গোপালি এবং গোলাপী বিশ্লেষণ ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২২ মার্চ, ২০১৪, ১১:৪২:৩২ রাত
কাওকে গোপালি বলা কোনো অন্যায় নয়, যদি সে গোপালগঞ্জের অদিবাসী হয়ে থাকে ৷ এইটা অন্যদের বলায়ও হয়ে থাকে, যেমন কোনো লোক যদি সিলেট জেলার অদিবাসী হয় তাহলে তাকে সিলেটি বলা হয়, বা কেউ যদি চট্টগ্রামের অদিবাসী তাহলে তাকে বলা হয় চাটগামী ৷ প্রতিটা জেলার মানুষকেই তার জেলার সাথে মিলিয়ে এমন কোননা কোনো নাম ডাকা যেতে পারে ৷ এটা তো অন্যয় নয়-ই বরং অনেক সময় গর্বের বিষয় হয়, যেমন আমাকে কেউ চাটগামী কিংবা ইসলামাবাদী বললে আমার ভলোই লাগে ৷
অন্যদিকে কারো নাম গোলাপী না হবার পরেও তাকে গোলাপী বলাটা একটা চরম অন্যায় কাজ ৷ কারন গোলাপী একটা সেনসিটিভ শব্দ, এটা অনেক মানুষের নাম হলেও সাধারনত এটা তিরস্কারের জন্য ব্যবহার হয় ৷ কোনো ভদ্র ঘরের মেয়েকে যদি গোলাপী বলে ডাক দেয়া হয় তাহলে তার প্রতিক্রিয়া দেখেই বুজা যাবে এই শব্দটা অনেক ক্ষেত্রে কতটা অশ্লীল ৷
সাধারনত এই শব্দটা বেশি ব্যবহার করে বখাটে, মাস্তান, ইভটিজার, কিংবা পতিতালয়ে যাতায়াতকারী লোকেরা, তারা সামনে কোনো সুন্দরী মেয়ে মানুষ দেখলেই বলে এই গোলাপী !! কিংবা কোনো সুন্দরী মহিলাকে বাসে কিংবা ট্রেনে উঠতে দেখলে বলে উঠে গোলাপী এখন ট্রেনে কিংবা গিলাপি এখন বাসে ৷
আপনারা বলতে পারেন হাসিনার মধ্যে তো এইসব দোষ থাকার কথা না ! তার পরেও হাসিনা কেন এমন অশ্লীল বেহায়া কথা বলেন ! আমার মনে হয় হাসিনার আসে-পাসে থাকা লোকদের কারনেই হাসিনার মধ্যে এমন স্বভাব প্রতিপলিত হচ্ছে, কথায় আছে না সঙ্গ দোষে লোহাও জলে ভাসে ৷
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন