পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারী ও কাদিয়ানীদের ইসলাম বিরোধী কার্যক্রমে এবার অংশ নিয়েছে প্রথম আলো ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩০:৫৬ রাত
এবারে বই মেলায় প্রথম আলোর পক্ষ থেকে একটা গল্পের বই বেরিয়েছে, নাম “ডুবোচর” বইটি ৬ টি গল্প দিয়ে সাজানো হয়েছে ৷ সগুলা গল্পই লিখেছে পারভেজ হোসেন ৷ ৬ টি গল্পের মধ্যে একটির নাম “কারিগর” এই গল্পের মধ্যে বুজানো হয়েছে পার্বত্য চট্টগ্রামে 'জঙ্গিরা' মাদ্রাসা খুলে জঙ্গি তৈরী করছে !! মাদ্রাসা গুলা নাকি পাহাড়িদের ঐতিয্য নস্ট করছে !!
আপনারা নিশ্চই জানেন, পার্বত্য অঞ্চলে খ্রিষ্টান মিশনারী গুলা অনেক বেশি ততপর, তারা প্রতিনিয়ত পাহাড়িদের খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করে চলেছে, বর্তমানে পাহাড়িদের কিছু জনগুস্টি সম্পুর্ন ভাবে খ্রিস্টান হয়ে গেছে ৷ খ্রিস্টান মিশনারির এই মিশন থেকে মুসলমানরাও বাচতে পারছেনা, অনেক মুসলমান ইতিমধ্যেই টাকার লোভে পরে খ্রিস্টান হয়ে গেছে (নাউজু বিল্লাহ) ৷
এই মিশন ঠেকাতে আমাদের আমালেম ওলামাগণ কিছু পদক্ষেপ গ্রহন করেন, যদিও তা প্রয়োজনের তুলনায় অনেক কম ৷ এই মহতি কাজে বিশেষ ভুমিকা রাখেন পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মুফতি আজিজুল হোক (রহ) নানুপুর অবায়দিয়ার প্রতিষ্ঠাতা হজরত সুলতান আহমদ নানুপুরী (রহ) হজরত জমির উদ্দিন নানুপুরী (রহ) ৷
মুফতি সাহেব হুজুর পার্বত্য অঞ্চলে অনেক গুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, ওনার অনুসরন করে ওনার খলিফা হজরত সুলতান আহমদ নানুপুরী (রহ) অনেক গুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এর মধ্যে আছে- হেয়াকো রাবার বাগান মাদ্রাসা, সুনাইপুর কাজী বাড়ি মাদ্রাসা, চিকনছড়া মাদ্রাসা আরো অনেক ৷
হুজুরের ইন্তেকালের পর ওনার খলিফা ও নানুপুরের পীর জমির উদ্দিন (রহ) আরো অনেকগুলা মাদ্রসা তৈরী করেন, এর মধ্যে আমিও দুই একটাতে গিয়েছিলাম ৷
এইসব মাদ্রাসা প্রয়োজনের তুলনায় অনেক কম, তার পরেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে ৷ কিন্তু খ্রিস্টান মিশনারী গুলি দিন দিন শক্তিশালী হচ্ছে, ইদানিং আবার কাদিয়ানিরাও এতে অংশ নিয়েছে, বান্দরবানের দিকে তারাও কাজ চালাচ্ছে, অনেক মানুষ কাদিয়ানীয় হয়ে যাচ্ছে ৷
এবার কাদিয়ানী ও খ্রিস্টানদের পক্ষে মাঠে নেমেছে “প্রথম আলো” ডুবোচর নামের গল্পের বইয়ের “কারিগর” নামক গল্পে মাদ্রাশাগুলিকে জঙ্গি তৈরির কারখানা বলে প্রচার করছে !!
প্রথম আলো বরাবরের মতই ইসলাম ধংসের কাজে নিজেদের নিয়োজিত করেছে, এবারও তাই করছে ৷ খ্রিস্টান মিশনারী ও কাদিয়ানী ও প্রথম আলোর মতিউর রহমানের কালো হাত ভেঙ্গে দিতে হবে ৷ তারা ইসলামের বিরদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত ৷ আসুন আমরা সবাই তাদের প্রতিহত করি ৷
বিষয়: বিবিধ
১৯১০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Sometimes they publish some so called neutral news just for eyewash & showing,but their main agenda is remove the islamic ideology,culture,mentality,heritage from Bangladesh & they going their target very tactfully.
মন্তব্য করতে লগইন করুন