অধ্যাপক আনিছুজ্জামানের ভারতের পদ্মভূষণ পাওয়া বাংলাদেশের স্বাধীনতার জন্য মহাহুমকি ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:২২:৩৩ সকাল

আমাদের মনে প্রশ্ন জেগেছে ভারত একজন বিদেশীকে কেনো পদ্মভূষণ দিয়েছে; পদ্মভূষণ ভারতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় পদক, এইটা তারা তাদের দেশের বিশিষ্ট ও কৃতিত্তবান নাগরিকদের দিয়ে থাকে, কিন্তু আনিছুজ্জামান একজন বাংলাদেশী নাগরিক সে ভারতের বিশিষ্ট বা কৃতিত্তবান হওয়ার কোনো সুযুগই নেই ৷ আনিছুজ্জামানের কোনো কৃতিত্ব থাকলে বাংলাদেশে থাকবে কিন্তু সেটার জন্য ভারত সরকার তাকে পুরুস্কিত করতে পারেনা ৷

আমাদের দেশের কোনো নাগরিকের কৃতিত্বকে ভারত নিজেদের কৃতিত্ব মনে করা মানে বাংলাদেশকে ভারতের অংশ বা অঙ্গরাজ্য মনে করা, কিন্তু বাংলাদেশ তো ভারতের অঙ্গরাজ্য নয়, তাহলে ভারত কেনো এমন আচরন করছে ? নাকি হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে এসেছে !?!

ভারতের ইশারায় বানানো সাংবিধান অনুযায়ী হাসিনা ইচ্ছে করলেই এইটা করতে পারে; কারন তার কাছে এখন সংসদের প্রায় সবগুলা আসনই আছে, ইচ্ছে করলেই সংসদে বিল পাশ করে ভারতে যুগ দিয়ে দিতে পারবে ৷ হয়ত হাসিনা তাই করতে চলেছে ৷ যেমনটা করেছিল সিকিমের লেন্দুপ দর্জি ৷

আরেকটা প্রশ্ন আমাদের সামনে এসেছে; অধ্যাপক আনিছুজ্জামান কি এমন কাজ করেছে যেটার পুরস্কার হিসেবে ভারত তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে ? ভারত বাংলাদেশকে যুক্ত করার জন্য যে গোপন লিয়াজু কমিটির কাজ চলছে আনিছুজ্জামান সে কমিটির লোক নয় তো ? ভারতের পছন্দ অনুযায়ী আনিছুজ্জামানকে রাষ্ট্রপতি বানানোর একটা কথা শুনা গিয়েছিল কিন্তু পরে তা আর হয়ে উঠেনি ৷ তাই যৌক্তিক কারনেই আমাদের সন্ধেহ অনেক গুন বেড়ে গিয়েছে ৷

বিষয়: রাজনীতি

১৩০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168445
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
গৃহস্থের কইন্যা লিখেছেন : কাদের মোল্লার শহীদী ফাঁকিস্তান খেতাব?
168624
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
মহি১১মাসুম লিখেছেন : সাইয়েদ ভাই অতিরিক্ত সস্তা লিখা হয়ে গেল না?আপনি আনিসুজ্জামান সম্পর্কে জানেন না এবং পদ্মভূষণ ইতিপূর্বে ভারতের নাগরিকদের বাহিরে পেয়েছে কি তাও জানেন না।
তাই অনুরোধ রাখছি আনিসুজ্জামান ও পদ্মভূষণ সম্পর্কে জানুন। তাহলে এতোটা সাদামাটা সমালোচনা লিখতে পারতেন না।
তারপরও ধন্যবাদ। জানবেন এবং জানাবেন।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
123701
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ভাই ইনশা আল্লাহ; আপনার মন্তব্যের জবাব খুব দ্রতই দেবো৷
168823
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আনিসুজ্জামান সাহেব জন্ম সুত্রে ভারতিয় নাগরিক হতে পারেন। আর এই সন্মান কে এক কথায় এভাবেই ব্যখ্যা করা যেতে পারে "বিদূষক এর জন্য বিভূষন"।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৮
123702
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : হতে পারেন না, তিনি ভারতীয় নাগরিক ছিলেন ৷
168864
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
জাগো মানুস জাগো লিখেছেন : আনিছুজ্জামান কি এমন কাজ করেছে যেটার পুরস্কার হিসেবে ভারত তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে ।

India already probe their many activities what kind of friend they are.they are investing here longtime for purpose their interest

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File