ভারতীয়দের মতে আমরা তাদের করুনার পাত্র !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৮:০৬ সন্ধ্যা

তারা ১৯৭১ সালে যুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ এনে দিয়েছে !! তাদের মতে ১৯৭১ সালে আমরা বাংলাদেশীরা কিছুই করিনি !! মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই হয়নি !!! আমাদের লক্ষ লক্ষ ভাইয়ের রক্ত তাদের কাছে কোনো রক্তই মনে হয়নি !! আমাদের লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোটা তাদের কাছে কিছু মনে হয়নি !!

ভারতীয়দের ধারনা ১৯৭১ সালে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে সেই যুদ্ধে তারা বিজয় হয়েছে, তার ফলে বাংলাদেশ নামক নতুন একটি দেশের আবির্ভাব ঘটেছে !!

এটাই হলো আমাদের পরম বন্ধু (!) দেশ ভারতের দৃষ্টি ভঙ্গি !! বিশ্বের কোনো দেশ এবং কি পাকিস্তানও এমন উদ্ধত্তপুর্ন মনভাব দেখানোর সাহস পায়নি, কিন্তু আমাদের এই কথিত বন্ধু এভাবেই আমাদের মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতার সংগ্রামকে, আমাদের জাতিসত্তাকে অপমান করেছে ৷

এতসব কিছু দেখার পরেও আমাদের দেশের কথিত স্বাধীনতার চেতনা ধারীরা মুখে লাগাম দিয়ে বসে আছে বসে থাকাটাও অস্বাভাবিক কিছু নয়, কারন কথায় আছে না "যার নুন খায় তার গুন গাইতে হয়" আমাদের দেশের বর্তমান সরকার প্রধান ভারতের নুন খেয়ে ভারতের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তাই তিনি ভারতের এহেন কুকর্মের প্রতিবাদ করবেন তা কল্পনা করাটাও চরম অন্যায় ৷

এইজন্যেই আমাদের দেশের সম্মান রক্ষার্থে আমাদের মুক্তিযুদ্ধের সম্মান রক্ষার্তে আমাদেরকেই এগিয়ে আসতে হবে ৷

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181359
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের সরকার নিরবে তা মেনে নিয়েছে তার মানে ভারত যাহা বলেছে সঠিক বলেছে
181386
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
বিন হারুন লিখেছেন : আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় দাতা হচ্ছে ভারত, তাই ক্ষমতাসীন সন্ত্রাসীগুলো ভারতের বিরুদ্ধে কিছু বলে না. অনেক ভাল লাগল.
181391
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
সজল আহমেদ লিখেছেন : শাহীন ভাই ও হারুন ভাইর সাথে একমত
181463
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন : ৭১ এ ভারত পাকিস্তানকে আত্মসমর্পন করাতে না পারলে আজকে বাংলাদেশকে স্বাধীন হওয়া লাগতো না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File