মুফতি ইজহারকে ২৫ তারিখ আদালতে হাজির হতে নির্দেশ !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০২ মার্চ, ২০১৪, ০৮:৪১:৫৭ রাত
লালখান বাজার মাদরাসায় কথিত বোমা নাটকের মামলায় মুফতি ইজহার এবং হারুন ইজহারের বিরদ্ধে অভিযোগ গ্রহন করেছে আদালত !!
আগামী ২৫ তারিখ মুফতি ইজহার সাহেবকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত !!
হাসিনা প্রমান করতে চাইছে মাদ্রাসায় সেদিন বোমা ছিল !! তাই সে একটা ইউপিএস বিস্ফোরণের ঘটনাকে গ্রেনেড বিস্ফোরণ বলে চালিয়ে দিচ্ছে !!! হাসিনা ভাবছে কোনো রকমে যদি গ্রেনেডের বিষয়টা প্রমান করা যায়, তাহলে যে করেই হোক প্রমান করা হবে প্রতিটি কওমী মাদ্রাসায় বোমা বানানো হয় !!!
শুধু লালখান বাজার মাদ্রাসার খাতিরে নয় বরং সমস্ত কওমী মাদ্রাসা তথা মুসলিম উম্মার মূল চেতনার খাতিরে আমাদেরকে একতাবদ্ধ হয়ে হাসিনার এহেন কুকর্মের প্রতিবাদ করতে হবে ৷ না হয় বভিষ্যতে আমাদের সকলকে এর মাসুল দিতে হবে, এবং তা হবে অনেক বড় পরিসরে ৷ তাই বৃহত্তর সার্থে আমাদের এখনই তীব্র প্রতিবাদ করা দরকার ৷
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন