ম্যডাম হাসিনা আপনাকে বলছি..৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৪:১৫ রাত

হাসিনা ম্যডাম আমি আপনাকে কে স্মরন করিয়ে দিতে চাই ১৯৭৫ সালে আপনার বাবা মুজিবের ক্ষমতার কথা।

যে দিন আপনার বাবা মুজিব ছিল এই বাংলার অবিসংবাদিত নেতা যার আঙ্গুলের ইশারায় সারা দেশ পরিচালিত হত, যার সমকক্ষ তত্‌কালীন সময় আর কোনো নেতা ছিল না ।

এত কিছুর পরেও আপনার বাবা মুজিবকে স্বাধীনতা উত্তর কুকিত্তির কারনে নিজের লোকের হাতে নির্মম ভাবে প্রান দিতে হয় ।

আমি আপনাকে আর স্মরন করিয়ে দিতে চাই, সে দিন আপনার বাবা মুজিবের পাসে ছিল শক্তিশালি ভারত, সাথে ভারতের অতি ক্ষমতাদর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। তার পরেও মুজিব বাঁচতে পারেনি।

ম্যাডাম হাসিনা আপনি নিজেও জানেন আপনি আপনার বাবার মত ক্ষমতাদর অবিসংবাদিত নেতা নন, আপনার সমপর্যায়ের বা আপনার থেকেও জনপ্রিয় নেতা এই দেশে রয়েছে। সে হিসেবে আপনার পতন আপনার বাবার থেকে অনেক সহজতর হবে এতে কোনো সন্দেহ নেই। ভারতের মনমোহন বা সনিয়ার সাথে আপনার সম্পর্ক তা আপনার বাবা মুজিবের সাথে ইন্দিরার সম্পর্কের চেয়ে অনেক গুন কম।

তাই আপনাকে বলছি আপনি যদি ভেবে থাকেন আপনার পতন ঠেকাতে ভারত এগিয়ে আসবে তাহলে আমি বলব আপনি ভুলের স্বর্গে আছেন, যে

ভুলের স্বর্গে আপনার পিতাও ছিল। আর তার পরিণাম তাকে জীবন দিয়ে দিতে হয়েছে।

এই জন্যই বলি, হাসিনা ম্যাডাম আমরা আর ৭৫ দেখতে চাইনা। আল্লাহর দোহায় লাগে, আল্লাহকে না মানলে আপনার পিতা মুজিবের দোহায় লাগে আপনি হুসে আসুন। আমাদের মুক্তি দিন। এতে আপনারও ভাল হবে আমাদেরও ভাল হবে।

বিষয়: রাজনীতি

১৫৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174343
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাসিনা কারো কথা শুনবে না ,দেখা যাক আপনার কথা শুনে কি না ?
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১০
127706
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : যদি শুনত তাহলে তার কলংক কিছুটা হলেও কমত ৷
174348
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
হতভাগা লিখেছেন :
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৯
127705
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : রাম ছাগলের মত লাগে
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
127820
হতভাগা লিখেছেন : He is the Champ. The doer not the talker.
174468
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আরেকটা ৭৫ এর অপেক্ষায় পুরো জাতি।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৩
128016
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এভাবে বলতে নেই...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File