ছাত্রলীগকে সন্ত্রাসী করার আনুষ্ঠানিক অনুমতি দিলো হাসিনা ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪১:৩৮ রাত
হাসিনা সংসদে রাজশাহী বিশ্ববিদ্যালয় হামলা প্রসঙ্গে বলেছে; ছাত্রলীগের আত্মরক্ষার অধিকার আছে !!
সেইদিন নাকি ছাত্রলীগের উপর আগে হামলা হয়েছিল, এবং সেই হামলা থেকে আত্মরক্ষার জন্যই ছাত্রলীগ পাল্টা হামলা চালিয়েছে !!
হাসিনার এইসব কথায় প্রমান করে হাসিনার নির্দেশেই ছাত্রলীগ সেইদিন হামলা চালিয়েছিল, এবং হাসিনাই তাদের অস্ত্র হাতে নামিয়ে ছিল ৷
কথিত "বহিষ্কারটা" নাটক ছাড়া কিছুই না ৷ এই হামলার প্রধান নাটের গুরু হাসিনা, শুধু এই হামলা নয়, ছাত্রলীগ যতগুলা হামলা চালিয়েছে সব গুলি হাসিনার নির্দেশে চালিয়েছে ৷
আর হাসিনা এই কথার মাধ্যমে ছাত্রলীগ কে গুন্ডাবাজি করার প্রকাস্য অনুমতি প্রধান করেছে, এখন থেকে ছাত্রলীগ হামলা করবে এবং বলবে আমরা আত্মরক্ষায় হামলা করেছি ৷
বিষয়: রাজনীতি
১১৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
___হাসিনা
ওবামা ফিলিস্তিনের বসতিতে ইসরায়েলের হামলা প্রসঙ্গে বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ।
হাসিনার মধ্যে বিশ্ব নেতার ছাপ ফুটে উঠছে ।
মন্তব্য করতে লগইন করুন