মুক্তিযুদ্ধ কি ইসলাম বিরোধী যুদ্ধ ছিলো !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৫ জানুয়ারি, ২০১৪, ০২:১২:২৭ দুপুর
চেতনা ব্যবসায়ীদের মূল লক্ষই হলো ৭১ সালের মুক্তিযুদ্ধকে ইসলাম বিরোধী যুদ্ধ বলে প্রতিষ্ঠিত করা ৷ তারা বুজাতে চায় পাকিস্তান ছিল মুসলিম রাষ্ট্র, বাংলাদেশের মানুষ মুসলিম রাষ্ট্র পছন্দ করেনি, তাই তারা যুদ্ধ করে বাংলাদেশ বানিয়েছে ৷ আজ পর্যন্ত চেতনা ব্যবসায়ীরা তাদের কথার উপর প্রমান দিতে পারেনি, আর প্রমান দেবে কোত্থেকে ! তাদের কথা তো ১০০% মিথ্যা ৷
বস্তুত; মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল-
⚔সাম্য
⚔মানবিকতা
⚔ইনসাফ
এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে, এই তিনটা বিষয়ের বাহিরে আর কোনো কারন ছিলনা মুক্তিযুদ্ধের ৷ আর ধর্মহীনতার ব্যপারটা তো একেবারেই অকল্পনীয় ! কারন বাংলাদেশের মানুষ সেকুলার শব্দটা প্রথম শুনেছিল ৭২ সালের জানুয়ারী মাসে যখন মুজিব ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ফিরে আসে ৷ মুক্তিযুদ্ধে হাজার হাজার আলেম উলামা যুদ্ধা হিসেবে অংশ নিয়েছেন, অনেকে শহিদ হয়েছেন অনেকে এখনো জীবিত আছেন ৷ জমিয়তে উলামায়ে ইসলাম সরাসরি দলগত ভাবে যুদ্ধে অংশ নিয়েছেন এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন ৷
আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলে ধর্মহীন রাষ্ট্রের চিন্তা করছে তারা সেদিন যুদ্ধে অংশ না নিয়ে আরামে দিন যাপন করেছে ৷ সময়ের পালাবদলে তারা আজ মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে গেছে ৷
বিষয়: বিবিধ
১৬৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন