আমরা অনেকেই ১৯ দলীয় জোটে থাকা অনেকগুলা দলের নাম বা দলের প্রধানদের নাম জানিনা, তাই ১৯ দল ও দলের প্রধানদের নাম এক সাথে দেয়া হলো ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩১ জানুয়ারি, ২০১৪, ০৭:৫৩:০২ সকাল
১ |• বাংলাদেশ জাতীয়তাবাদী দল
চেয়ারপার্সন: বেগম খালেদা জিয়া
২ |• বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভারপ্রাপ্ত আমীর: মকবুল আহমদ
৩ |• জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
সভাপতি: মাওলানা আবদুল মুমিন (খলীফায়ে মাদানী)
৪ |• বাংলাদেশ ইসলামী ঐক্যজোট
চেয়ারম্যান: মাওলানা আব্দুল লতিফ নেজামী
৫ |• বাংলাদেশ খেলাফত মজলিস
চেয়ারম্যান: মাওলানা মোহাম্মদ ইসহাক
৬ |• জাতীয় পার্টি (একাংশ)
চেয়ারম্যান: কাজী জাফর
৭ |• লিবারেল ডেমোক্রেটিক পার্টি
সভাপতি: অলি আহম্মদ
৮ |• জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
সভাপতি: শফিউল আলম প্রধান
৯ |• বাংলাদেশ কল্যাণ পার্টি
চেয়ারম্যান: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক
১০ |• বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
চেয়ারম্যান: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১১ |• ন্যাশনাল পিপলস্ পার্টি
সভাপতি: শেখ শওকত হোসেন নিলু
১২ |• বাংলাদেশ ন্যাপ
চেয়ারম্যান: জেবেল রহমান গানি
১৩ |• ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি
চেয়ারম্যান: খোন্দকার গোলাম মোর্তজা
১৪ |• বাংলাদেশ লেবার পার্টি
চেয়ারম্যান: ডা. মোস্তাফিজুর রহমান ইরান
১৫ |• বাংলাদেশ মুসলিম লীগ
সভাপতি: এএইচএম কামরুজ্জামান খান
১৬ |• ন্যাপ ভাসানী
চেয়ারম্যান: শেখ আনোয়ারুল হক
১৭ |• বাংলাদেশ ইসলামিক পার্টি
চেয়ারম্যান: অ্যাডভোকেট আবদুল মোবিন
১৮ |• ডেমোক্রেটিক লীগ
সভাপতি: অলি আহাদ
১৯ |• বাংলাদেশ পিপলস লীগ
চেয়ারম্যান: এ্যাডভোকেট গরীব নেওয়াজ
বিষয়: রাজনীতি
১৩৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ ইসলামী ঐক্যজোট থেকে বের হয়ে যায়য়া ৩,৪,৫,১৭
এরশাদের জাতীয়পাটি থেকে বের হওয়া ৮,১০,৬, বাকি যেগুলো আছে এগুলো নাম সর্বস্ব। তাই ৪ অর্ধেক শক্তিও ১৯ দলের নেই।
বিম্পি ভেঙ্গে শক্তি হারিয়েছে, জাপা মূল শক্তি ১৯ দলে নেই, আইওজের অনেকগুলো শরিক দল মহাজোটে আছে আর কিচু আছে বাইরে।মওদুদী বিরোধী জামাত শিবিরের এক জাক নেতা কর্মী নিয়ে গঠিত খেলাফত মজলিস এক সময় জামাতকে চ্যালেন্জ জানাতে পারত। ভাংতে ভাংতে আজ তাদের অস্তিত্ব নাই বললেই চলে। তাই ৪ দলে ছিল চারটা বাঘ আর ১৯ দলে আছে ১৮ টা বিড়াল।
০ বাকী দলটা কি ? কারা ?
মন্তব্য করতে লগইন করুন