আল কায়দার কথিত “ভিডিও বার্তা”, বাঁশেরকেল্লার কথিত “এডমিন” গেপ্তার ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৬:৫৪ সন্ধ্যা
আমেরিকা থেকে ভিডিও ছাড়ল আটক হলো টাঙ্গাইলে !!! আমি আমার জীবনে একাধিকবার টাঙ্গাইলে গিয়েছি, কিন্তু সেখানে যেতে আমার প্লেনে উঠতে হয়নি !! আমি গাড়িতে করেই টাঙ্গাইল গিয়েছিলাম ৷ আমার কাছে মনে হয়ে ছিল এইটা ঢাকার পাশের জেলা, কিন্তু এখন দেখছি টাঙ্গাইল হলো আমেরিকার একটা অঙ্গরাজ্য !! আমার কিছু মাথায় ধরছেনা, আপনাদের মাথায় ধরলে জানাবেন ৷
যে ছেলেটাকে ধরা হলো সে নাকি ভিডিও টি ছড়িয়েছে ! কিন্তু আমি দেখলাম এইটা ছড়িয়েছে এক কুত্তার টিভি (৭১ টিভি) আর এবেলেতা ছড়ালেও কয়জনের কাছে ছড়াতে পারবে ? বড় জোর কযেক হাজার মানুষের কাছে !! কিন্তু এক কুত্তার টিভি (৭১ টিভি) তো সারা দেশের কোটি কোটি মানুষের কাছে তা ছড়িয়েছে, মোজা বাবুকেই না আগে ধরার দরকার ৷
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে সে নাকি বাঁশেরকেল্লার এডমিন !! কিন্তু আমি যেটুকু জানি বাঁশেরকেল্লার বেশিরভাগ এডমিন দেশের বাহিরে থাকে, তাহলে এ কিভাবে এডমিন হলো ! আর যদি সত্যি সে বাঁশেরকেল্লার এডমিন হয়ে থাকে তাহলে তাকে এতদিন কেন গ্রেপ্তার করা হলনা ??! বাঁশেরকেল্লার অদ্মিন্দের গ্রেপ্তারের জন্য তো সরকার এখন থেকে চেষ্টা করছেনা !!
আসলে সরকার জনগনের আই-ওয়াশ করতেই এইসব নাটক করছে, ভিডিও টি তৈরী হয়েছেও আমেরিকায় ছাড়া হয়েছেও আমেরিকা থেকে, আর আমেরিকায় আমাদের 'রাজকুমার' থাকেন সেটা সবারই জানা ৷ মহারানী এখন রাজকুমারকে বাচাতেই এইসব নাটক মঞ্চস্থ করছেন ৷
এই নাটকের বলি আমি আপনিও হতে পারি !! তাই খুব সাবধান....
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন