অবুঝ মনের কথা ১ম অংশ
লিখেছেন লিখেছেন জাতীয় আবাল ১৪ জানুয়ারি, ২০১৪, ১২:৩৫:২১ দুপুর
মাঝে মাঝে আমার কি যে হয় নিজেকে একটুও বুঝতে পারিনা৷যাচ্ছিলাম সেন্ট্রাল লাইবেরী মুরাদপুর আসার পর ইচ্ছে হল সী বীচে চলে যাই৷সাত পাঁচ না ভেবে দাঁড়িয়ে থাকা ১০নং গাড়িতে উঠে বসলাম৷বাইরে একটা মেয়ে দাঁড়িয়েছিল সেও সী বীচ যাবে কিন্তু কিভাবে যাবে৷হেল্পার মেয়েটাকে বলছে ১০নং গাড়িতে উঠে কাঠখড় যাবেন ওখান থেকে প্রিপোর্ট তারপর সী বীচ৷কত ঝামেলা বাবা আমসরকার আসার আগে ১০নং বাস সীবীচ পর্যন্ত যেত কিন্তু এরা আসার পর বাস মালিক সমিতি লীগ নেতারা টাকা খেয়ে ওই রুট অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে৷এখন শুধু শুক্রবারে ওই রুটে ১০ চলে৷খরচ ও কম নয় ২০টাকার ভাড়া ৩০টাকা আমসরকার জনগনকে আমসত্ব বানিয়ে খাচ্ছে৷শুনলাম এইবার সরকার যে ঐতিহাসিক ভাগ বাটোয়ারার নির্বাচন করেছে এর প্রতিবাদে দাতাগোষ্ঠী উন্নয়ন সহযোগীরা কোন রকম বিনিয়োগ করবে না উল্টো সম্পর্কচ্ছেদ করবে৷এরকম হলে চুয়াত্তরের মত দুর্ভিক্ষ হবে বেবাক জনগন মায়ের ভোগে যাবে৷দেশের যা হোক ওদের কিছু হবে না,লন্ডন হতে প্লেনে করে ওরা কাপড় ওয়াশ করে আনবে৷সেটা পরে দুর্ভিক্ষ অবলোকন করবে হেলিকপ্টার থেকে৷
মেয়েটি খুব রোমান্টিক ভাব নিয়ে আমার পাশে বসল৷হ্যালো জান আমি বাসে,তুমি কোথায়?যতটুকু বুঝলাম মেয়েটা এমন কারো সাথে দেখা করতে যাচ্ছে যাকে সে শত বছর ধরে চেনে অথচ কখনও দেখেনি সে অদৃশ্য ব্যাক্তিকে৷এও কেমন করে সম্ভব আশ্চর্য এই জগত মরিচীকার পিছে অবিরাম ছুটে চলা৷ভাবছিলাম অদৃশ্য সত্তার সঙ্গে যখন স্বাক্ষাত হবে তখনকার আর বর্তমান অনুভূতির মিল থাকবেতো৷কত সপ্ন কত আশা আর কত অপেক্ষার প্রহর পেরিয়ে ভোর হল তা তো শুধু এই ডানাহীন পাখিটি বলতে পারে৷এই যে ভাইয়্যা জানালাটা একটু লাগিয়ে দেবেন৷
হুহ কল্পনা রেখে বাস্তবে এলাম মানবীর ডাকে৷আপনি কোথায় যাচ্ছেন ভাইয়্যা?এইতো সী বীচ৷আমি ও যাচ্ছি ওখানে,আপনি একা৷হুমম একা৷কেউ আসবেনা৷
না কে আসবে৷কত আর বয়স মেয়েটার পনেরো বলে আমি একা কিনা,অদ্ভূত এই ধরনী আর এখানকার দুপা ওলা দানব গুলো৷
কাঠখড় নেমে মেয়েটিকে ১১নং বাসে তুলে দিয়ে আমি বাসের অপেক্ষা করছি৷যাক যত দ্রুত বাস্তবের সাথৈ মিলবে ততই মঙ্গল৷অনেক কষ্টে প্রিপোট আসলাম৷
গাড়ি পাচ্ছি না৷
পতেঙ্গা স্কুলের পরীক্ষা চলছে তাই৷মহিলা কলেজের সামনে ঊঠতি বয়সী চেংটা ছেলেরা আর তাদের সদ্য নামানো হুন্ডার ভীড় দেখলাম,সেই সাথে একটা পুলিশ জীপ৷
খিস্তি চলছে সমানে দোস্ত কি গরম মা*,চরম *ট৷ওইটার ★ক দেখ আহা কি নরম *ছা৷কি সুন্দর পেট ওরে চুলের বাহার দেখ৷
বিষয়: সাহিত্য
১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন