আওয়ামী গুন্ডা বাহিনীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৩:০৬ সকাল
আন্দলনরত শিক্ষার্তিদের উপর ছাত্রলীগের নরপশুরা বর্বর হামলা চালিয়েছে ৷
হামলায় রাবি'র ছাত্রলীগ শাখার সভাপতি সহ একাধিক নেতা অস্ত্র হাতে অংশ নিয়েছে ৷ যার ফুটেজ প্রতিটা মিডিয়া দেখিয়েছে ৷
ঐ হামলায় ছাত্রলীগের সাথে সশস্ত্র অংশ নেয় রাবি'র আওয়ামী পন্থী ৫/৬ জন শিক্ষক !!
গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ থানায় মামলা করেছে !! মামলায় আসামী দেখানো হয়েছে প্রায় হাজার খানেক সাধারন শিক্ষার্তিদের !!
গতকাল সন্ধায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ২ হামলাকারীকে দল থেকে বহিষ্কার করেছে !!
___এইত গেলো ঘটনার উপরের অংশ;
আসল ঘটনা হলো, আওয়ামী চামচা রাবি'র ভিসি শিক্ষার্তিদের আন্দলন থামাতে ছাত্রলীগ ও পুলিশলিগকে দিয়ে হামলা চালায়, এই হামলাটা ছিল পূর্ব পরিকল্পিত ৷ ভিসি বলেছিল আমি ট্রাম কার্ড চালব, সেই ট্রাম কার্ড হলো ছাত্রলীগ ৷
হামলায় রাবি'র ছাত্রলীগের কমিটির সকল সদস্যই অস্ত্র হাতে অংশ নেয়, তারা সরাসরি শিক্ষার্তিদের উপর গুলি বর্ষন করে ৷
সবচাইতে লজ্জাজনক বিষয় হলো, এই হামলায় ৫/৬ জন আওয়ামী পন্থী শিক্ষক অস্ত্র হাতে অংশ নেয় !!
এই জানয়ার গুলার বিচার কে করবে ?
হামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ, আবার তারাই মামলা করেছে !!
এক কথায় চুরি তো চুরি আবার শিনাচুরি !
ছাত্রলীগ থেকে হামলাকারী দুই সন্ত্রাসীকে কথিত বহিষ্কার করে দেয়া হয়েছে ! এই দুইজনের মধ্যে একজনকে আগেও বহিষ্কার করা হয়ে ছিল,
কিন্তু ২/৩ মাস না যেতেই আবার তাকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছিল ৷ এবং এই বার ও ২/৩ মাসের মধ্যে আবার স্বপদে ফিরিয়ে নেয়া হবে এতে কোনো সন্দেহ নাই ৷
বিষয়: রাজনীতি
১২৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার বুঝ ঠেলাটা।
Good Job ছাত্রলীগ !
এখন অশান্তি সৃষ্টিকারীরা সতর্ক হলেই হয় ।
মন্তব্য করতে লগইন করুন