হাসিনার আচল তলে ঠাই পেতে নজিবুল বশরের প্রলাপ !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০১:১৬ সকাল

আচলের নিচে ঢুকার জন্যে অনেকে অনেক কর্ম পদ্ধতি অবলম্বন করেন, কেউ সদরঘাটে যান, কেউ মাদারীপুর যান ৷ ইদানিং আবার দেখা যাচ্ছে আচল তলে ঠাই পেতে কেউ কেউ 'গাজাখুরি প্রলাপ' প্রসব করেন !! এবং এই পদ্ধতিটা কার্যকর হতেও দেখা গেছে !! যেমন জনাব হাসানুল হক ইনু 'গাজাখুরি প্রলাপ' প্রসব করে আচলের তলে স্থায়ী ভাবে ঠাই পেয়ে গেছেন ৷

এবার সেই পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছেন ইনুর জাত ভাই তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর ভান্ডারি ৷ গতকাল সংসদে এই ভণ্ড বেগম জিয়াকে পাগলা গারদে পাঠাতে বলেছে !! উদ্দেশ্য একটাই, 'গাজাখুরি প্রলাপে' খুশি হয়ে তাকেও যেন ইনুর মত আচলের নিচে ঢুকিয়ে নেওয়া হয়।



বিষয়: বিবিধ

২১০১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173619
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
সিটিজি৪বিডি লিখেছেন : ভান্ডারী আর কত দল পাল্টাবে?
173623
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
শান্তিপ্রিয় লিখেছেন : এমন মিথ্যা প্রলাপের বিচার আল্লাহই করবেন।
173644
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : অফিস করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী ..........।
বিস্তারিত পড়ুন Click this link
173659
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
বিন হারুন লিখেছেন : তাইতো বলি দেশে জুতা বৃষ্টি বেড়ে গেল কেন? Day Dreaming
173661
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
সুন্দরের আহবান লিখেছেন : মাজার পুজারী আর ভন্ডরা কি কখনো ভাল কথা বলছে? কুকুরকে যতোই ঘি পোলা্ও খাওয়ান- বিস্টা দেখলে তাত খাবেই-
173669
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
গোলাম মাওলা লিখেছেন : শুধু আহলে সুন্নাত ওয়াল জামা'আত নয় সব সময় একটা বাতিল শক্তি থাকে হকের বিরুদ্ধে। বর্তমানে যে বাতিল শক্তিগুলো আছে যেমন-কাদিয়ানী, মাইজ ভান্ডারী, মাওলানা ফরিদউদ্দীন মাসউদ, দেওয়ানবাগী, সায়েদাবাদী; যারা ইসলামের মূল শিক্ষার বাইরে, যারা কুফরী ও শিরকের সঙ্গে যুক্ত সরকার এদেরকে হাতে নিয়েছে। আর এদের মাধ্যমে তারা ইসলামকে প্রতিহত করতে চায়।বিগত চৌদ্দশ' বছর ধরে যারা ইসলামের বিরুদ্ধাচারণ করেছে সরকারও তাদেরকে লুফে নিয়েছেন। এই যে আহলে সুন্নাত যাদেরকে বলা হচ্ছে -তারা মূলত মাইজ ভান্ডারী। ১৯২৬ সালে যিনি মাইজ ভান্ডারীর প্রতিষ্ঠা করেছেন, যিনি এর নেতা- ১৯৯১ সনে ১১ এপ্রিল তার প্রকাশিত একটা বই আছে যার নাম ‘বাইয়াতে সামথিং’। সেখানে স্পষ্ট লেখা আছে যে, কেউ যদি জান্নাত পেতে চায় তাকে মুসলমান না হলেও চলবে, তাকে ভাল মানুষ হতে হবে। তো এই ধরনের ভ্রান্ত মতাদর্শী যারা আছেন এবং ইসলামের মৌলিক বিষয়ের সঙ্গে যারা সাংঘর্ষিক কাজ করে, সরকার তাদেরকে পকেটে রেখে কাজগুলো করার চেষ্টা করছে।যুগে যুগে বিশ্বের সবদেশে সব আমলেই বাতিল শক্তি ছিল এবং বাতিলের লম্ফঝম্প ও চমকানি সব সময় ভাল হয়। তবে এই চমকানিতে কোন কাজ হবে না। কারণ চৌদ্দশ' বছর ধরে বাতিল শক্তি চেষ্টা করেও ইসলামকে ধ্বংস করতে পারেনি; এখনও পারবে না ইনশাআল্লাহ।#

173688
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৩
ফেরারী মন লিখেছেন : পাচাটা গোলামদের সম্পর্কে কিছু শুনলে মেজাজ বিলা হৈয়া যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File