ভাষার মাসে এক ভাষা সৈনিক কারাগারে !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০০:৫৩ বিকাল
অধ্যপক গোলাম আজম, নামটি শুনার সাথে সাথে অনেকে তার সাথে 'রাজাকার' শব্দটা যোগ করে দেন, তবে তিনি হয়তো জানেন না এই নামটার সাথে 'ভাষা সৈনিক' নামক উপাধিটাও যুক্ত আছে ৷
জামাতার সাবেক আমির অধ্যপক গোলাম আজম সাহেব একজন ভাষা সৈনিক, তিনি ১৯৫২ ভাষার জন্য আন্দলন করেছেন ৷ ৭১ সালে গোলাম আজম আমাদের মুক্তিযুদ্ধকে 'রাজনৈতিক' ভাবে বিরোধিতা করেছেন, তেমন রাজনৈতিক বিরোধিতা অনেকেই করেছিলেন ৷ আমার মতে রাজনৈতিক বিরোধিতা কোনো অপরাধ নয়, হ্যাঁ কেউ যদি মানবতা বিরোধী অপরাধ করে থাকে তার বিচার হোক সেটা আমিও চাই ৷
যাক সে কথা; একজন ভাষা সৈনিককে ভাষার মাসে এভাবে জেলে পুরে রাখাটাও এক প্রকার মানবতা বিরোধী অপরাধ এবং বাংলা ভাষাকে অবজ্ঞা করার সামিল ৷ ভাষার মাসে আমি এই ভাষা সৈনিকের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, হায়াত না থাকলে উত্তম মৃত্যু দান করেন এবং তার জান্নাতের রাস্তা সহজ করে দেন ৷
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোন কারণ ছিল না যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম
খোদার আইন সে চায় দুনিয়ায়
কেমুন কথা কও দেহি ভাই!
আমেরিকা নয় জাপানও নয়
আনকোরা আইন এই দেশে সয়?
গরীব দেশের আমরা মানুষ
কেনরে বাপ রঙিন ফানুস?
ভিখ্ মেগে খাই এটো ঝুটা
হাড় ও হাড্ডি কাটাকুটা
কুত্তার পেটে ঘি কি আর সয়?
খোদার আইন সে ভাল নিশ্চয়!
তার সে কদর আমরা কি আর
দিতে পারি- বলো না ছার!
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম
খোদার আইন সে চায় দুনিয়ায়
চায়না শুধু- দলও বানায়
।
ডাকাতের নয় চোরেরও নয়
গুন্ডা এবং ইতরের নয়
লোক গুলো সব সোনার মানুষ
তাই দেখে কার বল থাকে হুশ?
দলটা আবার ভীষণ গোড়া
আমরা যারা বর্ণচোরা
ভালও চাই মন্দও চাই
ভালমন্দে দেশটা চালাই
বাঁচার জন ̈ খাই দুটো ঘুষ
তারা কিন্তু নয় সে মানুষ।
দুই ফেরেশতা হিসাবে লেখে
কেউ না আল্লাহ দেখে
সকল কামের হিসাব নাকি
লাগবে দেয়া এবং ফাঁকি-
চলবেনা আর ভয়ে মরে
তাই আসে না পাপের ঘরে
টুপী পরে, রাখে দাড়ি
আমরা কি আর ওসব পারি?
গালাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম
লোকটা খাটি- সত্যবাদি
এমনি কি আর হইছি বাদী?
কথায় কাজে দুই করেনা
বুঝলে মানুষ কওতো সোনা!
আমরা যারা দুমুখো সাপ
তাদের গতি কি হবে বাপ?
গালাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম
টোপ দিলে সে টোপ গেলে না
খেল দিলে সে খেল খেলে না।
ঘুষ দিলে সে ঘুষ ধরেনা
ফাঁদ পাতলে তাও পড়েনা।
লোভ দেখালে জিভ খোলে না।
সোহাগ দিলে তাও গলে না।
ভয় দেখালে গাও করে না।
ধমক দিলে রাও করে না।
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম
লোকটা খুনী প্রমাণও চাই?
প্রমাণ কিছু জানি না ভাই।
সবাই বলে তুমিও বল
তাহলেই সে খুনীও হল।
না হয় মানি খুন করে নাই
খুনী হতে দোষটা কোথায়?
প্রমান থাকলে কোর্টেই যেতাম
কেসতো একটা ঠুকেই দিতাম
পাইনি প্রমাণ যাইনি কোর্টে
বললাম খুনি গেল রটে।
আরে ভায়া- অইতো হলো
দেশটাতো ঠিক গরম হলো।
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম
কি বললে? ক্ষেপছি কেনো?
কানে কানে বলছি শোনো।
লোকের কাছে বলো না ভাই
ও লোক থাকলে আমরা কোথায়?
আমরা কি তার পায়ের সমান?
কত্তো বড়ো নেতা মহান!
এই দেশে নয় দুনিয়া জোড়া
পায় সে আদর ফুলের তোড়া
সেই কিনা আজ আমীর হলো
কেমনে তারে ঠেকাই বলো?
সূর্য উঠলে চাঁদের কি দাম
কোথায় থাকবে আমাদের নাম?
ভাওতাবাজীর রাজনীতি আর
চলবে না তা- বলছি কি আর!
আমরা তখন কোথায় যাবো?
বসে বসে আঙুল খাবো?
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
যতই বলি বাড়িস্নে আর
সে সব কথার কে ধারে ধার।
দিনকে দিন হয় শক্তিশালী
গায় মাখে না মুখের গালি
তাই বসালাম গণবিচার
ফাঁসির হুকুম করগে প্রচার।
বিশ বছর পর আজকে কেনো?
এসব কথা তুলছি শোনো-
মোল্লা বাড়ী লাগলে আগুন
দু বস্তা ধান এক পোয়া নুন
-
সরানটা হয় সরল সোজা
কেউ ধরে না মাথার বোঝা।
ফি বছর চাই চৈতি আগুন
হোক না তাতে দু’ দশটা খুন।
ব্যপারটা ঠিক ওরকম ভাই
বিশ বছরে খেল শুরু চাই
বাইশ বছরে সেমি ফাইনাল
চব্বিশে হয় দেশ লালে লাল।
এ ব্যবসা ভাই নতুন তো নয়
খেটে খুটে চালাতেই হয়।
বঙ্গভূমির আওয়াজ কি হায়
এমনি ওঠে- বুঝো না ভাই।
-
আচ্ছা দাদা, লোকটা তবে
খুন না করের খুনী হবে?
-কেন্ হবে না, জরুর হবে
ফেল মেরেছি আমরা কবে।
আমরা আবার পারি না কি?
কাঁদাজলকে বানাইনি ঘি?
মেজর জলিল- সেও রাজাকার
হয়নি বলো, তবে কি আর
ইচ্ছে করলে সবই পারি
ঘোড়ার আগে চালাই গাড়ি।
আরেক কথা এ লোকতো ছাই
জাত বিদেশী, জানে না ভাই?
বাড়ী যে তার-নবীনগর!
জনম-যে তার- ঢাকা শহর!
সরকারে সে টেকসোও দেয়!
বিজলী বাতি গ্যাস বিলও দেয়!
দিতে পারে- কি জানি ভাই
ও নিয়ে কি মাথা ঘামাই?
তবু এ লোক নয় নাগরিক
বাংলাদেশের একথা ঠিক।
-কিন্তু দাদা একটা জিনিস
হিসাব ছাড়া ব্যবসা ফিনিশ।
দেশের মানুষ ওদের পক্ষে
ভিড়ছে দেখে ভয় এ বক্ষে।
গ্রীষ্ম শেষে বর্ষা যেমন
রাতের পরে দিনটা তেমন
নদীর বুকে জোয়ার ভাটা
যায় কিনা ভয় এ ব্যবসাটা।
ইতিহাসের চাকা ঘোরে
আজ নীচে যে কাল উপরে।
তাইতো বলি হেসেব কষো
লাফ দিয়ো না একটু রসো।
কী যে বলো হেসেই মরি
ব্যবসা কি আজ নতুন করি?
বিশ্ব জোড়া মৌলবাদের
দিচ্ছি কবর আমরা যাদের
তাদের আবার ভয় কি বলো?
জোর কদমে সামনে চলো।
আলজেরিয়ায় ঘটলো কি শেষ
মৌলবাদের হয়নি কি শেষ?
বার্মা থেকে মোল্লাদেরে
তাড়ায়নি কি বেদম মেরে?
কাশ্মিরে কি খাচ্ছে না মার?
তাহলে কও ভয় কি তোমার?
ভয়টা তোমার নেহাত্ই ভুল
জানতে যদি কোথায় এর মূল
দেখতে তবে তোমার সাহস
উঠতো বেড়ে ফসফসাফস।
আজ তোমাকে খুলেই বলি
নিজের জোরে ভাবছো চলি?
মৌলবাদের কবর দিতে
বুশ বেঁধেছে মাথার ফিতে।
সমাজতন্ত্রের সাথে যে তার
নেই সে বিভেদ লড়াইটা আর।
মুসলমানদের আশু পতন
তাইতো তাহার লক্ষ ̈ এখন।
তাই সি আই এ জগত জোড়া
ছুটছে যেন পাগলা ঘোড়া।
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
কিন্তু দাদা পরের পায়ে
যায় কি হাঁটা ডাইনে বায়ে?
-
কী যে বলো নেশার ঘোরে
ষাঁড়তো কুদে খুঁটির জোরে।
তাই ধরেছি শক্ত খুঁটি
চালবো এবার দাবার ̧গুটি।
সবই হবে বুশের চালে
নৌকা বাবো হাওয়ার তালে।
দেখনি কি ইরাক ইরান
দু’দেশ হল আপসে বিরান?
বুশের ছায়ায় ইরাক বাসী
লড়লো যেন জোয়ান খাসী।
দু দিন বাদে কিন্তু দাদা
ইরাক বাসী হয়নি গাধা?
সাদ্দাম ও বুশ দুই শিবিরে
হয়নি লড়াই সুয়েজ তীরে?
ভ্রাতৃঘাতী যুদ্ধ ওরা
এমনি চালায় বিশ্ব জোড়া।
কেউ বুঝে না বুশের খেলা
তাই সবে হয় তারই চেলা।
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
মরছে মরুক কাশ্মিরী সব
রোহিঙ্গারা হোক না নিরব।
তিনবিঘা নিক শক্তি যাদের
ফারাক্কা বাঁধ থাক না ওদের।
ওসব দেখার তোমরা কারা?
পাখ্ গজালে পড়বে মারা।
মুরুব্বীদের হুকুম কড়া
চাল যেন না পড়ে ধরা।
তাদের শুধু একটা দাবী
খাবি-দাবি কীর্তণ গাবি।
আমরা কোথাও নজর দিলে
বাহবা দিবি তালে তালে।
তাই ওসবে চাই না কারো
উথলে উঠুক দরদ আরো।
কত ধানে হয় কত চাল
তাই দেখাতে চালছি এ চাল।
ভাইয়ের জন্য কাঁদার সে মন
কোথায় পাব কও বাছাধন?
দিলাম এমন আগুন জ্বেলে
দৌড় লাগাবে সকল ফেলে।
আপন পরাণ বাঁচাও চাচা
বলবে কিনা কওতো হাচাঁ?
এ সুযোগে প্রভুরা কাজ
সারতে পারবে কও কিনা আজ?
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
সময় সুযোগ ঢের দিয়েছি
মাথায় তোলা- তাও তুলেছি।
প্রেসিডেন্টের ইলেকশানে
যাইনি কি সব তার ওখানে?
লোকটা যদি ছাড়তো কোরান
ছাড়তো খোদার দ্বীন ও ঈমান
ইসলাম ইসলাম ছাড়তো যদি
নেতা মানতাম- দিতাম গদি।
কি বললে! হয় না একীন?
কেন এমন নাই কোন চিন?
শাহ আজিজকে দেইনি গদি?
পন্নী কি নেই আজ অবধি?
দেশের প্রধান নয় রাজাকার?
তাহলে কও- মি্থ্যা এবার?
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
তার নেতৃত্বে আমরা সবাই
করিনি কি ভাষার লড়াই?
পিডিএম- এ হয়নি নেতা
দুঃসাহসী দৃঢ়চেতা?
আজকে ওসব করলে ̄স্মরণ
আনবো ডেকে নিজের মরণ।
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
সমাজবাদের সে বড় যম
পুঁজিবাদের সে বড় যম।
থাকলে পরে গোলাম আযম
ইহুদীর ভাত হয় না হজম।
বাম বাবুদের সে বড় যম
রাম বাবুদের সে বড় যম।
থাকলে পরে গোলাম আযম
কুচক্রীদের খেল যে খতম
আগ্রাসীদের শত্রু পরম
তাই তাড়াবো গোলাম আযম।
করবো নিকেশ গোলাম আযম
মৌলবাদী করবো খতম।
শপথ নিলাম আজমে চরম
আমরা তো আর নইরে অধম।
গোলাম আযম গোলাম আযম
তার অপরাধ নয় কিছু কম।
খোদার আইন সে চায় দুনিয়ায়
চায় না শুধু - দলও বানায়।
ডাকাতের নয় চোরেরও নয়̧
গুন্ডা এবং ইতরের নয়
তার অপরাধ তাই ক্ষমাহীন
চাই না সুরুজ সোনালী দিন।
মন্তব্য করতে লগইন করুন