ম্যডাম হাসিনা আপনাকে বলছি..৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৪:১৫ রাত
হাসিনা ম্যডাম আমি আপনাকে কে স্মরন করিয়ে দিতে চাই ১৯৭৫ সালে আপনার বাবা মুজিবের ক্ষমতার কথা।
যে দিন আপনার বাবা মুজিব ছিল এই বাংলার অবিসংবাদিত নেতা যার আঙ্গুলের ইশারায় সারা দেশ পরিচালিত হত, যার সমকক্ষ তত্কালীন সময় আর কোনো নেতা ছিল না ।
এত কিছুর পরেও আপনার বাবা মুজিবকে স্বাধীনতা উত্তর কুকিত্তির কারনে নিজের লোকের হাতে নির্মম ভাবে প্রান দিতে হয় ।
আমি আপনাকে আর স্মরন করিয়ে দিতে চাই, সে দিন আপনার বাবা মুজিবের পাসে ছিল শক্তিশালি ভারত, সাথে ভারতের অতি ক্ষমতাদর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। তার পরেও মুজিব বাঁচতে পারেনি।
ম্যাডাম হাসিনা আপনি নিজেও জানেন আপনি আপনার বাবার মত ক্ষমতাদর অবিসংবাদিত নেতা নন, আপনার সমপর্যায়ের বা আপনার থেকেও জনপ্রিয় নেতা এই দেশে রয়েছে। সে হিসেবে আপনার পতন আপনার বাবার থেকে অনেক সহজতর হবে এতে কোনো সন্দেহ নেই। ভারতের মনমোহন বা সনিয়ার সাথে আপনার সম্পর্ক তা আপনার বাবা মুজিবের সাথে ইন্দিরার সম্পর্কের চেয়ে অনেক গুন কম।
তাই আপনাকে বলছি আপনি যদি ভেবে থাকেন আপনার পতন ঠেকাতে ভারত এগিয়ে আসবে তাহলে আমি বলব আপনি ভুলের স্বর্গে আছেন, যে
ভুলের স্বর্গে আপনার পিতাও ছিল। আর তার পরিণাম তাকে জীবন দিয়ে দিতে হয়েছে।
এই জন্যই বলি, হাসিনা ম্যাডাম আমরা আর ৭৫ দেখতে চাইনা। আল্লাহর দোহায় লাগে, আল্লাহকে না মানলে আপনার পিতা মুজিবের দোহায় লাগে আপনি হুসে আসুন। আমাদের মুক্তি দিন। এতে আপনারও ভাল হবে আমাদেরও ভাল হবে।
বিষয়: রাজনীতি
১৫৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন