বাবা ভালো রাজনীতিবিদ হলেই যে সন্তানকে ভালো রাজনীতিবিদ হতে হবে এমনটা ভাবা ভুল, যার উজ্জল প্রমান ভারতের গান্ধী পরিবার ৷ সা ই য়ে দ মা হ ফু জ খ ন্দ কা র

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫১:৫০ সকাল

মোহন লাল করম চাঁদ গান্ধী যিনি ভারতের জাতির পিতা, ভারতীয়রা তাকে দেবতার চেয়েও বেশি সম্মান করে, তাকে ভারতের লোকেরা 'বাপু' বলে ডাকে ৷ মহাত্মা গান্ধীকে বিশ্ব সেরা রাজনীতিবিদও বলা হয় ! কিন্তু অবাক করা বিষয় হলো তার পরিবারের কেউই বর্তমানে রাজনীতির সাথে যুক্ত নেই ৷ গান্ধীর বড় ছেলে হীরালাল গান্ধী ছিল খারাপ স্বভাবের লোক, সে বাবার নাম বিক্রি করে মানুষকে ঠকাত, হীরালাল নেশাখোর ছিল, সাথে পতিতালেও যাওয়া আসা করত ৷ হীরালাল একাদিকবার অপরাধের কারনে জেল খেটেছিল, মৃত্যর আগে হীরালাল রাস্তার টোকাই বনে গিয়েছিল, তার মৃত্যু হয় অনেক করুন ভাবে অসুস্থ হয়ে রাস্তায় পরে থাকা অবস্থায় তাকে হাসপাতালে নেতা হয়, হাসপাতালে তার বাবার বাম জিজ্ঞেস করলে সে মহাত্মা গান্ধীর কথা বলে, কিন্তু হাসপাতালের কেউ তা বিশ্বাস করেনা, সবাই ভাবে সে আবেগ থেকে এমন বলছে ৷ পরিশেষ অনেকটা বিনা চিকিত্সায় ১৯৪৮ সালের ১৮'ই জুন হীরালাল গান্ধী মারা যায় ৷

গান্ধীর দ্বিতীয় পুত্র মনিলাল গান্ধী ১৯৫৬ সালের এপ্রিলে মারা যায়, তৃতীয় পুত্র রামদাস গান্ধী মারা যায় ১৯৬৯ সালে, আর সবচেয়ে ছোট ছেলে দেবদাস গান্ধী ১৯৫৭ সালের মারা গেছে ৷

গান্ধীর নাতি নাতনিরা তেমন একটা রাজনীতির সাথে নেই ৷

অন্যদিকে গান্ধীর নাম ব্যবহার করে নেহরু পরিবার ভারতীয় রাজনীতি কন্ট্রোল করছে ৷ ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহুরুর মেয়ে, ও মতিলাল নেহুরুর নাতনি ৷ ইন্দিরা লন্ডনে থাকা অবস্থায় ফিরোজের সাথে প্রেমে জড়িয়ে পরে, কিন্তু তারা বিয়ে করতে চাইলে নেহুরু পরিবার তাতে বাধা দেয়, কারন ফিরোজ অন্য ধর্মের লোক ৷ শেষ পর্যন্ত এর সমাধানের জন্য মহাত্মা গান্ধীর নিকট গেলে গান্ধী ফিরোজকে নিজের সন্তান বানিয়ে নেন, নাম রাখেন ফিরোজ গান্ধী ৷ তারপর ইন্দিরার সাথে ফিরোজের বিয়ে হয় ৷ সেই থেকেই এই গান্ধী পরিবারের যাত্রা শুরু ৷

ইন্দিরা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের মধ্যে সবচেয়ে সম্মানিত নারী হলো ইন্দিরা গান্ধী ৷ শিখদের স্বর্ন মন্ধিরে হামলার কারনে তাকে তার শিখদেহরক্ষী গুলি করে হত্যা করে ৷

ফিরোজ-ইন্দিরার দুই ছেলে রাজীব ও সঞ্জয়, সঞ্জয় এক প্লেন দুর্ঘটনায় মারা যায় ৷ সঞ্জয়ের স্ত্রী মেনেকা গান্ধী ও ছেলে বরুন গান্ধী উভয়েই এখন বিজেপির কেন্দ্রীয় নেতা ৷ ইন্দিরার ছোট ছেলে রাজীব গান্ধী মায়ের মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন, পরে তাকেও হত্যা করা হয় ৷ রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী এখন ভারতের কর্তি আর ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াংকা বভিষ্যতে ভারতের কর্ণধার ৷

মহাত্মা গান্ধীর পরিবার থেকে স্পস্ট বুজা যায় একজন রাজনীতিবিদের সন্তান সবসময় রাজনীতিবিদ হবে এমনটা ঠিক নয় ৷

আর কেউ যদি নিজে রাজনীতিবিদ না হয়েও পৈত্রিক সুত্রে রাজনীতিবিদ হতে চান তবে তা হয়ে যায় বিপদজনক, যেমন হাসিনার বিষয়টা, নিজে রাজনীতি না বুজেও বাবার উত্তরাধিকার সুত্রে রাজনীতি করতে গিয়ে এখন দেশটাকেই বিদের মুখে ফেলে দিয়েছে ৷

বিষয়: বিবিধ

১৫৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177749
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
আহমদ মুসা লিখেছেন : কেউ যদি নিজে রাজনীতিবিদ না হয়েও পৈত্রিক সুত্রে রাজনীতিবিদ হতে চান তবে তা হয়ে যায় বিপদজনক, যেমন হাসিনার বিষয়টা, নিজে রাজনীতি না বুজেও বাবার উত্তরাধিকার সুত্রে রাজনীতি করতে গিয়ে এখন দেশটাকেই বিদের মুখে ফেলে দিয়েছে ৷
যথার্থ উক্তি। বর্তমানে আওমী লীগ নেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়'য়ের সামান্যতমও কোন যোগ্যতা পরিলক্ষিত হয় না রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
131593
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ধন্যবাদ
177819
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : খুব ভালো লাগলো
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
131594
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ধন্যবাদ
177845
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
আবু আশফাক লিখেছেন : গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
131595
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ধন্যবাদ
177969
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : যাই বলেন পীরের ছেলেও পীর হয়ে যায়, যোগ্যতা লাগেনা৷ এ গুলো পরিবার তন্ত্র৷
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
131596
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : হেফাজতের ক্ষেত্রে এমন হবে তা কল্পনাও করা অন্যায় ৷ শাহ আহমদ শফি সাহেব কোনো পারের সন্তান ছিলন না ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File