনা। বাংলাদেশের মানুষ এই সত্যটি বুঝলে ভালো না বুঝলে তার মাশুল হয়ত তাদের সন্তানদের দিতে হবে।

১৬ কোটি মানুষের ৮৬% মুসলমানের দেশে যখন হেফাজতরা রাতের আধারে হত্যার শিকার হয়, যখন সাতক্ষীরায় মুসলিম নিধন চলছে, তখন আমাদের শুভ্র গোফের বুদ্ধিজীবিরা কোথায় হিন্দু শিশু ঘুমাতে পারলো কিনা সেই কথা বলে গলাবাজি করছে।

সাম্য সমতা সবার জন্য, সে হিন্দু হোক অথবা মুসলিম হোক, মূলত এসব বুদ্ধিজীবিরাই দেশে সংখ্যালঘু নামক শব্দটি বেশি ব্যবহার করে। কারন তাদের আর কিছু নিয়ে নিজেদের কে মিডিয়ার

মুখোমুখি করার মত সক্ষমতা নেই।

সুতরাং শুধু শুধু চিতকারে আর সমস্যা সমাধান হবে না, কারো পতাকাকে অবমাননা করেও নয়।

একটি জিনিস চিন্তা করা দরকার ভারত নামক রাষ্ট্রের সাথে আমাদের বিরোধ নেই, বিরোধ নেই ভারতের শান্তিপ্রিয়

মানুষের সাথে সুতরাং এই শান্তিপ্রিয় মানুষের আবেগকে অবমাননা করা হয় এমন কিছু না করে, ভারত নামক রাষ্ট্রের বিরোধিতা না করে, ভারতের সরকারের পলিসি এবং হস্তক্ষেপ

তথা বাংলাদেশে নীতিহীন ক্ষমতাশীল সরকারের পরিকল্পিত বিরোধীতা করাই বুদ্ধিমানের কাজ।

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File