অধ্যাপক আনিছুজ্জামানের ভারতের পদ্মভূষণ পাওয়া বাংলাদেশের স্বাধীনতার জন্য মহাহুমকি ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:২২:৩৩ সকাল
আমাদের মনে প্রশ্ন জেগেছে ভারত একজন বিদেশীকে কেনো পদ্মভূষণ দিয়েছে; পদ্মভূষণ ভারতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় পদক, এইটা তারা তাদের দেশের বিশিষ্ট ও কৃতিত্তবান নাগরিকদের দিয়ে থাকে, কিন্তু আনিছুজ্জামান একজন বাংলাদেশী নাগরিক সে ভারতের বিশিষ্ট বা কৃতিত্তবান হওয়ার কোনো সুযুগই নেই ৷ আনিছুজ্জামানের কোনো কৃতিত্ব থাকলে বাংলাদেশে থাকবে কিন্তু সেটার জন্য ভারত সরকার তাকে পুরুস্কিত করতে পারেনা ৷
আমাদের দেশের কোনো নাগরিকের কৃতিত্বকে ভারত নিজেদের কৃতিত্ব মনে করা মানে বাংলাদেশকে ভারতের অংশ বা অঙ্গরাজ্য মনে করা, কিন্তু বাংলাদেশ তো ভারতের অঙ্গরাজ্য নয়, তাহলে ভারত কেনো এমন আচরন করছে ? নাকি হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে এসেছে !?!
ভারতের ইশারায় বানানো সাংবিধান অনুযায়ী হাসিনা ইচ্ছে করলেই এইটা করতে পারে; কারন তার কাছে এখন সংসদের প্রায় সবগুলা আসনই আছে, ইচ্ছে করলেই সংসদে বিল পাশ করে ভারতে যুগ দিয়ে দিতে পারবে ৷ হয়ত হাসিনা তাই করতে চলেছে ৷ যেমনটা করেছিল সিকিমের লেন্দুপ দর্জি ৷
আরেকটা প্রশ্ন আমাদের সামনে এসেছে; অধ্যাপক আনিছুজ্জামান কি এমন কাজ করেছে যেটার পুরস্কার হিসেবে ভারত তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে ? ভারত বাংলাদেশকে যুক্ত করার জন্য যে গোপন লিয়াজু কমিটির কাজ চলছে আনিছুজ্জামান সে কমিটির লোক নয় তো ? ভারতের পছন্দ অনুযায়ী আনিছুজ্জামানকে রাষ্ট্রপতি বানানোর একটা কথা শুনা গিয়েছিল কিন্তু পরে তা আর হয়ে উঠেনি ৷ তাই যৌক্তিক কারনেই আমাদের সন্ধেহ অনেক গুন বেড়ে গিয়েছে ৷
বিষয়: রাজনীতি
১৩০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই অনুরোধ রাখছি আনিসুজ্জামান ও পদ্মভূষণ সম্পর্কে জানুন। তাহলে এতোটা সাদামাটা সমালোচনা লিখতে পারতেন না।
তারপরও ধন্যবাদ। জানবেন এবং জানাবেন।
India already probe their many activities what kind of friend they are.they are investing here longtime for purpose their interest
মন্তব্য করতে লগইন করুন