রানা প্লাজাঃ রেশমা থাকে ফাইভস্টার হোটেলে আর সালমা আত্মহত্যা করে ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ জানুয়ারি, ২০১৪, ০৫:৫৯:২৫ বিকাল

রানা প্লাজা ধ্বসের ঘটনায় আহত সালমা আক্তার নামে এক মহিলা আত্মহত্যা করেছে !! সালমা গুরুতর আহত অবস্থায় অনেকদিন হাসপাতালে ছিলেন, কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও চাকরি করতে অক্ষম ছিলেন, তাই অভাব লেগেছিল সংসারে ৷ অসুস্থ সালমার চিকিত্সা চালানোও সম্ভব হচ্ছিলনা, শরীরে একাধিক ক্ষত নিয়ে যন্ত্রনায় কাতরাতে হত তাকে ৷ এমন অবস্থায় সালমা মানুষিক ভাবে হতাশ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেচবে নেয় ৷

আমি ঢংগিলা গোপালির কাছে জানতে চাই; রানা প্লাজার আহত নিহতদের জন্য যে হাজার হাজার কোটি টাকা অনুদান এসেছিল সেগুলা কোথায় ? কেনো সালমাকে তার প্রাপ্য অনুদান বুজিয়ে দেয়া হলোনা ? তাহলে তো সালমাকে অভাবের তাড়নায় প্রাণ দিতে হতনা ৷ কথিত আহত রেশমার জন্য লাখ লাখ টাকা খরচ করা হলো, তাকে ফাইভস্টার হোটেলে চাকরি দেয়া হলো আর সালমাকে তার প্রাপ্য টুকুও দেয়া হলোনা ৷

আমার তো মনে হচ্ছে রানা প্লাজার আহতদের জন্য দেশী বিদেশী যে অনুদানটা এসেছিল তা হাসিনা ও তার চামচা বাহিনী গিলে খেয়ে ফেলেছে ৷ কারন অনুদানের টাকা গুলো হাসিনার একাউন্টে মানে প্রধানমন্ত্রীর বিশেষ একাউন্টে ৷ তাই আমার ধারনা চাটারদল সব চেটে খেয়ে ফেলেছে...

বিষয়: রাজনীতি

৯৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167355
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রধান মন্ত্রীর তহবিলের মোটা অঙ্কের টাকা গেল কৈ ?
167386
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
প্রিন্সিপাল লিখেছেন : বর্তমান সময়টাই হল, নাটকের সময়। তাই রেশমা নাটক করে পকালী আর অন্যরা নাটক না বুঝে হল সর্বহারী।
167429
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে আমরা এক আজব দেশের মানুষ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File