সাংবাদিক মনির হায়দারকে চাকরিচ্যুত করা হয়েছে৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৪ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:৩৯ বিকাল

দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ও সাহসী প্রতিবাদী সৈনিক মনির হায়দারকে চাকরিচ্যুত করা হয়েছে ৷ তার অপরাধ তিনি সরকারের অনৈতিক কর্মকান্ডের সমালোচনা করতেন, এই পরাধের তাকে চাকরি হারাতে হয়েছে ৷ ইত্তেফাকের বর্তমান সম্পাদক ও মালিক হলেন হাসিনা সরকারের বন-জঙ্গল মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তাই হাসিনার কথা অনুযায়ী মনির হায়দারকে চাকরিচ্যুত করেছে মানিক মিয়ার এই অযুগ্য ছেলে ৷

মঞ্জুর বাবা ছিলেন বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, যে মানিক মিয়ার সাথে দেখা করতে অনুমতি চাইতেন তত্কালীন প্রেসিডেন্ট আয়ুব খান ৷ আর তার ছেলে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর পদলেহন করি ৷ সত্যিই অবাক হবার মত বিষয়, ঠিক যেনো বাঘের ঘরে বিড়ালের জন্ম ৷

যাক সে কথা; আমরা জোর দাবি জানাচ্ছি সময়ের সাহসী সৈনিক সাংবাদিক মনির হায়দারকে তার চাকরি ফিরিয়ে দেয়া হোক, নাহয় একসময় জঙ্গল মন্ত্রী মঞ্জুকে অনেক বেশি পস্তাতে হবে ৷

বিষয়: রাজনীতি

১৪৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166749
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৫
জুমানা লিখেছেন : পদ লেহন করে যিনি মন্ত্রী হতে পারেন, তিনি সাহসী ব্যক্তিদের তো ঘৃণা করবেনই। মনির হায়দার সত্যিই সাহসী সাংবাদিক।
166750
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
মুিনর লিখেছেন : ধন্যবাদ আপনাকে এ লেখার জন্য। ভাই এ দালালেরা কিছু্ই পস্তাতে হবে না। এরা দালালি করতে করতে তাদের জীবনটুকু শেষ করে দিল। পরকালে যদি মহান আল্লাহ তায়ালা এদেরকে তাদের কুকর্মের জন্য শাস্তি দেন।
166758
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১১
শিশির ভেজা ভোর লিখেছেন : এসব লোকের চাকরি হারায় না ভাই। এই জায়গায় হারালে অন্য জায়গায় পাবে। সো নো টেনশন্
166803
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
জেদ্দাবাসী লিখেছেন : মনির হায়দার সাহেব লিখেছেন "যৌথবাহিনীর সুপ্রশিক্ষিত সদস্যরা রাতের ঘুটঘুটে আঁধার চিরে সহিংসতাকারীর খোঁজে চষে বেড়াচ্ছেন শহর-বন্দর-গ্রাম। কোথাও কোন সহিংসতাকারীর টিকি দৃশ্যমান হওয়া মাত্রই গর্জে উঠছে যৌথবাহিনীর রাইফেল। মুহূর্তেই এফোঁড়-ওফোঁড় হয়ে যাচ্ছে শত্রুর শরীর। "
মনির হায়দার সাহেব সত্যিই সময়ের সাহসী সাংবাদিক তাহাকে মোবারক বাদ ।

অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File