"গোলাপীরে গোলাপী ট্রেন তো মিস করলি"
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৪ জানুয়ারি, ২০১৪, ১২:১৫:৪৫ দুপুর
"গোলাপীরে গোলাপী ট্রেন তো মিস করলি" "হায় মরে যান পেয়ারে..." শব্দগুলা শুনে আপনার যদি ধারনা হয় সদরঘাটের কিংবা মাদারীপুরের ....পল্লীর কোনো মহিলা হাস্যরস করে তার সহকর্মীকে বলেছে ৷ তবে বলতে হয় আপনার ধারনায় ছাই পরেছে, কারন এই কথাগুলা সদরঘাটের কিংবা মাদারীপুরের ...পল্লীর কেউ বলেনি এই কথাগুলা বলেছে স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী !!
বাহ আমাদের কি সৌভাগ্য (!) আমাদেরকে এখন আর বিশেষ স্থানে যেতে হয়না বিশেষ স্টাইলের কথা শুনতে, কারন স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রীই বিশেষ স্টাইলের কথা বলে আমাদের কে মনরঞ্জন করে দেয় ৷
এইসব তাত্বিক কথা বাদ দিয়ে একটু বাস্তবতায় আসি; আপনাদের নিশ্চই মনে আছে গত মাসের ২৯ তারিখে বেগম জিয়াকে তার বাসা থেকে বের হতে বাধাদানকারী পুলিশদের বেগম জিয়া বলেছিলেন "বাড়ি কই গোপালি.."
বেগম জিয়া এইকথা বলার কারনে আওয়ামী পাগলা-পাগলীরা বেগম জিয়ার বিরদ্ধে শত শত হুমকি ধমকি দিয়েছে এবং কি বেগম জিয়ার বিরদ্ধে মামলা পর্যন্ত করেছে !! যদিয় সে মামলা আদলত গ্রহন করেনি ৷
তাদের মতে গোপালি বলাটা মহাঅন্যায় !! আমি চেলেঞ্জ দিয়ে বলছি গোপালি বলা কোনো ভাবেই অন্যায় নয় ৷
প্রমান দেখুন; ধরুন আপনার বাড়ি সিলেট জেলায় তখন আপনাকে কেউ যদি সিলেটি বলে তাহলে সেটা কি অন্যায় হবে ?
বা আপনার বাড়ি বরিশাল এখন যদি আপনাকে বরিশালী বলা হয় তাহলে সেটা কি অন্যায় হবে ?
নিশ্চই অন্যায় হবেনা; তাহলে গোপালগঞ্জের মানুষকে গোপালি বললে অন্যায় হবে কেনো !!
এবার দেখুন আমাদের প্রধানমন্ত্রীর কথা; তিনি সরাসরি খালেদা জিয়াকে "গোলাপী" বলে সম্মধন করছেন যেটা বেগম জিয়ার সাথে কোনো ভাবেই যায়না, কারন তার নামও এত নয় এবং তার জেলার নামের সাথেও এত মিলেনা, কারন বেগম জিয়ার জেলা হলো বৃহত্তর নোয়াখালী (বর্তমান ফেনী) ৷
শুধু তাই নয়; তিনি বেগম জিয়াকে তুই করে সম্মধন করেছেন "...ট্রেন মিস করলি" মানে সরাসরি 'তুই' শব্দ ব্যবহার !!!
এই যদি হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভাষা ব্যবহার তখন লজ্জায় মুখ লুকানো ছাড়া কি আর কোনো উপায় থাকে !!!!
(বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি কিছু বললামনা)
বিষয়: রাজনীতি
১২৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন