সাংবাদিক মনির হায়দারকে চাকরিচ্যুত করা হয়েছে৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৪ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:৩৯ বিকাল
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ও সাহসী প্রতিবাদী সৈনিক মনির হায়দারকে চাকরিচ্যুত করা হয়েছে ৷ তার অপরাধ তিনি সরকারের অনৈতিক কর্মকান্ডের সমালোচনা করতেন, এই পরাধের তাকে চাকরি হারাতে হয়েছে ৷ ইত্তেফাকের বর্তমান সম্পাদক ও মালিক হলেন হাসিনা সরকারের বন-জঙ্গল মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তাই হাসিনার কথা অনুযায়ী মনির হায়দারকে চাকরিচ্যুত করেছে মানিক মিয়ার এই অযুগ্য ছেলে ৷
মঞ্জুর বাবা ছিলেন বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, যে মানিক মিয়ার সাথে দেখা করতে অনুমতি চাইতেন তত্কালীন প্রেসিডেন্ট আয়ুব খান ৷ আর তার ছেলে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর পদলেহন করি ৷ সত্যিই অবাক হবার মত বিষয়, ঠিক যেনো বাঘের ঘরে বিড়ালের জন্ম ৷
যাক সে কথা; আমরা জোর দাবি জানাচ্ছি সময়ের সাহসী সৈনিক সাংবাদিক মনির হায়দারকে তার চাকরি ফিরিয়ে দেয়া হোক, নাহয় একসময় জঙ্গল মন্ত্রী মঞ্জুকে অনেক বেশি পস্তাতে হবে ৷
বিষয়: রাজনীতি
১৪৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনির হায়দার সাহেব সত্যিই সময়ের সাহসী সাংবাদিক তাহাকে মোবারক বাদ ।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন