“১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকেই ভারতীয়দের ষরযন্ত্র শুরু হয়েছে”
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৮:১৩ সন্ধ্যা
আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় ২৫ মার্চ ১৯৭১ সালে, অবিরাম এই যুদ্ধ চলতেই থাকে ৷ একে একে মুক্ত হতে থাকে দেশের বিভিন্য অঞ্চল, বিজয়ের অল্প কিছুদিন পূর্বে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভারতে হামলা চালায়, তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে মিত্র বাহিনী হিসেবে ভারতীয় সামরিক বাহিনীকে বাংলাদেশে পাঠায় ৷
৩ ডিসেম্বর থেকে মুক্তি বাহিনীর সাথে মিত্র বাহিনী মিলে পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ করে ৷ তাতে পাক বাহিনী পিছু হটে, এবং তারা আত্মসমর্পনের প্রস্তাব দেয় ৷
যুদ্ধটা যেহুতু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হচ্ছিল তাই আত্মসমর্পন বাংলাদেশী সেনাপতির কাছেই করার কথা ৷ সে জন্য বাংলাদেশী প্রধান সেনাপতি জেনারেল উসমানী যুদ্ধক্ষেত্র থেকে ঢাকায় এসেছিলেন, কিন্তু ভারতীয় সেনারা জেনারেল উসমানিকে রেসকোর্স ময়দানে যেতে দেয়নি ৷
বরং ভারতীয় মিত্র বাহিনীর প্রধান লে: জেনারেল জগজিৎ সিং অররার কাছে হানাদার বাহিনীর প্রধান লে জেনারেল এ.এ.কে নিয়াজি কে আত্মসমর্পনে বাধ্য করেছিল ৷
উল্লেখ্য: আত্মসমর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের উপপ্রধান সেনাপতি এ. কে. খন্দকার, কিন্তু তাকে দর্শকের মত দার করিয়ে রেখেছিল ভারতীয় সেনারা ৷
এটা আমাদের জন্য যেমন লজ্জা জনক ছিল, তেমনি ভারতীয়দের স্বার্থপরতার প্রথম পদক্ষেপ ছিল সেটা ৷
আমাদের দেশের জনগন প্রাণ-প্রণ লড়াই করে পাকবাহিনীকে অপদস্ত করে বিজয়ের কিনারে আসার পর, মাত্র ১০/১২ দিন আমাদের মুক্তি বাহিনীকে সঙ্গ দিয়ে স্বাধীনতার দলিলটা তাদের নামে করিয়ে নিল ?! এর চেয়ে বড় নিমকহারামি আর কি হতে পারে !!
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''মাত্র ১০/১২ দিন আমাদের মুক্তি বাহিনীকে সঙ্গ দিয়ে স্বাধীনতার দলিলটা তাদের নামে করিয়ে নিল ?''
০ এই মাত্র ১০/১২ দিন যদি মে-জুনের দিকে হত তাহলে স্বাধীনতার জন্য বাংলাদেশকে এতটা দিন অপেক্ষা করতে হত না।
মন্তব্য করতে লগইন করুন