ভালবাসা আর যৌনতা এক নয় ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১২:০৭ দুপুর

ভালবাসার সাথে যৌনতার কোনো সম্পর্ক নেই ৷ বর্তমান কিছু লোক ভালবাসা ও যৌনতাকে এক সাথে গুলিয়ে ফেলতে চাইছে, অনেকে তো ভালবাসা মানে যৌনতাকে বুজেন !!

কিন্তু বাস্তবতা হলো ভালবাসার সাথে যৌনতার কোনো রকম সম্পর্ক নেই, দুইটা একেবারেই আলাদা জিনিস ৷ বাংলাতে যেটাকে ভালবাসা বলা হয় আরবিতে সেটাকে বলা হয় মুহাব্বাত ৷ মানুষ হওয়ার জন্যে যে সকল গুন থাকতেই হয় তার একটা হলো ভালবাসা, যার মধ্যে ভালবাসা নেই সে কিছুতেই মানুষ হতে পরেনা ৷

কারন মানুষ হতে হলে তাকে অবশ্যই কিছু লোককে যেমন বাবা-মা ভাই-বোন স্ত্রী-সন্তান পারা-প্রতিবেশী বন্ধু-বান্ধব কে ভালবাসতেই হবে, তখনই তাকে মানুষ বলা হবে ৷

শুধু তাই নয় প্রত্যেকটা মুসলমানের মধ্যেই বাধ্যতামূলক ভালবাসা থাকতে হবে, কেউ যদি বলে আমি মুসলমান কিন্তু আমি আল্লাহকে ও তার নবীকে (সা) মুহাব্বত করিনা, তাহলে নিশ্চিত করেই বলে দেয়া সে মিথ্যে বলছে ৷

এতে স্পস্ট বুজা যায় যে ভালবাসার সাথে যৌনতার কোনো সম্পর্ক নেই, ভালবাসা ও যৌনতা একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই ৷

হ্যা যৌনতার সাথে ভালবাসা থাকতে পারে, যেমন স্ত্রীর সাথে যৌন সম্পর্ক আছে সাথে তার প্রতি ভালোবাসাও থাকতে পারে বা থাকে ৷

সৃষ্টিকর্তা, বাবা, মা, ভাই, বোন, সন্তান, শিক্ষক, বন্ধু সহ অনেকের প্রতি মানুষের ভালবাসা থাকে কিন্তু তাদের সাথে কোনো রকম যৌন সম্পর্ক নেই ৷

দুঃখ জনক বিষয় হলো বর্তমান সমাজে ভালবাসা ও যৌনতাকে এক সাথে মিলিয়ে ফেলা হচ্ছে, আর এর দ্বারা ভালবাসার চরম অপমান করা হচ্ছে ৷ এভাবে চলতে থাকলে পৃথিবী ধংস হয়ে যাবে ৷

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File