জিএমবির ৩ সদস্য ছিনিয়ে নেয়ার ঘঠনা, এবং কিছু অতি গুরুত্বপূর্ন প্রশ্ন !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৪:১২ সন্ধ্যা



৩ জন জিএমবি সদস্যকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে ময়মনসিং কারাগারে নেয়ার পথে ত্রিশালে তাদের ছিনিয়ে নেই অন্য জিএমবি সদস্যরা ৷

আমাদের প্রথম প্রশ্ন: তাদেরকে কি কারনে কাসিমপুর কারাগার থেকে ময়মনসিং কারাগারে নেয়া হচ্ছিল ?? আমাদের জানা মতে এমন গুরুত্যপুর্ন আসামীদের এইভাবে কারাগার পরিবর্তনের কোনো আইনগত ভিত্তি নেই, হ্যা কিছু কারন আছে যেগুলা দেখিয়ে নেয়া যেতে পারে, কিন্তু তেমন কিছুই এই ক্ষেত্রে ঘটেনি ৷

দ্বিতীয় প্রশ্ন: ৩ জন ফাঁসির আসামিকে মাত্র ৪ জন পুলিশ দিয়ে শত মেইল দূরে পাঠানো হলো কেন ? এই আসামী গুলা কোনো সাধারন আসামী নয় ! এরা জঙ্গি কমান্ডো !! এরা তো ৪ জন পুলিশকে নিজেরাই উড়িয়ে দিতে পারার কথা !! তার পরেও মাত্র ৪ জন পুলিশ দিয়ে কেন তাদের পাঠানো হলো !!!

তৃতীয় প্রশ্ন: তাদের যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে ধরে কেন ক্রসফায়ারে দেয়া হলো !! তাদের কাছ থেকে তো গুরুত্বপূর্ন তথ্য পাওয়া সম্ভব হতো !! জঙ্গিবাদ আসলেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা পরিষ্কার হতো ৷ কিন্তু সেকার কেন তাদের্মেরে ফেলার পথে অগ্রসর হলো !!

এইসব কথার উত্তর আজ জনগন জানতে চাইছে, জনগনকে জানানোর দরকার এই সব প্রশ্নের জবাব ৷

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182089
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
সজল আহমেদ লিখেছেন : ভাই ঠিকই বলছেন।আমরা জানতে চাই আজ এসব প্রশ্নের উত্তর!
182098
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া অপেক্ষা করেন আরো নাটক দেখবেন
182104
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : সবই নাটক!!!!!
182130
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : বেশি কথা কইয়েন না বেশি কথা কইলে কিন্তু ফাসি দিয়া দিমু মাগার!
182144
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
মারজান বিন ছনা লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া অপেক্ষা করেন আরো নাটক দেখবেন
182151
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
সবুজেরসিড়ি লিখেছেন : এই সবই নাটক আমারা জনগন এই গুলা এখন বুঝি . . . সময় হলে সব উত্তর দেওয়া হবে . . .
182219
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৫
প্রবাসী মজুমদার লিখেছেন : লজ্জাহীন আওয়ামী সরকারের নোংরামীর দেয়াল এত লম্বা যে এখন এ নিয়ে ভাবকে বিবেকে বাধে। আর আমরাও এত ধে্য্যর পরিচয় দিয়েছি যে, এখন যেন চেতনার কোন বোধোদয় নেই।

কিছ বলার নেই। পড়ে পুরোনো ব্যথার রিহার্সাল হল। ধন্যবাদ।
182491
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
হতভাগা লিখেছেন : কবি কবিতা লিখেই যাবেন , কোন প্রশ্ন নয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File