ইয়াহুদিবাদিদের ষরযন্ত্র দাওয়াতে তাবলীগের মারকাজে বোমা হামলা ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ জানুয়ারি, ২০১৪, ০২:২৮:৩৮ দুপুর
গতরাতে পাকিস্তানের পেশোয়ারে দাওয়াতে তাবলীগের মারকাজ মসজিদের সামনে বোমা হামলা চালিয়েছে ইয়াহুদীরা এতে ২৬ জন (দ্বিমত আছে) ভাই শহিদ হয়েছেন ও অসংখ্য ভাই আহত হয়েছেন ৷
এই হামলাটা ইয়াহুদীদের গভীর ষড়যন্ত্রের অংশ, দাওয়াতে তাবলীগের বিশ্ব ব্যাপী সাফল্য দেখে ইয়াহুদীদের মাথা ঠিক নেই তাই তারা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে ৷ ইয়াহুদীরা এই হামলার মাধ্যমে দাওয়াতে তাবলীগের সাথীদের অন্তরে ভয় ভীতি লাগাতে চাইছে অন্যদিকে তালেবান ও তাবলীগের মধ্যে একটা বিরোধের আশা করছে ৷
ইয়াহুদীদের পরিকল্পনা হচ্ছে এই হামলার দায়ভার তালেবানের উপর চাপিয়ে সাধারন মুসলমানের অন্তরে তালেবান সমন্ধে বিরূপ ধারনার জন্ম দেবে ৷
ইনশা আল্লাহ আমি আজম-বিল-যজম করে বলতে পারি ইয়াহুদীরা তাদের এই ষড়যন্ত্রে নাকামিয়াব নাস্তানাবুদ হয়ে যাবে, এবং এই ঘঠনার পর মুসলমানদের ঐক্য আরো সুদৃঢ় হবে ৷ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন (আমিন) ৷
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি এই উম্মাহর বিরুদ্ধে শয়তানদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দাও।
সব মুসলমানদের ঐক্য চাই ৷
সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন,আমিন।
মন্তব্য করতে লগইন করুন