ফারাবী ও নিলসালুর প্রতি ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ জানুয়ারি, ২০১৪, ০৯:১২:৩২ রাত
না লিখে পারলামনা !! ফারাবী ও নিলসালু তারা দুই জনই আপনাদের অতি পরিচিত ৷ এক সময় তারা দুইজনই আমার অতি ভালো ফ্রেন্ড ছিলেন (হারানো আইডিতে) তাদের দুইজনের সাথেই আমার আদর্শগত পার্থক্য ছিল বিদায় মাঝে মধ্যে বিতর্কও হত ৷ আইডি হ্যাকিংয়ের পর তাদের সাথে তেমন যোগাযগ হয়ে উঠেনি; কারন ফারাবী তখন জেলে আর নিলসালু নিজেকে ইয়াআআ.. বড় সেলিব্রেটি ভাবতে শুরু করে ছিল, তাই আর রিকুয়েস্ট ও পাঠানো হয়নি আর তারাও আমাকে খুজেনি বা আমার মত নগন্য লোককে খুজার প্রয়োজন মনে করেনি ৷
আজ অনেকদিন পর এক পুরানো বন্ধুর অনুরোধে তাদের দুইজনের ব্লগ দেখলাম ৷ দুই/তিনটা ব্লগ পড়ে মনটা খুব খরাপ হয়ে গেলো.. তারা একে অপরের বিরদ্ধে কোমর বেধে যুদ্ধে নেমেছে ৷ ফারাবী তার ব্যক্তিমত প্রকাশ করে কিছু পোস্ট দিয়েছে (তা যৌক্তিক কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে) তার প্রতিবাদ করতে গিয়ে নিলসালু ফারাবীর ব্যক্তিগত দুর্বলতা সামনে নিয়ে আসছে ৷ আমি ফারাবীর সব পোস্টের সাথে একমত নয়, তবে নিলসালুর এমন ব্যক্তিগত আক্রমন আমি কিছুতেই সমর্থন করিনা ৷
ব্যক্তিগত আক্রমন কখনই প্রতিবাদের ভাষা হতেপারে না ৷ ইসলামেও এই বিষয় নিষেধ আছে ৷ আর ব্যক্তিগত দুর্বলতা সবারই কম বেশি থাকে, কিছুদিন আগে আমার অন্য দুই পুরানো বন্ধু সোহাগ ও অরজেলের কেলেংকারীও আমরা দেখেছি ৷
জানিনা আমার এই অনুরোধ তাদের কাছে পৌছাবে কিনা যেহুতু তারা সেলিব্রেটি বনে গেছেন, তারপরেও নিলসালু ও ফারাবী দুইজনের কাছেই আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে এইসব অযাচিত (ক্ষেত্র বিশেষ অনৈতিকও বটে) কাজ বন্ধ করুন, আপনাদের এমন অযাচিত কর্মকান্ডের কারনে নাস্তিকরা আস্ফালন পাচ্ছে তিরস্কার করছে ৷
তাই বৃহত্তর স্বার্থে আপনারা এইসব বন্ধ করুন, আল্লাহ আপনাদের সাহায্য করুন (আমিন)
বিষয়: বিবিধ
২৭৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ঝগড়া ঝাটি থামা উচিৎ
নাস্তিক নাস্তিক ফাল পারা ছাড়া কোন কাম নাইl
কিছু দিন আগে দেখলাম হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমনাত্তক পোস্ট দিতে তার উপ্রে বলে তার এই পোস্ট পড়ার পর সকল হিন্দুর সরম থাকলে বিষ খেয়ে মরে যেতে আর ফারাবীর ফ্লেক্সী আর ভিক্ষার কথা নাই বললাম
ব্যাক্তিগত ব্যক্তিগত করে চিল্লায়তাছেন যে, ব্যক্তিগত মানে কি জানেন???
নির্দিষ্ট একজনের সাথে যদি সে এমন করতো তবে সেটিকে ব্যক্তিগত হিসেবে ছেড়ে দেওয়া যেতো। কিন্তু সে সব মেয়ের সাথেই এমন চ্যাট করে। উদাহরণস্বরূপ, আপনি কাল একটি মেয়ে আইডি তৈরী করুন আর ফারাবীর সাথে চ্যাট করুন। আমি ২০০% শিউর সে কাল গেলে পরশু তসলিমা নাসরিন স্টাইলে আপনার সাথে চ্যাট করবে। আমি তো শুধু মাত্র একটি মেয়ের অশ্লীল চ্যাট প্রকাশ করেছি যার ব্যাপারে তার স্বিকারত্তিও আছে। এমন একের অধিক মেয়ের সন্ধান আমি আপনাকে মুহুর্তের মধ্যেই দিতে পারবো যারা কিনা এই ফারাবীর এমন অশ্লীলতার শিকার হয়েছে। এটিকে কিভাবে আপনি ব্যক্তিগত বলবেন???
এভাবে লুইচ্চামি করাকে ব্যক্তিগত বলেনা।
এভাবে আপনার আমার বোনকে সে প্রতিনিয়ত উলঙ্গ করে যাবে আর আপনি সেটিকে ব্যক্তিগত বলবেন??
এভাবে সে প্রতিনিয়ত আপনার আমার বোনকে ধর্ষণ করে যাবে আর আপনি সেটিকে ব্যক্তিগত বলবেন??
সে ইসলামের নাম ভাঙিয়ে জঙ্গিপনা করবে সেটিকে আপনি ব্যক্তিগত বলবেন??
ভবিষ্যতে এমন ধরনের সমালোচনা করার আগে সাড়ে ১০ বার ভেবে তারপর পোস্ট দিবেন। অন্যথায় বাকশালী স্টাইলে নিরব দর্শকের ভুমিকা পালন করবেন।
মাইন্ড ইট
(মিথ্যা) নিয়ে নাস্তিকদের সাথে সুর মিলিয়ে ইতরামী করে তখন আপনাদের এই সুশীলগিরী কোথায় থাকে ?
এনি হাউ, ফ্রাবী হিযবুত তাহরীর করার কারনে জামাতে ইসলামকে দেখতে পারেনা। এবং জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা বিষেদ্গার ছড়ায়। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম তার দলের কর্ম পদ্ধতি কি ? জামাত ভুল পথে থাকলে দেশে ইসলামী হুকুমত কায়েমে তাদের সঠিক কর্মনীতি কি তা বর্ণনা করার জন্য। কিন্তু সে অদ্যবধি তা বলতে সক্ষম হয় নি। আপনার কি জানা আছে আপনার পেয়ারা ফ্রাবীর দল হিযবুত তাহরীর কিভাবে দেশে কুরআানের আইন চালু করতে চায় ?
ফারাবীর এমন আচরন সমন্ধে আমি অন্তত আপনার আগে জানি, সে হিজবুতি, তার ফ্লেক্সি কেলেঙ্কার..., মেয়ে.... সব কিছুই আমি জানি এইজন্য একাধিকবার তার সাথে জামেলাও হয়েছে আমার কাছে তার এইসব কাজ অবশ্যই নিন্দনীয় ৷
তার মানে এই নয় যে খোলা মাঠে হাড়ি ভাঙ্গতে হবে, তাও আবার দলীয় দৃষ্টিকোণ থেকে !!! ফারাবী যদি আজ আপনার দলের কর্মী হত তাহলে আপনি নিশ্চয় তার দোষ গুলা এভাবে প্রচার করতেননা ৷ ফেসবুকে অনেকের লুইচ্চামি আমাদের জানা আছে, অনেকের প্রমোটবাজির ব্যবসা সমন্ধেও আমাদের ধারনা আছে ৷
যাক সে কথা; বিবেক দিয়ে চিন্তা করে একটু নিচের দিকে তাকান, আপনার আচরনে মনে হচ্ছে উপরের দিকে তাকাতে তাকাতে আপনি আর নিচের দিকে তাকাতেই পারছেননা অনেকটা মানুষিক প্রতিবন্ধীর মত ৷
এইটা কোনো ভাবেই ঠিক নয়, আমি আপনার প্রতি সম্মান রেখে লেখাটা দিয়েছিলাম কিন্তু আপনার বেসামাল আচরনে শুধু অবাকই নয় হতাশও হলাম ৷
মনে রাখবেন কাওকে নিজের দিকে টানতে না পারেন তবে বিগ্রিয়ে দেবেন না, এইটা ধর্মীয় ও আপনার রাজনৈতিক আদর্শ দুইটারই বিপরীত ৷
আর কান্নাকাটি করতেছেন কেন!!??
এইটা তো মহিলাদের অভ্যাস। কোন কিছু যুক্তিতে না পারলে কাইন্দা জেতা।
শুনেন কান্নাকাটি থামায়া পারলে স্ট্রেইট খেলুন। আমার উপরের কমেন্টের সঠিক জবাব দেন। আর কার কি জানেন সেটি শুনার আমার আজাইরা টাইম নাই। পারলে আমার কিছু দেখান, তবে হ্যা সেটি অবশ্যই বিশ্বাসযোগ্য প্রমান সহ।
আই এম ওয়েটিং
মন্তব্য করতে লগইন করুন