কে এই মিন্টু ? হাসিনার সাথে তার কি সম্পর্ক ছিলো ? কেনো মিন্টু এখন জেলখানায় ?
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৬ জানুয়ারি, ২০১৪, ০৫:০৬:৫৭ বিকাল
জিবনে কোনো দিন এমপি মন্ত্রী না হলেও রাজনৈতিক অঙ্গনে আব্দুল আওয়াল মিন্টুর নামটা অনেক বেশি আলোচিত ৷ যে কয়েকজন লোকের ধারা মৃত আওয়ামীলীগ পুনজন্ম গ্রহন করেছিল তাদের মধ্যে মিন্টু সাহেব ছিলেন অন্যতম ৷ ৮২ সালে হাসিনা দেশে আসার পরপরেই বিশিষ্ট ব্যবসায়ী মিন্টুর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেন ৷ ওবায়দুল কাদেরের মতে "সুধাসধনে মিন্টুর অবাদ যাতায়াত ছিলো"
দীর্ঘ ১২ বছর "অবাদ যাতায়াতের" সম্পর্ক থাকার পর ১৯৯৬ সালে মিন্টু সাহেব হাসিনাকে ক্ষমতায় বসাতে উঠেপড়ে লাগেন ৷
৯৬'তে যে জনতার মঞ্চের মাধ্যমে বিএনপি সরকারের পতন হয়েছিল সেই মঞ্চের প্রধান উদ্যোক্তা ছিলেন এই মিন্টু ৷ জনতার মঞ্চের; মঞ্চ তৈরী থেকে শুরু করে লোক জমায়াত, আমলাদের সম্পৃক্ত করা, খাবারের ব্যবস্তাসহ সব কিছুই হয়েছিল মিন্টুর টাকা দিয়ে ৷
জনতার মঞ্চের সাফল্যের পর যখন বিএনপি কেয়ারটেকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয় তখন আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেয় ৷
সে নির্বাচেন আওয়ামীলীগের ৩০০ আসনে নমিনেশন কে পাবে আর কে পাবেনা তাও ঠিক করেছিল মিন্টু সাহেব নিজে !! হাসিনা তখন সম্পুর্ন ভাবে মিন্টুর উপর এই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ৷
শুধু তাই নয়; ৯৬'তে হাসিনা মন্ত্রী পরিষদও গঠন করেছিলেন মিন্টুর পরামর্শ অনুযায়ী ৷ এক কথায় ৯৬'তে হাসিনাকে ক্ষমতায় বসানোর পিছনে ৮০ ভাগ অবদান ছিলো এই আব্দুল আওয়াল মিন্টুর !!
১৯৯৯ সালের দিকে হাসিনার সাথে মিন্টুর দুরত্ব সৃষ্টি হয়, এর পিছনে কারন ছিলো আওয়ামীলীগের তত্কালীন অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব ৷ কিবরিয়া সাহেবের সাথে ব্যবসায়িক কারনে মিন্টুর বিরোধ সৃষ্টি হয়, এবং এই কারনেই মিন্টু আইয়ামিলিগ থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দেন ৷ বর্তমানে তিনি বেগম জিয়ার উপদেষ্টা ৷
কেন গ্রেপ্তার করা হয়েছিল;
সরকার বুজতে পরেছিল যদি মিন্টুকে বাহিরে রাখা হয় তাহলে ৯৬'তে যেভাবে মিন্টু হাসিনার সাথে মিলে বেগম জিয়ার পতন করিয়েছিল, তেমনি এবার বেগম জিয়ার সাথে মিলে হাসিনার পতন ঘটিয়ে দেবে ৷ তাই হাসিনা এতদিন পর্যন্ত মিন্টুকে হেফাজতের মামলায় জেলে আটকে রেখেছে ৷
শুধু তাই নয় মিন্টুর ছেলেকেও হাসিনা গ্রেপ্তার করিয়েছে, কারন হাসিনার ভয় ছিলো ছেলে যদি বাবার অনুসরন করে !!
বিষয়: রাজনীতি
১৪৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন