বিএনপি কি জামাতকে ছেড়ে দিয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করে দেবে ??

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৫ জানুয়ারি, ২০১৪, ০৯:১১:২৬ রাত

মনে করুন একদল ডাকাত আপনাকে আক্রমন করেছে, ডাকাত আপনার সব লুটে নিয়েছে শুধু বাকি আছে আপনার জানটা ৷ ডাকাত দল চাইছে সেটাও নিয়ে নিতে মানে আপনাকে মেরে ফেলতে !! কিন্তু বাদ সেদেছে আপনার হাতে থাকা একটা কর্যকরী হাতিয়ার ৷ এখন ডাকাত দল চাইছে আপনার হাত থেকে সেই হাতিয়ারটি সরিয়ে নিতে যাতে তারা আপনাকে শেষ করে দিতে পারে ৷

তবে ডাকাত দল বুজতে পেরেছে আপনি সহজে হাতিয়ারটা ছাড়ছেন না, তখন ডাকাত দল কুটকৌশল নিয়ে আপনাকে বলল; "যদি তুমি হাতিয়ারটা ফেলে দাও তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব"

আপন কি তখন ডাকাতদের উপর বিশ্বাস করে হাতিয়ার টি ফেলে দেবেন ? যদি আপনি তাই করে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনাকে ইহলোগ ত্যগ করতে হবে, কারন ডাকাতদের উদ্দেশ্যই আপনাকে খতম করা ৷

বর্তমান বিএনপির অবস্থাও এই উদাহরণে আপনি চরিত্রটার মত; বিএনপিকে হাসিনা চতুর্মুখী আক্রমন করে একেবারে কোনঠাসা করে ফেলেছে, বর্তমানে বিএনপির সাংগঠনিক তত্পরতা বলতে কিছুই নেই বিএনপিকে এখন নির্ভর করতে হচ্ছে তার জোটের অংশ জামাতের উপর, এটাই বাস্তবতা ৷

এখন হাসিনা চাইছে যে করেই হোক বিএনপি থেকে জামাতকে আলাদা করতে, যদি বিএনপি থেকে জামাতকে আলাদা করা যায় তাহলে বিরোধী মতের অস্তিত্বই থাকবেনা ৷ কারন বিএনপির ভোট ব্যাংক আছে তবে আন্দলন করার জানবাজ কর্মী নেই ৷

বিএনপিকে আন্দলন করতে হলে জামাতের মাধ্যমে করতে হবে, আর যদি জামাতই না থাকে তাহলে আন্দলনও হবেনা, হাসিনার গদিতেও কেউ হাত দিতে পারবেনা ৷ হাসিনা চাইছেই এটা;

এখন বিএনপিকে ঠিক করতে হবে তারা কি হাতের শেষ হাতিয়ারটা বিসর্জন দিয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করবে নাকি জামাতকে সঙ্গে রেখে আন্দলন বেগবান করবে ৷

বিষয়: রাজনীতি

১৯৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162874
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : যে অস্ত্র দিয়ে বিএনপি আওয়ামী লীগের হামলা ঢেকিয়ে রেখেছে সেটা ফেলে দিলে আওয়ামী লীগই সেই অস্ত্র নিয়ে বিএনপিকে ঘায়েল করবে ।
162879
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
শিকারিমন লিখেছেন : জামাত কি বি এন পি সাথে থেকে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে ?
162885
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এটাই বিএনপির ভয় ৷
162980
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪১
তায়িফ লিখেছেন : ১৯৯১ সালে জামাত যে নারী নেতৃত্ব সৃষ্টি করেছিল জাতিকে আজও তার মূল্য দিতে হচ্ছে। এভাবে বিএনপি রক্ষার জন্য আন্দোলন না করে জামাত যদি সব ইসলামী দলকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করত।
162988
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৩
সবুজেরসিড়ি লিখেছেন : বিএনপি জামাতকে কখনও ছাড়বে না . . .
163706
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩১
Anwarulhaque67 লিখেছেন : আওয়ামীলীগ জামায়াতকে এত ভয় পায় কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File