শিবিরের নতুন কমিটিকে আমার অভিনন্দন ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:৩৬:৫৮ রাত
ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি নতুন করে গঠন করা হয়েছে; সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জব্বার, আর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ৷ আব্দুল জব্বার বিগত কমিটির সাধারন সম্পাদক ছিলেন, আতিকুর রহমান বিগত কমিটির দপ্তর সম্পাদক ছিলেন ৷ আমি ধন্যবাদ জানাই শিবিরকে তারা এমন ক্লান্তিকালেও কেন্দ্রীয় নির্বাচন সম্পর্ন করার জন্য ৷
একটা সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অতন্ত জরুরী কারন নির্বাচন না হলে নতুন নেতৃত্ব উঠে আসেনা, লাগাতার একজনের উপর ভর করে সংগঠন এগুতে পারেনা ৷ বিশেষত; শিবিরের জন্য এই নির্বাচন বা কমিটি পুর্নগঠনটা অতন্ত জরুরী ছিল, আজ অনেক দিন যাবত তাদের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন হাসিনার কারাগারে বন্ধি এই অবস্থায় নতুন সভাপতি নির্বাচন করা প্রয়োজন ছিল ৷
আজ সে প্রয়োজন পূর্ণ হয়েছে ৷ আমি ব্যক্তিগত ভাবে শিবিরের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাই, বিশেষ করে সভাপতি জনাব আব্দুল জব্বারকে এবং সাথে সাথে ওনাকে অনুরুধ করব তিনি যেনো একটু সতর্ক থাকেন, কারন আমাদের সমাজে নেতৃত্বের বড় অভাব আমরা চাইনা জনাব দেলোয়ার হোসেনের মত তিনিও হাসিনার বন্দিশালায় বন্দী থাকুক ৷ আমরা চাই তিনি শিবিরের নেতৃত্ব দিয়ে যাক ৷
সবশেষ আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেনো সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে তাদেরকে সফল করেন, এবং তাদেরকে সকল জুলুম নির্যাতন থেকে হেফাজত করেন ৷ (আমিন)
বিঃ দ্রঃ স্টাটাস পড়ে আমাকে শিবির হিসেবে আবিষ্কার করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি ৷ আমি সম্পুর্ন নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বিশ্লেষনধর্মী এই স্টাটাস টি লিখেছি ৷
বিষয়: রাজনীতি
১২৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন