বিএনপি কি জামাতকে ছেড়ে দিয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করে দেবে ??
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৫ জানুয়ারি, ২০১৪, ০৯:১১:২৬ রাত
মনে করুন একদল ডাকাত আপনাকে আক্রমন করেছে, ডাকাত আপনার সব লুটে নিয়েছে শুধু বাকি আছে আপনার জানটা ৷ ডাকাত দল চাইছে সেটাও নিয়ে নিতে মানে আপনাকে মেরে ফেলতে !! কিন্তু বাদ সেদেছে আপনার হাতে থাকা একটা কর্যকরী হাতিয়ার ৷ এখন ডাকাত দল চাইছে আপনার হাত থেকে সেই হাতিয়ারটি সরিয়ে নিতে যাতে তারা আপনাকে শেষ করে দিতে পারে ৷
তবে ডাকাত দল বুজতে পেরেছে আপনি সহজে হাতিয়ারটা ছাড়ছেন না, তখন ডাকাত দল কুটকৌশল নিয়ে আপনাকে বলল; "যদি তুমি হাতিয়ারটা ফেলে দাও তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব"
আপন কি তখন ডাকাতদের উপর বিশ্বাস করে হাতিয়ার টি ফেলে দেবেন ? যদি আপনি তাই করে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনাকে ইহলোগ ত্যগ করতে হবে, কারন ডাকাতদের উদ্দেশ্যই আপনাকে খতম করা ৷
বর্তমান বিএনপির অবস্থাও এই উদাহরণে আপনি চরিত্রটার মত; বিএনপিকে হাসিনা চতুর্মুখী আক্রমন করে একেবারে কোনঠাসা করে ফেলেছে, বর্তমানে বিএনপির সাংগঠনিক তত্পরতা বলতে কিছুই নেই বিএনপিকে এখন নির্ভর করতে হচ্ছে তার জোটের অংশ জামাতের উপর, এটাই বাস্তবতা ৷
এখন হাসিনা চাইছে যে করেই হোক বিএনপি থেকে জামাতকে আলাদা করতে, যদি বিএনপি থেকে জামাতকে আলাদা করা যায় তাহলে বিরোধী মতের অস্তিত্বই থাকবেনা ৷ কারন বিএনপির ভোট ব্যাংক আছে তবে আন্দলন করার জানবাজ কর্মী নেই ৷
বিএনপিকে আন্দলন করতে হলে জামাতের মাধ্যমে করতে হবে, আর যদি জামাতই না থাকে তাহলে আন্দলনও হবেনা, হাসিনার গদিতেও কেউ হাত দিতে পারবেনা ৷ হাসিনা চাইছেই এটা;
এখন বিএনপিকে ঠিক করতে হবে তারা কি হাতের শেষ হাতিয়ারটা বিসর্জন দিয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করবে নাকি জামাতকে সঙ্গে রেখে আন্দলন বেগবান করবে ৷
বিষয়: রাজনীতি
১৯৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন