ইয়াহুদিবাদিদের ষরযন্ত্র দাওয়াতে তাবলীগের মারকাজে বোমা হামলা ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ জানুয়ারি, ২০১৪, ০২:২৮:৩৮ দুপুর

গতরাতে পাকিস্তানের পেশোয়ারে দাওয়াতে তাবলীগের মারকাজ মসজিদের সামনে বোমা হামলা চালিয়েছে ইয়াহুদীরা এতে ২৬ জন (দ্বিমত আছে) ভাই শহিদ হয়েছেন ও অসংখ্য ভাই আহত হয়েছেন ৷

এই হামলাটা ইয়াহুদীদের গভীর ষড়যন্ত্রের অংশ, দাওয়াতে তাবলীগের বিশ্ব ব্যাপী সাফল্য দেখে ইয়াহুদীদের মাথা ঠিক নেই তাই তারা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে ৷ ইয়াহুদীরা এই হামলার মাধ্যমে দাওয়াতে তাবলীগের সাথীদের অন্তরে ভয় ভীতি লাগাতে চাইছে অন্যদিকে তালেবান ও তাবলীগের মধ্যে একটা বিরোধের আশা করছে ৷

ইয়াহুদীদের পরিকল্পনা হচ্ছে এই হামলার দায়ভার তালেবানের উপর চাপিয়ে সাধারন মুসলমানের অন্তরে তালেবান সমন্ধে বিরূপ ধারনার জন্ম দেবে ৷

ইনশা আল্লাহ আমি আজম-বিল-যজম করে বলতে পারি ইয়াহুদীরা তাদের এই ষড়যন্ত্রে নাকামিয়াব নাস্তানাবুদ হয়ে যাবে, এবং এই ঘঠনার পর মুসলমানদের ঐক্য আরো সুদৃঢ় হবে ৷ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন (আমিন) ৷

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163576
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
সাঈদ রাহমানী লিখেছেন : আল্লাহ সহায়
163581
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
আহমদ মুসা লিখেছেন : মুসলিম উম্মাহর মধ্যে অনৈক্যর সুযোগ নিচ্ছে ইহুদী এবং নাসারা। মুসলিম উম্মাহর চিন্তাশীল অগ্রনায়কেরা যদি এসব বিপদ বুঝতে ব্যর্থ হয় তবে জাতির কপালে এধরণের দুর্গতি এড়ানো যাবে কিভাবে?
163583
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
মাই নেম ইজ খান লিখেছেন : আয় আল্লাহ!
তুমি এই উম্মাহর বিরুদ্ধে শয়তানদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দাও।
163697
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
জেদ্দাবাসী লিখেছেন : সৎ মানুষ, ভাল পোস্টের নিয়ম হচ্ছে খবরের সুত্র উল্লেখ করা।বিনীত ।
সব মুসলমানদের ঐক্য চাই ৷
সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন,আমিন।
163768
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৩
শেখের পোলা লিখেছেন : আমিন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File