হাসিনার নিরাপত্তায় ভারতীয়রা !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৩ জানুয়ারি, ২০১৪, ১২:৪৬:২০ দুপুর
শুনা যাচ্ছে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী এস এস এফ'এর ভেতর ভারতীয়দের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে ৷ বিভিন্য সংবাদ মাধ্যমে ও অনেক জাতীয় নের্তিবৃন্দের মুখে এমন কথা শোনা যাচ্ছে ৷ যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এর দুইটা কারন হতে পারে:-
এক: হাসিনা আমাদের দেশের মানুষকে মানে বাংলাদেশী সৈনিকদের বিশ্বাস করতে পারছেনা ৷ হাসিনা ভাবছে সে যেভাবে গনহত্যা চালিয়েছে তাতে বাংলাদেশী সৈনিকেরা যে কোনো সময় তার উপর আক্রমন করতে পারে, তাই নিরাপত্তার খাতিরে ভারতীয় বাহিনীকে এস এস এফ নিয়োগ করেছে ৷
দুই: হাসিনা কার্যত ভারতীয়দের কাছে বন্ধি, হাসিনা এখন নিজের ইচ্ছে কিছুই করতে পারেনা, হাসিনা সম্পুর্ন দিল্লির নির্দেশে দেশ পরিচালনা করছে ৷ হাসিনা যেনো উল্টা পাল্টা কিছু করার ইচ্ছা করলেও করতে না পারে সে জন্য ভারত নিজেদের বাহিনী দিয়ে হাসিনাকে কার্যত বন্ধি করে রেখেছে ৷
দুতার কোনটাই শুভকর নয়; এবং হাসিনা এর দ্বারা নিজের বিপদ ছাড়া ভালো কিচু দেখে আনছেন না ৷ কারন হাসিনার বাবা মুজিবের পারিবারিক প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলো 'র' প্রধান, কিন্তু যখন মুজিবের কোপালে মৃত্যু আসে তখন কেউ তাকে বাচাতে পারেনি ৷ তাই হাসিনারও এমন ভাবা বোকামি ছাড়া কিছুই নয় যে ভারত তাকে বাচাবে ৷ বরং ভাগ্যে যা আছে তাই হবে ৷
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
মন্তব্য করতে লগইন করুন