‘চেতনা ব্যবসা’
লিখেছেন লিখেছেন Medha ১৬ জানুয়ারি, ২০১৪, ১১:৪৯:৩১ রাত
মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য ভাড় (Clown) অভিনেতা এটিএম শামসুজ্জামানকে যুদ্ধের পর গঠিত ‘নীলিমা ইব্রাহীম কমিশন’ ৬ মাসের দন্ড প্রদান করেছিল।
ড. আহমদ শরীফ, কাজী নুর-উজ্জামান এবং শাহরিয়ার কবির সম্পাদিত ও ‘মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র’ কর্তৃক প্রকাশিত ‘একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়’ বইয়ের ১৫২তম পৃষ্টায় দন্ডপ্রাপ্তদের তালিকার ১০ নম্বর সিরিয়ালে কুখ্যাত এই স্বাধীনতা বিরোধী এটিএম শামসুজ্জামানের নাম আছে।
‘পাকিস্তানের দালাল’ থেকে খোলস পাল্টে আওয়ামী লীগে যোগ দিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নামক ভূইফোড় একটি সংগঠেনের সহ-সভাপতির পদ দখল করে কথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দাবীদার এখন এই স্বাধীনতাবিরোধী ।
আর কতো ‘চেতনা ব্যবসা’ চলবে এই দেশে !
হায় সেল্যুকাস, কী বিচিত্র এই দেশ !!
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন