ছাত্রলীগকে সন্ত্রাসী করার আনুষ্ঠানিক অনুমতি দিলো হাসিনা ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪১:৩৮ রাত

হাসিনা সংসদে রাজশাহী বিশ্ববিদ্যালয় হামলা প্রসঙ্গে বলেছে; ছাত্রলীগের আত্মরক্ষার অধিকার আছে !!

সেইদিন নাকি ছাত্রলীগের উপর আগে হামলা হয়েছিল, এবং সেই হামলা থেকে আত্মরক্ষার জন্যই ছাত্রলীগ পাল্টা হামলা চালিয়েছে !!

হাসিনার এইসব কথায় প্রমান করে হাসিনার নির্দেশেই ছাত্রলীগ সেইদিন হামলা চালিয়েছিল, এবং হাসিনাই তাদের অস্ত্র হাতে নামিয়ে ছিল ৷

কথিত "বহিষ্কারটা" নাটক ছাড়া কিছুই না ৷ এই হামলার প্রধান নাটের গুরু হাসিনা, শুধু এই হামলা নয়, ছাত্রলীগ যতগুলা হামলা চালিয়েছে সব গুলি হাসিনার নির্দেশে চালিয়েছে ৷

আর হাসিনা এই কথার মাধ্যমে ছাত্রলীগ কে গুন্ডাবাজি করার প্রকাস্য অনুমতি প্রধান করেছে, এখন থেকে ছাত্রলীগ হামলা করবে এবং বলবে আমরা আত্মরক্ষায় হামলা করেছি ৷

বিষয়: রাজনীতি

১১৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173115
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিছুই বলার নেই ,,শুধু বলতে ইচ্ছে করে ছি ছি ছি
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
126698
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : শুধু ছিঃ ছিঃ বলে লাভ নেই, প্রতিবাদ প্রয়োজন দরকার ৷
173116
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০০
নূর আল আমিন লিখেছেন : বুঝতে হবে সে বাকশাল কন্যা সে যা বলে তাই ঠিক
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
126699
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : দেশটা মনে হচ্ছে হাসিনার বাপের বিটা...
173121
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৪
ভিশু লিখেছেন : অনুমতি? নাকি উৎসাহ? বরং আগে তো প্রকাশ্যে নির্দেশ দেয়ারই অসংখ্য প্রমাণ রয়েছে!
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০১
126700
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ...একটার বদলে দশটা লাশ চাই....
___হাসিনা
173202
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৩
আল সাঈদ লিখেছেন : অবশ্যই তার মদদে এই সন্ত্রাসী কর্মকান্ড হয়ে থাকে। তাইতো আইসিসিতে বিচার।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৭
126914
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আইসিসিতে বিচার না হলেও জনতার আদালতে হাসিনার বিচার হবেই ইনশা আল্লাহ
173334
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : ''হাসিনা সংসদে রাজশাহী বিশ্ববিদ্যালয় হামলা প্রসঙ্গে বলেছে; ছাত্রলীগের আত্মরক্ষার অধিকার আছে !! ''


ওবামা ফিলিস্তিনের বসতিতে ইসরায়েলের হামলা প্রসঙ্গে বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ।

হাসিনার মধ্যে বিশ্ব নেতার ছাপ ফুটে উঠছে ।

০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
126913
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : হুম.. তবে তা ইয়াহুদী বাদীদের প্রতিদ্ধ্বনি হয়েছে ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File