ফারাবী ও নিলসালুর প্রতি ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ জানুয়ারি, ২০১৪, ০৯:১২:৩২ রাত

না লিখে পারলামনা !! ফারাবী ও নিলসালু তারা দুই জনই আপনাদের অতি পরিচিত ৷ এক সময় তারা দুইজনই আমার অতি ভালো ফ্রেন্ড ছিলেন (হারানো আইডিতে) তাদের দুইজনের সাথেই আমার আদর্শগত পার্থক্য ছিল বিদায় মাঝে মধ্যে বিতর্কও হত ৷ আইডি হ্যাকিংয়ের পর তাদের সাথে তেমন যোগাযগ হয়ে উঠেনি; কারন ফারাবী তখন জেলে আর নিলসালু নিজেকে ইয়াআআ.. বড় সেলিব্রেটি ভাবতে শুরু করে ছিল, তাই আর রিকুয়েস্ট ও পাঠানো হয়নি আর তারাও আমাকে খুজেনি বা আমার মত নগন্য লোককে খুজার প্রয়োজন মনে করেনি ৷

আজ অনেকদিন পর এক পুরানো বন্ধুর অনুরোধে তাদের দুইজনের ব্লগ দেখলাম ৷ দুই/তিনটা ব্লগ পড়ে মনটা খুব খরাপ হয়ে গেলো.. তারা একে অপরের বিরদ্ধে কোমর বেধে যুদ্ধে নেমেছে ৷ ফারাবী তার ব্যক্তিমত প্রকাশ করে কিছু পোস্ট দিয়েছে (তা যৌক্তিক কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে) তার প্রতিবাদ করতে গিয়ে নিলসালু ফারাবীর ব্যক্তিগত দুর্বলতা সামনে নিয়ে আসছে ৷ আমি ফারাবীর সব পোস্টের সাথে একমত নয়, তবে নিলসালুর এমন ব্যক্তিগত আক্রমন আমি কিছুতেই সমর্থন করিনা ৷

ব্যক্তিগত আক্রমন কখনই প্রতিবাদের ভাষা হতেপারে না ৷ ইসলামেও এই বিষয় নিষেধ আছে ৷ আর ব্যক্তিগত দুর্বলতা সবারই কম বেশি থাকে, কিছুদিন আগে আমার অন্য দুই পুরানো বন্ধু সোহাগ ও অরজেলের কেলেংকারীও আমরা দেখেছি ৷

জানিনা আমার এই অনুরোধ তাদের কাছে পৌছাবে কিনা যেহুতু তারা সেলিব্রেটি বনে গেছেন, তারপরেও নিলসালু ও ফারাবী দুইজনের কাছেই আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে এইসব অযাচিত (ক্ষেত্র বিশেষ অনৈতিকও বটে) কাজ বন্ধ করুন, আপনাদের এমন অযাচিত কর্মকান্ডের কারনে নাস্তিকরা আস্ফালন পাচ্ছে তিরস্কার করছে ৷

তাই বৃহত্তর স্বার্থে আপনারা এইসব বন্ধ করুন, আল্লাহ আপনাদের সাহায্য করুন (আমিন)

বিষয়: বিবিধ

২৭৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167476
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
ওমার আল ফারুক লিখেছেন : নীলশালু এক সময় আমার ফ্রেন্ড ছিল যখন তার ফ্রেন্ড ছিল গুটি কয়েক|সামান্য উপকার করেছিলাম ওনাকে প্রতিদান হিসেবে উনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে|
এই ঝগড়া ঝাটি থামা উচিৎ
167485
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
লাঠীপেটা লিখেছেন : ফারাবী একটা মানুসিক রুগী সে সাম্প্রদয়িকতাকে উস্কে দেয়l
নাস্তিক নাস্তিক ফাল পারা ছাড়া কোন কাম নাইl
কিছু দিন আগে দেখলাম হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমনাত্তক পোস্ট দিতে তার উপ্রে বলে তার এই পোস্ট পড়ার পর সকল হিন্দুর সরম থাকলে বিষ খেয়ে মরে যেতে আর ফারাবীর ফ্লেক্সী আর ভিক্ষার কথা নাই বললাম
167577
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
শারমিন হক লিখেছেন : তাঁরা যেন তাঁদের ঝগড়া অচিরেই বন্ধ করতে সক্ষম হন সেই দোয়া করি।
167618
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৫
নীলসালু লিখেছেন : ষাঁড় স্টাইলে না চিল্লাইয়া যুক্তিক কিছু বলেন মিয়া,

ব্যাক্তিগত ব্যক্তিগত করে চিল্লায়তাছেন যে, ব্যক্তিগত মানে কি জানেন???

নির্দিষ্ট একজনের সাথে যদি সে এমন করতো তবে সেটিকে ব্যক্তিগত হিসেবে ছেড়ে দেওয়া যেতো। কিন্তু সে সব মেয়ের সাথেই এমন চ্যাট করে। উদাহরণস্বরূপ, আপনি কাল একটি মেয়ে আইডি তৈরী করুন আর ফারাবীর সাথে চ্যাট করুন। আমি ২০০% শিউর সে কাল গেলে পরশু তসলিমা নাসরিন স্টাইলে আপনার সাথে চ্যাট করবে। আমি তো শুধু মাত্র একটি মেয়ের অশ্লীল চ্যাট প্রকাশ করেছি যার ব্যাপারে তার স্বিকারত্তিও আছে। এমন একের অধিক মেয়ের সন্ধান আমি আপনাকে মুহুর্তের মধ্যেই দিতে পারবো যারা কিনা এই ফারাবীর এমন অশ্লীলতার শিকার হয়েছে। এটিকে কিভাবে আপনি ব্যক্তিগত বলবেন???

এভাবে লুইচ্চামি করাকে ব্যক্তিগত বলেনা।
এভাবে আপনার আমার বোনকে সে প্রতিনিয়ত উলঙ্গ করে যাবে আর আপনি সেটিকে ব্যক্তিগত বলবেন??
এভাবে সে প্রতিনিয়ত আপনার আমার বোনকে ধর্ষণ করে যাবে আর আপনি সেটিকে ব্যক্তিগত বলবেন??
সে ইসলামের নাম ভাঙিয়ে জঙ্গিপনা করবে সেটিকে আপনি ব্যক্তিগত বলবেন??

ভবিষ্যতে এমন ধরনের সমালোচনা করার আগে সাড়ে ১০ বার ভেবে তারপর পোস্ট দিবেন। অন্যথায় বাকশালী স্টাইলে নিরব দর্শকের ভুমিকা পালন করবেন।
মাইন্ড ইট
167625
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৮
দৃপ্ত কন্ঠ লিখেছেন : যদিও খারাপ লাগে এ ধরনের আক্রমনাত্মক পোস্ট দেখলে...সাধারনের জাস্টিফিকেশনের জন্য কিছু জিনিস জানানো দরকার.কি অদ্ভুত স্বভাব.....কেউ একদিন ভাই ভাল আছেন বলে মেসেজ দিলে পরের দিন ই দীন প্রচারের উদ্যেশ্যে নেট কেনার টাকা চাওয়া.একদিন বামপন্থী এক ব্লগার এ ব্যাপারটা আমাকে বলেছিল কিন্তু বিশ্বাস করতে পারি নি.কিন্তু যখন নিজের ক্ষেত্রে একই ঘটনা ঘটলো ভীষন কষ্ট পেয়েছি.ইসলামের নাম ভাঙ্গিয়ে এভাবে টাকা হাতানো আর যাই হোক ইসলাম সম্মত হতে পারেনা.
167626
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৭
সঠিক ইসলাম লিখেছেন : আপনি ফারাবীকে সাপোর্ট দেয়ার জন্য নিলসালু ভাইকে দোষারোপ করলেন ফারাবীর ব্যাক্তিগত লুইচ্চামির নোংড়ামি সবার সামনে প্রকাশ করে দেয়ার জন্য। আপনি ই বলুনতো একজন ইসলামী লেখক যদি এহেন লুইচ্চামী করে যেতেই থাকে দিনের পর দিন বছরের পর বছর, তবে তার ইসলাম বিষয়ক পোষ্টগুলো কি ইসলামের উপকার সাধিত না করে উল্টা ক্ষতিকারক হচ্ছেনা ? তাকে নিয়ে নাস্তিকরা প্রচারনা করে থাকে যে, ওহে ফ্রাবী প্রেমী ইসলামী জিহাদীরা দেখো তোমাদের সেলিব্রিটির চরিত্র কতইনা সুন্দর। এহেন পরিস্থিতিতে কি তার লেখালেখি ইসলামের উপকার করল নাকি ১৮০ ডিগ্রী রিএকশন করল ? আপনি কারো ব্যাক্তিগত নোংড়ামী ঘাটার কারনে ক্ষোভ প্রকাশ করলেন, ভাল কথা, ফ্রাবী যদি আপনাদের কাছে এতই হিরো হয়ে থাকে যে, তার নোংরামী প্রকাশ করা যাবেনা, তার ব্যাক্তিগত ব্যাপারে কিছুই বলা যাবেনা, তাহলে ফ্রাবী যে সদা সর্বদা জামাত নেতাদেরকে যুদ্ধাপরাধী, ধর্ষক, মানবতাবিরোধী অপরাধী বলে গালাগালি করে তাদের ব্যাক্তিগত ব্যাপার
(মিথ্যা) নিয়ে নাস্তিকদের সাথে সুর মিলিয়ে ইতরামী করে তখন আপনাদের এই সুশীলগিরী কোথায় থাকে ?

এনি হাউ, ফ্রাবী হিযবুত তাহরীর করার কারনে জামাতে ইসলামকে দেখতে পারেনা। এবং জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা বিষেদ্গার ছড়ায়। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম তার দলের কর্ম পদ্ধতি কি ? জামাত ভুল পথে থাকলে দেশে ইসলামী হুকুমত কায়েমে তাদের সঠিক কর্মনীতি কি তা বর্ণনা করার জন্য। কিন্তু সে অদ্যবধি তা বলতে সক্ষম হয় নি। আপনার কি জানা আছে আপনার পেয়ারা ফ্রাবীর দল হিযবুত তাহরীর কিভাবে দেশে কুরআানের আইন চালু করতে চায় ?
167643
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৪:১২
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : জনাব নিলসালু আমি আপনার এমন বেসামাল সভাব সমন্ধে আগেই অবগত ছিলাম, আমার ধারনা হয়েছিল আপনার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে ৷ কিন্তু আমার ধারনা পুরাই বিফল !! আপনার সমন্ধে চার পায়ের এক প্রাণীর পিছনের অংশের মেছাল দেয়া যেত তবে দিলাম না ৷

ফারাবীর এমন আচরন সমন্ধে আমি অন্তত আপনার আগে জানি, সে হিজবুতি, তার ফ্লেক্সি কেলেঙ্কার..., মেয়ে.... সব কিছুই আমি জানি এইজন্য একাধিকবার তার সাথে জামেলাও হয়েছে আমার কাছে তার এইসব কাজ অবশ্যই নিন্দনীয় ৷

তার মানে এই নয় যে খোলা মাঠে হাড়ি ভাঙ্গতে হবে, তাও আবার দলীয় দৃষ্টিকোণ থেকে !!! ফারাবী যদি আজ আপনার দলের কর্মী হত তাহলে আপনি নিশ্চয় তার দোষ গুলা এভাবে প্রচার করতেননা ৷ ফেসবুকে অনেকের লুইচ্চামি আমাদের জানা আছে, অনেকের প্রমোটবাজির ব্যবসা সমন্ধেও আমাদের ধারনা আছে ৷

যাক সে কথা; বিবেক দিয়ে চিন্তা করে একটু নিচের দিকে তাকান, আপনার আচরনে মনে হচ্ছে উপরের দিকে তাকাতে তাকাতে আপনি আর নিচের দিকে তাকাতেই পারছেননা অনেকটা মানুষিক প্রতিবন্ধীর মত ৷

এইটা কোনো ভাবেই ঠিক নয়, আমি আপনার প্রতি সম্মান রেখে লেখাটা দিয়েছিলাম কিন্তু আপনার বেসামাল আচরনে শুধু অবাকই নয় হতাশও হলাম ৷

মনে রাখবেন কাওকে নিজের দিকে টানতে না পারেন তবে বিগ্রিয়ে দেবেন না, এইটা ধর্মীয় ও আপনার রাজনৈতিক আদর্শ দুইটারই বিপরীত ৷
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
121662
নীলসালু লিখেছেন : তো আপনি কোথাকার কে চলে এসেছেন যে একেবারে আপনার পা ধুয়ে পানি খেতে হবে!!

আর কান্নাকাটি করতেছেন কেন!!??
এইটা তো মহিলাদের অভ্যাস। কোন কিছু যুক্তিতে না পারলে কাইন্দা জেতা।
শুনেন কান্নাকাটি থামায়া পারলে স্ট্রেইট খেলুন। আমার উপরের কমেন্টের সঠিক জবাব দেন। আর কার কি জানেন সেটি শুনার আমার আজাইরা টাইম নাই। পারলে আমার কিছু দেখান, তবে হ্যা সেটি অবশ্যই বিশ্বাসযোগ্য প্রমান সহ।

আই এম ওয়েটিং
167775
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
জাগো মানুস জাগো লিখেছেন : thats why gen blogger donot to visit blog site & donot want to blogger, now a days i realize.
323521
৩০ মে ২০১৫ রাত ১১:৫৮
গালিব আক্তার লিখেছেন : আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে , আমরা আল্লাহ তা'য়ালার ইবাদাত বাদ দিয়ে মানুষের পূজা করা শুরু করে দিয়েছি । আর পূজনীয় ব্যক্তিকে পূজা করতে করতে আল্লাহ তা'য়ালার সমকক্ষ নিতেও দ্বিধা করছি না ( নাঊযুবিল্লাহ) ! আমরা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে , দলের নেতাদের উক্ত পূজা করতেই ব্যস্ত ! যদি ধর্মীয় লেবেল আঁটা দল হয় , তবে নেতাগুলো নিঃসন্দেহে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত ।আর গাঁজাখুরী গল্প তো আছেই ।আর বাম দল হলেও নেতাগুলো আল্লাহর ওলি বলে চলে আমাদের বিশেষ মিথ্যাচার ! যখন আপনি আল্লাহ তা'য়ালার নাযিলকৃত কুরআন এবং মহা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এঁর হাদীস রেখে আপনার নেতাদের লেখা বই থেকে বয়ান করবেন অথবা অতিরিক্ত প্রশংসায় পঞ্চমুখ হবেন ! তখন আপনি বলতে গেলে নিঃসন্দেহে একজন স্বার্থবাদী ভন্ড ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File