অবুঝ মনের কথা ৬ষ্ঠ পর্ব
লিখেছেন লিখেছেন জাতীয় আবাল ১৬ জানুয়ারি, ২০১৪, ০৪:১০:৪৫ বিকাল
আরে ভাই আপনি যা শুরু করলেন সমুদ্র তলিয়ে যাবে৷
না ভাই এই দিকে এখন ভাটা পড়েছে তাই পানি দিচ্ছি৷
মামু জোয়ার আসছে উল্টো দিক থেকে ওদের কোলের মধ্য থেকে৷
আপনি ও কাম সারতে আসছেন৷
হ্যাঁরে ভাই দু ঘন্টা ধরে চেপে রাখছি৷
আচ্ছা আপনি সাইরা লন,তারপর আমি৷মামু কি কও৷
আর বইলেন না ভাই,পাথর ভাঙ্গতে যাইয়্যা হাত কাইটা পেলছি৷
আহা ভাই ওইটা পাথর না শামুক৷
মামু আমরা ছবি তুলছিতো৷
মামা কোলের মধ্যে কি চলে৷
মামু খেলা চলে এ৷
ভাই আপনি কি একা নাকি?
হরে ভাই একা৷
কি শুনাইলেন এটা বীচে একা আসছেন৷
একা ছাড়া মানুষ পামু কই৷
আপনি কোন স্কুলে পরেন,আপনারে স্কুলে পরেন৷আপনারে কে ভর্তী করাইছে৷
ভাই স্কুলে না ভার্সিটিতে পড়ি৷
কোন ভার্সিটি?
প্রিমিয়ার৷
মামু ওইখানে শুধু পরী আর পরী৷
হ মামা তারপরেও আপ্নে একা ভাই,টেনশনে পালাই দিলেন৷
টেনশন কইরেন না ভাই৷
কি কন টেনশন করুম না এখন আপনাগো মজা লনের সময়৷
মামু হুজুরে কি কয়৷
কি আর কমু ভাই আমারে হুজুর না বইলা উনারে বলেন৷
ভাই আপনার দেশের বাড়ি কই৷
মীরসরাই৷
আরে ভাই আমারতো রাজাপুর৷
কাছাকাছি৷
কাছাকাছি আপনি নয় আমরা৷
তো আপনারা থাকেন কোথায়৷
আমরা আগ্রাবাদ থাকি৷হুজুর আর আমি এক সাথে৷
মামু আমি ঢাকায় থাকি ব্যবসা করি৷
চলেন হাঁটি৷
ভাই আপনার গার্লফ্রেন্ড নাই৷
গার্লফ্রেন্ড বাদ দাও,ওইটা থাকলে আমগো লগে পরিচয় হয়ত না৷
হ মামা ওইটারে নুনুতুনু কইরা টাইম কাটাইতো৷
মামু ওই দেখ কি শুরু হইছে৷
আর হাঁটুন না বীচের এদিকটায় সব গানজা বাবা,পুটলী বাবা৷
মামু গান্জা ছাড়া দুনিয়ার তামাম নেশা আমার ভাল লাগে৷
সিগারেট আছে৷
দে৷
আমার গান্জা ভালো লাগে,আহা সূর্য ডুবোডুবো করছে আমি সমুদ্রের পাড়ে বসে একমনে গান্জা টানি৷পিনিক মামা সবই পিনিক৷
তুমি দেখি ডিজে লাগাইছো৷
এইখানে ডিজেই ভালো যায়৷
ওরে মামু পাথ্থরের চিপাই এসব কি চলে৷
মামা ওই লম্পু এইটা কি আনছে বাইট্যা মোটে,হেতে কোলে লইয়্যা খেলতে হবে৷
হাহা,হোহো,হাহা৷
বেদ্দপ ছেলে কোথাকার,এক চড়ে!
কি হইছে ভাই৷
দেখেন না ভাই,হেতে পানি লাগবে কিনা জানতে চাইছে উপরে থাকতে৷বলছি লাগবে না,হেতে এখানে চলে আসছে৷কত বড় বেয়াদপ৷
মাইরেন না,ছোট মানুষ ছাইড়া দেন৷
ছোট না,ছোট না বেদ্দপ৷
কিসের বেদ্দপ,আমি আপনারে কিছু কইছি এখন৷
তুই কি কবি,তুই এখানে আসলি কেন?
চলো তো,চলো৷
আমার মুতু পাইছে তাই মুততে আইছি৷
মুততে আইছচ৷
হাহা,হাহা,হাহা৷
আহা বেচারা কত সপ্ন লইয়্যা শান্তিতে পিরিত করতে আইছে৷
চরম অপমান করছে৷
ঠিক কাম করছে,হেতের লাই ঘর নাই৷
আহা বিনোদনের জায়গা তাই বিনোদন করছে৷
হ ভাই বিনোদন৷
বিনোদন আমার বাপে বিয়ার সময় আমার মারে দেখে নাই৷
কি বলেন৷
হ,বাপ চাচা গো সামনে মাইয়্যা কেমনে দেখেছ
আহা কত ভক্তি৷
হুজুর বাপের কথা কেন,আম্নের কথা কন ভাবীরে দেখছেন নি৷
হ ভাই এক চাচার লগে যাইয়্যা এক নজর দেখছি৷
আপ্নের কথা কমু আমি নিজে বন্ধুগো লইয়্যা দুবার চোখ তুইলা চাইছি আর সরমে ধরি গেছে৷
ভাই রাত হয়ে এল,আপনারা কি থাকবেন৷
আমরা থাকবো,আপনি চলে যাবেন৷
জ্বী বাসা অনেক দূর৷
ও ঠিক আছে৷
ফোন নম্বরটা দিলে খুশি হতাম৷
ফেসবুক আছে না৷
আছে৷
সাগর খান এইটা লিখে সার্চ দেন,এই এই এটা৷
আচ্ছা আসি হুজুর,যাই ভাই৷
আইসেন৷
মামা কই যাইবেন৷
দু নম্বর গেট৷
এইটাতো উইঠা যান পরে কষ্ট হইবো,এটাতে করে প্রিপোর্ট চইলা যান৷
প্রি পোর্ট,প্রি পোর্ট একদর দশ টাকা,দশ,দশ৷
বাবা জানালাটা বাইন্ধা দিবা৷
জ্বী আঙ্কেল৷
দোস্ত আইজকা কোচিংয়ে এখখান লসখসে মাল আসছে,তোরা দেখছচ৷
হরে ভাই দেখছি৷
কি আর কমু কি মিষ্টি ঠোঁট,মনে হয় কামরাইয়্যা রস বাইর কইরালাই৷
দোস্ত মাইয়্যার একটু দেমাগ বেশি৷
ওসব কিছু না পয়লা পয়লা নরম থায়৷
ঠিকি কইচছ দেখবি পরে লুজ হইয়্যা যাইব৷
বেটা এইডা ফোড খাওয়া মাল৷
সাই হোক জম্পেশ৷
ভাব জমাইতে পারলে মোজ করন যাইতো৷
প্রি পোর্ট প্রি পোর্ট নাইমা পরেন৷
ভাই সইরা খারান৷
এই রিকশা আগ্রাবাদ যাবি৷
যামু দুইশ টাকা দিয়েন৷
কি!
এই সিএনজি৷
তিনশ টাকার কমে যামু না স্যার৷
বাস আসছে,বাস আসছে৷
মহিলা গুলো নিল পুরুষ গুলোরে নিল না,দেখলে ছোট ভাই৷
উইঠেন না,উইঠেন না এটা রিজার্ভ৷
রিজার্ভের খেতারে পুরি,আইজকা যামুই৷
ভাই জান কোথায় যাবেন?
মুরাদপুর,আপনি?
আমি ওয়াসা যামু,টেনশন কইরেন না গাড়ি পাইয়্যা যাইবেন৷
গাড়িতো পাইতেছি কিন্তু বান্দর ঝুলার অবস্থা ও তো নাই৷
কি করবেন এইটা বাংলাদেশ৷
এই জন্যে এই অবস্থা৷
সবার একটা করে সাইকেল থাকলে হয়,আমি ওদিক থেকে এক বন্ধুর বাইকে করে আসলাম৷শশুর বাড়ি যাব৷
তাহলে তো ভাইয়ের হালুয়া টাইট৷
হ ভাই গার্মেন্টসত ছুটি অইয়্যে৷
তা ভাইয়ের বাচ্ছা কাচ্ছা৷
দাড়ি রাখছি বইলা বুড়ো লাগে,বিবি অনার্সে পড়ে৷বিয়ে করেছি দু বছর হয়,বাচ্ছা নি নাই৷আর আমি ও ওয়াসা মাদ্রাসায় পড়ি৷
না না বুড়ো হয়েছেন তা বলিনি,আসলে বিয়ের পরে সবাই বাচ্ছা বাচ্ছা করেতো চাইছ
তা ঠিক কিন্তু বৌ তো বাচ্ছা তৈরির মেশিন নয়,তার ও ইচ্ছে অনিচ্ছে আছে৷
বাহ আপনাকে দেখে হুজুরদের প্রতি ধারনাই বদলে গেল৷
কেন ভাই হুজুররা কি দোষ করলো৷
কি আর দোষ করবে৷
গাড়ি আসছে৷
বহরদার হাট ডাইরেক্ট বিশ টাকা,বিশ টাকা৷
মুরাদপুর৷
মামা বিশ টাকা৷
উইঠা পরেন রিয়াদ ভাই৷
হুজুর এইটা ধইরা খারান৷
কত মানুষ,আল্লারে৷
নাম্বারটা৷
জিরো ওয়ান৷
পোয়াসা আছে ওয়াসার৷
রিয়াদ ভাই ভাড়া দিয়ে দিছি৷
রাজিয়ুল হাসান ভাই আমি দিতাম৷
ভাই কিছু হবে না,আল্লাহ হাফেজ৷
বায়ে প্লাস্টিক৷ও শালি কি জিনিসরে৷
এই শুয়োরের বাচ্চা কি কইলি৷
মার হালার এজিস্টেইন্যারে৷
ঘরে মা বইন নাই৷
ভাই না বুইঝা মাইরেন না৷
ঠুস,ঠাস৷
আহ্হ কোর গেছে রে৷
সামনের মাই পোয়া গুলো কই তোর দোষ,মাইর খাইছত ভালা হইছে৷
দোষ আমারই আছিল,মাই পোয়া ইবাৱবেশি কথা কয়৷
আপা ভাড়া দেন৷
নাও৷
দশ টাকা কেন?
ভাড়া কত৷
ভাড়া কত জানিনা,বিশ টাকা কইরা৷
সব সময় আসি৷
এতকথার দরকার নাই মাইফো ইহাকে নাইমবার ন দিস৷
নামবার দিতি ন মানে৷
দিতাম ন৷
ভাই পনের টাকা আছে,পাঁচ টাকা কম রাখ৷
এত নাটক করলেন কেন?সোজা কথা কইলেই পারতেন৷তুই তোকারি করলেন কেন?বাড়িতে জামাইরেও লাগে তুই তোকারি করে৷
ভাই আপনার ভাড়া হুজুর দিয়ে দিছে না৷
নামাই দাও৷
অক্সিজেন,অক্সিজেন৷ভার্সিটি,ভার্সিটি৷
বিষয়: সাহিত্য
১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন