আল কায়দা নয় এই ভিডিও তৈরী করেছে (BAL) বাল কায়দা !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৮:৪২ সকাল



জাওয়াহেরির কথিত ভিডিও বার্তাকে ঘিরে বাংলাদেশের মিডিয়া গুলি তোলপাড় শুরু করেছে, বিশেষ করে আওয়ামী দালাল এক কুত্তার টিভি (৭১টিভি) তো এটাকে হেফাজতের সাথে গুলিয়ে একাকার করে ফেলেছে !! যদিও এইটাকে আল কায়দার ভিডিও বার্তা বলা হয়ে থাকে মূলত তা বাল কায়দা মানে বাংলাদেশ ওয়ায়ামি লিগ (BAL) কায়দার তৈরী একটা ফ্যাক ভিডিও ৷

নাটকীয় নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়ে আওয়ামী সরকার বৈধতার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু হাজার চেষ্টা সত্যেও দাদার বাড়ি ইন্ডিয়া ছাড়া উল্লেখ যুগ্য ভাবে আর কারোরই সমর্থন পাওয়া সম্ভব হয়নি ৷ বরং আমেরিকা ব্রিটেন সহ বেশিরভাগ দেশ এই সরকারের বৈধতা না দিয়ে দ্রুত নির্বাচন দিতে তাগিত দিচ্ছে ৷ এর ধারাবাহিকতায় গতকয়েকদিন আগে আমেরিকার সিনেটে বাংলাদেশ বিষয় এক শুনানি হয়, সেই শুনানিতেও দ্রুত নির্বাচনের তাগিত আসে ৷

এই অবস্থায় সরকার বিশ্ববাসী ও বাংলাদেশের জনগনের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এক অভিনব কৌশল অবলম্বন করে !! কৌশলটা হলো জাওয়াহেরির নাম দিয়ে একটি ভিডিও বার্তা তৈরী করে সেটাকে আবার মিডিয়ায় প্রচার করে বাংলাদেশের সাধারন জনগন ও বিশ্ববাসীর নজর অন্য দিকে ফেরানোর চেষ্টা করা ৷

সেই লক্ষেই 'র' এর এজেন্ট দ্বারা পরিচালিত বাংলামেইল২৪ ডট কম কে দিয়ে প্রথমে তা প্রচার করা হয়, এর পর 'র' এর বাংলাদেশী অন্যতম প্রধান এজেন্ট মোজা বাবুর (মুজাম্মেল বাবুর) এক কুত্তার টিভি (৭১টিভি) কে দিয়ে তা ভালো ভাবে ছাড়ানোর ব্যবস্থা করা হয় ৷

তারপর একে একে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী, পররাষ্ট্রপ্রতিমন্ত্রীসহ আওয়ামীলীগের প্রায় সব নেতাই এই বিষয় বক্তব্য দেন, এবং প্রতিটা বক্তব্যেই এর দায়ভার হেফাজত-বিএনপি জামাতের উপর চাপানো হয়, সব শেষ সংসদেও এই বিষয় বক্তব্যের প্রতিযোগিতা করা হয় ৷

সরকার ভাবছে এই ভিডিওকে মাধ্যম বানিয়ে এর উপর বক্তব্যের প্রতিযোগিতা করে বিদেশীদের নজর কাড়তে পারবে, এবং এই সুযোগে আমেরিকা-ইউরোপের সমর্থনও পাওয়া যাবে ৷ করন তালেবান প্রধান আল জাঅয়াহেরী সমন্ধে আমেরিকার চুলকানি আছে ৷ এখন দেখা যাক কি হয়, হাসিনা সরকার তার প্লানে সফল হয় কিনা ৷

বিষয়: বিবিধ

১৮৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178386
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
বেআক্কেল লিখেছেন : কি কথা হুনাইলেন (BAL) বাল কায়দা!!!
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৮
131589
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আরো অনেক কিছু দেখাইবো... অপেক্ষা করেন ৷
178392
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
রক্তলাল লিখেছেন : এমেরিকা এত ভোদাই না। বিন-লাদের তাদেরই খোকা ছিল।

এসব চাল চাতুর্য্যের ওস্তাদ তারা।

হাসিনা বাংলাদেশে কিছু ভারতীয় সেনা রিজার্ভ রাখার জন্যই এটা করছে যেন বাংলাদেশ সেনাবাহিনীর কেউ ক্যু করার সাহস না পায়।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
131586
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : সম্ভবত এটাই হাসিনার উদ্দেশ্য ৷
178536
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বালেরা এত অপপ্রচার করে কেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File