একটা জরুরী বিষয়;

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ জানুয়ারি, ২০১৪, ০৮:০৪:১৭ সকাল

অনেকে ভুল করে বা অপপ্রচারের বিভ্রান্ত হয়ে বিশ্ব ইজতেমাকে হ্বজের সাথে তুলনা করছেন, এবং কিছু মিডিয়াকেও এমন অযৌক্তিক কথা বলতে শুনা গেছে ৷ আল্লাহর ওয়াস্তে সবইকে সাবধান হবার অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা কেউ এমন কথা মুখে দুরে থাক অন্তরেও আনবেন না ৷ এই ব্যপারে আমাদের মুহতারাম মুরব্বিদের কঠিন থেকে কঠিনতর নিষেধ আছে ৷

ইজতেমার ময়দান সাধারণ একটা জায়গা এখানে হাদিসে উল্লেখিত আল্লাৰ রাস্তায় ইবাদতের নেকি ছাড়া আর অন্য কোনো বিশেষত্ব নেই, যারা এমন বলছেন তারা নিজেদের মুর্খতার কারনেই বলছেন ৷ এখানে ইজতেমা আনজাম ওয়ালাদের কোনো অনুমতি নেই বরং কঠিন নিষেধ আছে ৷

শুধু তাই নয়; ইজতেমা পরিচালকরা মানে দাওয়াতে তাবলীগের মুতারাম মুরব্বিগ্ন এখন পর্যন্ত ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলেননা, ইজতেমার মাসোয়ারার কাগজে এখনো "টঙ্গী ইজতেমা" লেখা হয় এবং কি ইজতেমাওয়ালাদের কাছথেকে যে সকল ব্যনার ও অস্থায়ী ফেস্টুন ব্যবহার করা হয় সেগুলাতেও বিশ্ব ইজতেমা না লিখে "টঙ্গী ইজতেমা" লেখা হয় ৷

আর হ্বজের সাথে তুলনা করা বা কল্পনা করার তো প্রশ্নই আসেনা ৷ তাই সবাই সাবধান, আল্লাহ আমাদেরকে সহি বুজ দান করুন (আমিন)

বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167192
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিকভাবে দ্বীন বুঝে মানার তাওফীক দান করুন। আমীন
167229
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File