আওয়ামী গুন্ডা বাহিনীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৩:০৬ সকাল

আন্দলনরত শিক্ষার্তিদের উপর ছাত্রলীগের নরপশুরা বর্বর হামলা চালিয়েছে ৷

হামলায় রাবি'র ছাত্রলীগ শাখার সভাপতি সহ একাধিক নেতা অস্ত্র হাতে অংশ নিয়েছে ৷ যার ফুটেজ প্রতিটা মিডিয়া দেখিয়েছে ৷

ঐ হামলায় ছাত্রলীগের সাথে সশস্ত্র অংশ নেয় রাবি'র আওয়ামী পন্থী ৫/৬ জন শিক্ষক !!

গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ থানায় মামলা করেছে !! মামলায় আসামী দেখানো হয়েছে প্রায় হাজার খানেক সাধারন শিক্ষার্তিদের !!

গতকাল সন্ধায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ২ হামলাকারীকে দল থেকে বহিষ্কার করেছে !!

___এইত গেলো ঘটনার উপরের অংশ;

আসল ঘটনা হলো, আওয়ামী চামচা রাবি'র ভিসি শিক্ষার্তিদের আন্দলন থামাতে ছাত্রলীগ ও পুলিশলিগকে দিয়ে হামলা চালায়, এই হামলাটা ছিল পূর্ব পরিকল্পিত ৷ ভিসি বলেছিল আমি ট্রাম কার্ড চালব, সেই ট্রাম কার্ড হলো ছাত্রলীগ ৷

হামলায় রাবি'র ছাত্রলীগের কমিটির সকল সদস্যই অস্ত্র হাতে অংশ নেয়, তারা সরাসরি শিক্ষার্তিদের উপর গুলি বর্ষন করে ৷

সবচাইতে লজ্জাজনক বিষয় হলো, এই হামলায় ৫/৬ জন আওয়ামী পন্থী শিক্ষক অস্ত্র হাতে অংশ নেয় !!

এই জানয়ার গুলার বিচার কে করবে ?

হামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ, আবার তারাই মামলা করেছে !!

এক কথায় চুরি তো চুরি আবার শিনাচুরি !

ছাত্রলীগ থেকে হামলাকারী দুই সন্ত্রাসীকে কথিত বহিষ্কার করে দেয়া হয়েছে ! এই দুইজনের মধ্যে একজনকে আগেও বহিষ্কার করা হয়ে ছিল,

কিন্তু ২/৩ মাস না যেতেই আবার তাকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছিল ৷ এবং এই বার ও ২/৩ মাসের মধ্যে আবার স্বপদে ফিরিয়ে নেয়া হবে এতে কোনো সন্দেহ নাই ৷

বিষয়: রাজনীতি

১২৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172774
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৮
আবু আশফাক লিখেছেন :
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
126563
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : চোর কি ধাকাতকে ধরতে পারবে ?
172830
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
প্রিন্সিপাল লিখেছেন : আমরা এমন জাতি (চোখের অশ্রু শুকালেই সব ভুলে যাই)।
এবার বুঝ ঠেলাটা।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
126562
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এই জাতির মন মানুষিকতার পরিবর্তন দরকার ৷
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
126612
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা সেই তাওফীক দান করুন। আমীন
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
126644
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আমীন
172851
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৪
হতভাগা লিখেছেন : শান্তি আনতে হলে কখনও কখনও শক্তি প্রয়োগ করতে হয় বৈকি ।

Good Job ছাত্রলীগ !

এখন অশান্তি সৃষ্টিকারীরা সতর্ক হলেই হয় ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
126561
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ২৫ মার্চ কালো রাতে হানাদার বাহিনীও শান্তি আনতেই হামলা করেছিল ৷ যেমন হামলা করেছে নরপশুর দল ছাত্রলিগ ৷
172864
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১১
বেআক্কেল লিখেছেন : শেখ মুজিবের বিষাক্ত বীর্যের ফল। এটা সেই বীর্য মাঠে পড়লে মাঠ জ্বলে যায়, পানিতে পড়লে পানি তামা বর্ণ ধারণ করে, যার ঘরে জন্মায় তার সংসার ধ্বংস হয়। দূর্গা দেবীর মাথায় পড়লে মুহূর্তে তার ১০ হাত চুর্ন বিচুর্ন হয়ে যায়।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
126565
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ছিঃ ছিঃ ছিঃ এভাবে বলতে নেই, সত হলেই তিনি জুতার পিতা থুক্কু জাতির পিতা ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File